হাসির কিছু মুহূর্ত…[১৮]

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...


1000069218.png

সোর্স

গ্রামের শিক্ষক আর ছাত্র

গ্রামের প্রাথমিক স্কুলে এক অদ্ভুত মজার শিক্ষক আছেন নাম মাস্টার রফিক। সবাই তাঁকে খুব মানেন, কিন্তু উনি মাঝে মাঝে এমন সব কথা বলেন যে পুরো ক্লাস ফেটে পড়ে হাসতে থাকে।

একদিন সকালে ক্লাসে ঢুকেই তিনি ছাত্রদের বললেন,
“আজকে তোমাদের একটা কঠিন প্রশ্ন করব। যে উত্তর দিতে পারবে, তাকে আমি চকলেট পুরস্কার দেব।”

ছাত্ররা সবাই কান খাড়া করে বসে গেল। রফিক স্যার বোর্ডে লিখলেন
“পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কী?”

একজন ছাত্র হাত তুলে বলল,
“স্যার, সেটা হলো ট্রেন।কারণ ট্রেন খুব দ্রুত চলে।”

স্যার মাথা নেড়ে বললেন,
“না রে ভাই, এর থেকেও দ্রুত কিছু আছে।”

অন্যজন বলল,
“স্যার, বিমান! আকাশে যে কত দ্রুত চলে!”

স্যার আবার হাসি দিয়ে বললেন,
“না, এর থেকেও দ্রুত।”

তৃতীয় ছাত্র উঠে দাঁড়িয়ে বলল,
“স্যার, তাহলে রকেট।এটা তো সেকেন্ডের মধ্যে মহাকাশে চলে যায়।”

মাস্টার রফিক দাঁড়ি চুলকে কিছুক্ষণ ভেবে বললেন,
“হুম…রকেটও ঠিক, কিন্তু আমার মতে সবচেয়ে দ্রুত হলো চিন্তা। কারণ তুমি যেখানেই থাকো, চোখ বন্ধ করলেই মুহূর্তের মধ্যে মন চলে যায় অন্য দেশে, অন্য শহরে!”

ছাত্ররা সবাই হাততালি দিল। কিন্তু ঠিক তখন ক্লাসের পেছনে বসা এক দুষ্টু ছাত্র উঠে দাঁড়িয়ে বলল,
“স্যার, আমি কিন্তু এর থেকেও দ্রুত একটা জিনিস জানি।”

স্যার অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
“কি সেটা?”

ছাত্রটা লাজুক হাসি দিয়ে বলল,
“স্যার, গতকাল রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ পেটে গড়গড় শব্দ হলো। আমি ভাবলাম একটু পরে গিয়ে টয়লেটে যাব। কিন্তু আমি ওঠার আগেই কাজ শেষ। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে দ্রুত হলো পেট খারাপ।”

পুরো ক্লাস প্রথমে থমকে গেল, তারপর হেসে লুটোপুটি খেল। এমনকি স্যারও হেসে কুটিকুটি হয়ে গেলেন। শেষে স্যার বললেন,
“আরে বাপু, তুই তো আমাকে হার মানালি! আজকের চকলেট তোরই প্রাপ্য।”

ছাত্ররা আরও জোরে হাসতে লাগল। আর সেদিনের ক্লাসটা হয়ে গেল একেবারে দমফাটানো মজার।

1000069217.png

সোর্স

আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

1000107362.jpg

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif