ফটোগ্ৰাফি পোস্ট: আমার শখের ফটোগ্রাফি ৩য় পর্ব
❤️🩹বিসমিল্লাহির রহমানির রহিম❤️🩹
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার শখের ফটোগ্রাফি ৩য় পর্ব শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
![]() |
---|
ক্যাপশন: বাগান বিলাস ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি।বাগান বিলাস ফুল" সাধারণত বিভিন্ন ধরনের ফুলের সমন্বয়ে গঠিত একটি বাগানকে বোঝায়, যা সৌন্দর্য এবং সৌরভে ভরপুর। এই ধরনের বাগানে বিভিন্ন প্রকারের ফুল, তাদের রং, এবং যত্নের পদ্ধতি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ।এই ফুল বিভিন্ন ঋতুতে দেখতে পাওয়া যায়।এই ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে।এই ফুল স্কুল কলেজ ভার্সিটিতে বেশি দেখতে পাওয়া যায়।
![]() |
---|
ক্যাপশন: কসমস ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি কসমস ফুলের ফটোগ্রাফি।কসমস ফুল একটি জনপ্রিয় শীতকালীন ফুল।এটি একটি মাঝারি আকারের গুল্ম জাতীয় উদ্ভিদ।এই ফুলের বিভিন্ন জাত শীতকালে বাগানে শোভা বর্ধন করে।সাধারণত ২ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট হয়।গোলাপী, সাদা, বেগুনী রঙের হয়ে থাকে।কসমস ফুল শীতকালে ফোঁটে।কসমস ফুল তাঁর সৌন্দর্য এবং সহজ পরিচর্যার জন্য জনপ্রিয়।
![]() |
---|
ক্যাপশন: সালভিয়া ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি সালভিয়া ফুলের ফটোগ্রাফি।সালভিয়া ফুল একটি জনপ্রিয় বাহারি ফুল। এটি তাঁর উজ্জ্বল রং এবং দীর্ঘস্থায়ী ফুলের জন্য পরিচিত। এই ফুল বিভিন্ন রঙে পাওয়া যায়, যেমন লাল, বেগুনি, গোলাপী, সাদা এবং কমলা। সালভিয়া ফুল বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। এদের মধ্যে কিছু প্রজাতি একবর্ষজীবী, আবার কিছু প্রজাতি বহুবর্ষজীবী।সালভিয়া সবচেয়ে জনপ্রিয় প্রজাতি, যা তাঁর উজ্জ্বল লাল ফুলের জন্য পরিচিত।
![]() |
---|
ক্যাপশন: নয়নতারা ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন সেটি একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি।নয়নতারা ফুল একটি বহুল পরিচিত গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি তাঁর লালচে গোলাপি পাঁচ পাপড়ির ফুলগুলোর জন্য পরিচিত।নয়নতারা একটি বারমাসি উদ্ভিদ।এই ফুল সাধারণত গোলাপী, হালকা গোলাপী এবং সাদা রঙের হয়ে থাকে।ফুলগুলো গন্ধহীন।কাণ্ড কোণাকৃতির, রঙ বেগুনি বা সাদা হয়।বীজের সাহায্যে বংশবৃদ্ধি হয়।নয়নতারা ফুল সারা বছর ফোঁটে। নয়নতারা ফুল শুধু দেখতেই সুন্দর নয়, এর অনেক ঔষধি গুণও রয়েছে।
![]() |
---|
ক্যাপশন: ক্যালেন্ডুলা
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি।এই ফুলের নাম যদিও আমার জানা ছিল না,আমি গুগল থেকে সার্চ করে এই নামটি জানতে পারি।ক্যালেন্ডুলা ফুল একটি জনপ্রিয় শীতকালীন ফুল।ক্যালেন্ডুলা ফুল তার ঔষধি গুণ এবং উজ্জ্বল রঙের জন্য পরিচিত।ক্যালেন্ডুলা ফুল সাধারণত হলুদ বা কমলা রঙের হয়।এটি ডেইজি পরিবারের একটি সদস্য।ফুলগুলো দেখতে অনেকটা সূর্যমুখীর মতো।এই ফুল সিঙ্গেল বা ডাবল পাপড়ির হতে পারে।গাছের উচ্চতা সাধারণত ১ থেকে ২ ফুট পর্যন্ত হয়।এই ফুল বাগান এবং ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্রাফি গুলো নার্সারি ধারণ করা হয়েছে।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি এবং ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
X-promotion
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। দেখেই খুব মনোমুগ্ধকর লাগছে। আসলে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। ঠিক তেমনি আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফিটা। এক কথায় অসাধারণ হয়েছে এটা।
অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের নাম সহ দিয়েছেন। আমি এত ফুলের নাম জানিনা, তাই যখন ফটোগ্রাফি পোস্ট করি তখন ফুলের নাম দিতে পারি না। আজকে অনেকগুলো ফুলের নাম জেনেছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার শখের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আমার। চমৎকার ভাবে আপনি শখের ফটোগ্রাফিক গুলো ক্যামেরাবন্দি করেছেন এবং সাজিয়ে গুছিয়ে এখানে শেয়ার করেছেন। এমন সুন্দর হুরের নাম পোস্টগুলো আমি খুব ভালোবাসি।
ওয়াও বেশ মনোমুগ্ধকর ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে। ফটোগ্রাফি আমি অনেক বেশি ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত সব ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ডেইলি টাস্ক প্রুভ:👇
আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলো এক কথায় দুর্দান্ত।প্রতিটি ছবিতেই এত নিখুঁত সৌন্দর্য ধরা পড়েছে যে চোখ সরানো যায় না। বিশেষ করে বাগান বিলাস ও ক্যালেন্ডুলা ফুলের ছবিটা তো সত্যিই মনকাড়া। রঙের সমন্বয় আর ফ্রেমিং এত সুন্দর যে মনে হলো যেন প্রকৃতির সৌন্দর্য একদম কাছ থেকে অনুভব করলাম। এভাবেই আরও চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভাইয়া।
ফুলের ফটোগ্রাফি দেখতে বরাবরই খুব ভালো লাগে। আপনি আজকে দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি জাস্ট মনোমুগ্ধকর ছিল। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফুল আমার বরাবরই খুব পছন্দের। এত সুন্দর সুন্দর সব ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হলাম। আপনার তোলা সবগুলো ফুলের সৌন্দর্য কথায় চমৎকার ছিল। আমার কাছে বাগান বিলাস ফুল এবং কসমস ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।