হাসির কিছু মুহূর্ত…[৪]
জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...
ডাক্তার আর রোগীর হাসির কাণ্ড
একদিন এক ভদ্রলোক বেশ চিন্তিত মুখে এক মনোচিকিৎসকের চেম্বারে হাজির হলো। মুখ দেখে বোঝাই যাচ্ছে, ঘুম হারাম হয়ে গেছে তার। ডাক্তার সাহেবও বেশ ধৈর্য নিয়ে জিজ্ঞেস করলেন,
ডাক্তার: বলুন মশাই, কি সমস্যা?
রোগী: ডাক্তার সাহেব, আমার এক অদ্ভুত সমস্যা হয়েছে। রাতে ঘুমাতে গেলেই মনে হয় বিছানার নিচে কেউ লুকিয়ে আছে। মাথার ভেতর শুধু ভয় আর ভয়। ঘুম তো দূরের কথা, নাওয়া-খাওয়া পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না।
ডাক্তার সাহেব বেশ গম্ভীর হয়ে বললেন,
ডাক্তার: হুম… ব্যাপারটা সিরিয়াস। তোমার মানসিক চিকিৎসা প্রয়োজন। প্রতি সপ্তাহে তিন দিন আমার কাছে থেরাপি নিতে হবে। তিন মাসে ঠিক হয়ে যাবে।
রোগী: ঠিক আছে। ফি কত হবে ডাক্তার সাহেব?
ডাক্তার: মাত্র ৫০০ টাকা সেশন।
রোগী ভেবেচিন্তে বলল, “আচ্ছা ডাক্তার সাহেব, আমি পরে আসছি।”
তারপর কেটে পড়ল সে।
দুই মাস পর একদিন রাস্তায় হঠাৎ ডাক্তার সাহেবের সাথে দেখা। ডাক্তার সাহেব খুশি হয়ে জিজ্ঞেস করলেন,
ডাক্তার: কি খবর মশাই? থেরাপি তো নিলে না, সমস্যা কি ঠিক হয়েছে?
ভদ্রলোক বেশ হাসি মুখে বলল,
রোগী: হ্যাঁ, একদম ঠিক হয়ে গেছে ডাক্তার সাহেব!
ডাক্তার: কীভাবে?
ভদ্রলোক জানাল, “ডাক্তার সাহেব, হোটেলের দারোয়ানকে ২০০ টাকা দিয়ে বলেছিলাম — বিছানার নিচটা কেটে দাও। তারপর থেকে আর ভয়ই পাই না। বিছানার নিচে কিছু থাকার কথাই তো নেই!”
ডাক্তার শুনে থ।
মোরাল: সব সমস্যার সমাধান থেরাপিতে নয়, মাঝে মাঝে একটু বুদ্ধিও দরকার।
আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1925536052657496137?t=qsADeiPmnuq7QIfWqKqKAA&s=19
https://x.com/mohamad786FA/status/1925627823097626803?t=XjCyDy1R773Z37jxrNLO1A&s=19
Ss
আপনার পোস্টটি বেশ হাসির ছিল। ডাক্তার এবং রোগীর ঘটনাতে রোগী অনেক বুদ্ধির পরিচয় দিয়েছে। তবে এখানে একটা শিক্ষনীয় বিষয় আছে সেটি হল আমাদের জীবনে যে সমস্যা সেই সমস্যাকে দূর করতে হবে আমাদের নিজেদেরই। সব সময় সমস্যা থেকে দূরে পালালে বা অন্য কোন উপায় বের করলে হবে না সমস্যার মোকাবেলা করতে হবে। সমস্যা থেকে বের হওয়ার উপায় বের করতে হবে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।