হাসির কিছু মুহূর্ত…[৯]
জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...
গ্রামের ছেলে আর হোটেলের এসি
একদিন গ্রামের এক ছেলে শহরে তার মামার বাসায় বেড়াতে এলো। শহরের ঝকঝকে আলো আর বড় বড় বিল্ডিং দেখে তো সে পুরাই হাঁ হয়ে গেল। মামা ভাবলো, ছেলেটাকে একদিন হোটেলে খাওয়াতে নিয়ে যাবে।
পরদিন মামা আর ভাগ্নে একটা দামি রেস্টুরেন্টে গেলো। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই ছেলেটা ঠান্ডায় কাঁপতে শুরু করলো।
ছেলে: মামা, বাইরে তো গরম, ভেতরে এত ঠান্ডা কেন?
মামা: আরে এটা এসি। বুঝলি, বাইরে গরম আর ভেতরে ঠান্ডা করে রাখে।
ছেলে (চোখ গোল করে): এত বড় ফ্রিজ আগে কোনো দিন দেখি নাই!
মামা হেসে বললো, ঠিক আছে, চল খেতে বসি।
মেনু কার্ড হাতে নিয়ে ছেলেটা পড়তে শুরু করলো। পড়তে গিয়ে সে হঠাৎ হেসে উঠলো।
ছেলে: মামা, এখানে তো একটা অদ্ভুত জিনিস লেখা। ‘মাটন কর্নার’। এটা আবার কী?
মামা: আরে ব্যাটা! এটা মাটনের আইটেম রাখার জায়গা।
ছেলে: মানে কি? মাটন কি মাটির কোনো আইটেম নাকি?
মামা বিরক্ত হয়ে বললো:
মামা: আরে না রে পাগলা! মাটন মানে খাসির মাংস।
ছেলে: তাইলে তো সোজা খাসির মাংসই লিখতে পারতো। এত ঘুরিয়ে বলার কি দরকার!
এরপর ওয়েটার এসে বললো,
ওয়েটার: স্যার, অর্ডার প্লিজ।
ছেলে: ভাই, একটা খাসির মাটন দাও। তবে মাটিটা আলাদা করে দিয়ো। আমি খাইতে পারি না।
ওয়েটার তো হেসে গড়িয়ে পড়ে। মামা মুখ চেপে হাসি আটকায়।
মামা: তুই আসলেই এক নম্বর গ্রাম্য!
ছেলে: মামা, গ্রাম্যই ভালো। কমপক্ষে মাটনের সাথে মাটি খাই না। 😄
মোরাল
জীবনে কখনো কারো সরলতাকে নিয়ে হাসাহাসি নয়। বরং তাদের সরলতাও একদিন হাসির রসদ হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি এই সরল গ্রাম্য বন্ধুরাই জীবনের আসল রঙ। 😄
হাসুন, খুশি থাকুন!
আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comments Link:-
https://x.com/mohamad786FA/status/1943278178929139979?t=sPcNVInS7jdMOYvgMrDUGA&s=19
https://x.com/mohamad786FA/status/1943349281462850009?t=i49M6f7pTICThQICib-RyA&s=19
https://x.com/mohamad786FA/status/1943349523117674540?t=kyqqj66Q5h6bh2tYuKsi_Q&s=19
Ss
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5