বিনয়ী হওয়া খুবই জরুরি(10% payout for shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

received_182590213921994.jpeg
W3W

received_936789596874355.jpeg
W3W

আমরা আমাদের জীবনে চলার পথে ভিন্ন ভিন্ন স্থানের বিভিন্ন মানুষদের সাথে মিশি। তাদের সঙ্গে মিশতে গিয়ে বিভিন্ন ধরনের গল্প গুজব এবং আড্ডায় মেতে উঠি। এসব আড্ডায় প্রয়োজনীয় কথা হলেও, কোন কোন সময় অপ্রাসঙ্গিক কথাও উঠে আসে। অন্যকে নিয়ে সমালোচনা করা, নিজেদের প্রশংসা করা এবং সমসাময়িক বিভিন্ন ধরনের নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করা ইত্যাদি।

বন্ধুবান্ধবদের সঙ্গে দেয়া আড্ডায় আমাদের নিজেদের কি আছে তা নিয়েই গল্পগুজব করি। সেগুলো নিয়ে গর্ববোধ করি। অর্থাৎ নিজেকে সবার মধ্যে বড় করার চেষ্টা করি। যা আমাদের দাম্ভিকতা কিংবা অহংকারের পরিচয় বহন করে। আসলে এ ধরনের ব্যবহার কখনোই কাম্য নয়। আর নিজের প্রশংসা নিজে পাড়ার মধ্যে কোন সার্থকতা নেই। শুধু অন্যের সামনে নিজেকে বড় মনে করাই হয়। আপনি তাদের সামনে থেকে চলে গেলে ঠিক হই তারা আপনাকে নিয়ে মশকরা করবে। আর নিজেকে খুব বড় মনে করার ফলে আশেপাশের পরিচিত বন্ধুবান্ধবরা হীনমন্যতায় ভোগে। তারা ভাবে হয়তো তাদের কিছুই নেই।

পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যেই কোনো-না-কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে। সুতরাং কাউকে ছোট করে দেখার কোন কিছু নেই। অনেক সময় শ্রেণীতে ভালো ফলাফল করার শিক্ষার্থী খারাপ ছাত্রদের সঙ্গে মিশতে চায়না। তারা হবে তাদের অবস্থানই সবার উপরে। নিজের মধ্যে কোন প্রতিভা থাকার জন্য নিজেকে খুব বড় মনে করে অন্যের সামনে উপস্থাপন করার কিছু নেই। অহংকার এবং দাম্ভিকতার পরিবর্তে আমাদের প্রত্যেকেরই উচিত আশেপাশের মানুষদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ওগুলো নিয়ে প্রশংসা করা। এতে করে তারা ওই কাজগুলো করার জন্য উৎসাহ খুঁজে পাবে। নিজের মধ্যে বিনয়ী ভাব নিয়ে আসলে সেটা আমাদের ছোট করে না।বরং বিনয়ী ভাবটা আমাদেরকে মহৎ করে তোলে এবং এই গুণের জন্য ভালো কাজের জন্য উৎসাহ পাওয়া যায়।

Sort:  
 3 years ago 

পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যেই কোনো-না-কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে। সুতরাং কাউকে ছোট করে দেখার কোন কিছু নেই।

আমি আপনার এই কথাটির সাথে একদম একমত।
আসলে আমাদের চারপাশে এমন অনেকেই আছে যারা তাদের কাজগুলোকে পাহাড়ের সমান উঁচু করে দেখে আর মানুষের কাজকে অনেক নিচু। এমন টা ঠিক নয়।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

বিনয় যাতে মোসাহেবি পযার্য়ে না পড়ে সেটাও মাথায় রাখতে হবে
শুভেচ্ছা

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নিজের মধ্যে বিনয়ী ভাব নিয়ে আসলে সেটা আমাদের ছোট করে না।বরং বিনয়ী ভাবটা আমাদেরকে মহৎ করে তোলে এবং এই গুণের জন্য ভালো কাজের জন্য উৎসাহ পাওয়া যায়।

আপনি ঠিকই বলেছেন আমাদের প্রত্যেকের উচিত নিজের মধ্যে বিনয় ভাবটা ফুটিয়ে তোলা তাহলে আমরা মানুষের মধ্যে নিজেকে মৃত্যুর পরেও অমর করে রাখতে পারব এই দুনিয়ায় আমাদের মহৎ কাজের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

জি ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমাদের প্রত্যেকেরই মাঝে কিছু না কিছু প্রতিভা রয়েছে তাই আমাদের কাউকে ছোট মনে করা উচিত নয় এবং নিজেকেও কারো সামনে অহংকারী প্রকাশ করে বড় করা উচিত নয়। এবং সেই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে আমরা সবাই মানুষ আর সবাই যার যার গুণে গুণান্বিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করা জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অহংকার এবং দাম্ভিকতার পরিবর্তে আমাদের প্রত্যেকেরই উচিত আশেপাশের মানুষদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ওগুলো নিয়ে প্রশংসা করা।

এটা ভাল বলেছেন ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সবারই কিছু না কিছউ প্রতিভা আছে। আমাদের সকলেরই উচিত সেইগুলো নিয়ে তাদের প্রসংসা করা না গেলেও অন্তত্য সমালোচনা না করে। আর হ্যা, বিনয়ী হওয়া অবশ্যই প্রয়োজন। কেননা এটি একটি মহৎ গুণ।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।