ফটোগ্ৰাফি পোস্ট: আমার শখের ফটোগ্রাফি ৪র্থ পর্ব
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার শখের ফটোগ্রাফি পর্বের ৪র্থ পর্ব শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
📸ফটোগ্ৰাফি:১📸
![]() |
---|
ক্যাপশন: অলকানন্দা ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি অলকানন্দা ফুলের ফটোগ্রাফি। অলকানন্দা ফুল বাংলায় অলামান্ডা বা হলুদ অলামান্ডা নামে পরিচিত। এটি একটি সুন্দর, উজ্জ্বল হলুদ রঙের ফুল যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে দেখা যায়।ফুল বড়, টিউবুলার আকৃতির এবং উজ্জ্বল হলুদ রঙের।পাতাগুলো চকচকে ও গাঢ় সবুজ।এই ফুল হলুদ রঙের হওয়ায় দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে।আর আমার হলুদ রঙের ফুল গুলো বেশি পছন্দ।আমি চক্ষু হাসপাতালে ঢোকার সময় গেটের সামনে এতো সুন্দর ফুল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি।আমি দেখা মাত্রই এই ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।
📸ফটোগ্ৰাফি:২📸
![]() |
---|
ক্যাপশন: রঙ্গন ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি সবার পরিচিত একটি ফুল। যাঁর নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল একটি জনপ্রিয় সাদা, লাল, গোলাপি বা কমলা রঙের ফুলের গাছ, যা প্রধানত এর উজ্জ্বল এবং গুচ্ছবদ্ধ ফুলের জন্য পরিচিত। এটি এশিয়া, বিশেষত ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্যাপকভাবে দেখা যায়। এছাড়াও এটি বিশ্বের বিভিন্ন উষ্ণমণ্ডলীয় ও উপ-উষ্ণমণ্ডলীয় অঞ্চলে জন্মায়।ছোট ছোট নলাকার ফুল গুচ্ছ আকারে ফোটে। সাধারণত লাল, হলুদ, সাদা, গোলাপি বা কমলা রঙের হয়ে থাকে।রঙ্গন ফুলের উজ্জ্বল রঙ এবং সহজে চাষযোগ্যতা এটিকে বাগানপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে। এটি সারাবছরই ফুল দেয়, তবে গ্রীষ্ম ও বর্ষাকালে বেশি ফোটে।
📸ফটোগ্ৰাফি:৩📸
ক্যাপশন: কসমস ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
![]() |
---|
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি কসমস ফুলের ফটোগ্রাফি। কসমস ফুল একটি অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় ফুল, যা তাঁর সৌন্দর্য ও সহজে চাষের জন্য পরিচিত। এটি মূলত মেক্সিকো থেকে এসেছে, তবে এখন বিশ্বজুড়ে দেখা যায়। কসমস ফুল সাদা, গোলাপি, বেগুনি, লাল, কমলা, হলুদ রঙের হয়ে থাকে।কসমস ফুল দেখতে যেমন সুন্দর, তেমনই এর যত্ন নেওয়াও খুব সহজ। এটি বাগান বা টবে চাষের জন্য আদর্শ একটি ফুল।আমি নার্সারি থেকে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
📸ফটোগ্ৰাফি:৪📸
ক্যাপশন: পেঁয়াজের ফুল
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
![]() |
---|
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি সবার পরিচিত পেঁয়াজ ফুল। পেঁয়াজ ফুল বলতে সাধারণত পেঁয়াজ গাছের ফুলকে বোঝায়, যা পেঁয়াজের জীবনচক্রের একটি অংশ। পেঁয়াজ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং এটি ফুল ফুটিয়ে বীজ তৈরি করতে পারে।পেঁয়াজ ফুল সাধারণত ছোট ছোট গুচ্ছে ফোটে।ফুলের রঙ সাধারণত সাদা, গোলাপি বা বেগুনি হতে পারে।প্রতিটি ফুলে ৬টি পাঁপড়ি থাকে। সাদা রঙের পেঁয়াজ ফুল দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে।তাই আমি দেখা মাত্রই এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
📸ফটোগ্ৰাফি:৫📸
ক্যাপশন:
ডিভাইস: মটোরোলা মটো জি ৩৪
ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
তারিখ: ২৩ই ডিসেম্বর ২০২৪ খ্রি:
লোকেশন: রংপুর
![]() |
---|
আপনারা উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি একটি কচুরিপানা ফুলের ফটোগ্রাফি। কচুরিপানা ফুল একটি ভাসমান জলজ উদ্ভিদ, যা তাঁর সুন্দর ফুলের জন্য পরিচিত। এই ফুল সাধারণত বেগুনি বা হালকা গোলাপি রঙের হয় এবং পাঁচ থেকে ছয়টি পাপড়ি থাকে। ফুলের মাঝখানে হলুদ রঙের দাগ দেখা যায়, যা ফুলটিকে আরও আকর্ষণীয় করে তোলে।কচুরিপানা দ্রুত বংশবিস্তার করে জলাশয় ঢেকে ফেলতে পারে, যা পরিবেশগত সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এর ফুল প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু স্থানে এটিকে অলংকারীয় উদ্ভিদ হিসেবেও চাষ করা হয়।আমি একটি নদী থেকে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে।
এক নজরে মুগ্ধ হয়ে আমি তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি সুন্দর। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে অনেক মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু অনেক অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো ছিল।
সব কটা ফুলের ছবি অসাধারণ লেগেছে তবে পানা ফুলের ছবিটা একটু বেশি ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করে নিলেন তাই। প্রতি সপ্তাহে আমাদের এখানে ব্লগে একটি করে ফটোগ্রাফি পোস্ট করতে হয় সে কারণে আমরা প্রত্যেকেই ধীরে ধীরে নিখুঁত ফটোগ্রাফার হয়ে উঠেছি।
প্রত্যেকটা ফটোগ্রাফি ডায়মন্ডের মত জ্বল জ্বল করছে। পেঁয়াজ ফুল, কচুরিপানার ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে। রোদের মধ্যে ফটোগ্রাফি করেছেন। তাই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে কচুরিপানা এর ফটোগ্রাফি পেঁয়াজের ফুল আমার কাছে অসাধারণ লাগলো। এবং কসমস ফুলের ফটোগ্রাফি ও অলকানন্দা ফুলের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। তবে ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভালো লাগে যখন বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখি। আজকে আপনি চমৎকার কিছু বিভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট করেছেন। আপনার কসমস ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে তো আমি হা করে তাকিয়ে রইলাম। সত্যি বলতে আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। ভালো লাগার মত বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি। সব সময় চেষ্টা করি সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার৷ আজকে আপনি যেভাবে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ এর মধ্যে আপনি যে কচুরিপানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷