শখের জিনিস। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"হ্যালো" আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার আদাব আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

পৃথিবীতে প্রতিটি মানুষেরই জীবনে শখ আছে। কিন্তু অনেকেই নিজের শখ পূরণ করতে পারে আবার অনেকেই তা পারে না। শখ ও শৌখিনতা মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। তাই মানুষের জীবনের শখ ও শৌখিনতা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করা উচিত বলে আমি মনে করি।

IMG_20230206_204538.jpg

অনেকদিন ধরেই আমার শখ ছিলো একটি ইন্ডাকশন চুলা কিনবো।ভাবতে ভাবতেই অনেক দিন পার হয়ে গেছে কিন্তু কেনা আর হচ্ছিলো না।গত ৩০ জানুয়ারি আমার বিবাহবার্ষিকী ছিলো তাই আমার হাসবেন্ড অনেক দিন আগে থেকেই বলছিলো বিবাহবার্ষিকীতে আমি কি নিবো,না চাইতেই সে আমাকে তার সাধ্যমতো অনেক কিছুই দেয় নতুন করে কিছু চাওয়ার প্রয়োজন পড়ে না। সে এমন একটি মানুষ নিজের কথা কখনো ভাবে না তার সব ভাবনা আমাদেরকে ঘিরে আর এজন্যই আমি তাকে মন থেকে অনেক সন্মান করি এবং অনেক অনেক ভালোবাসি।আমার হয়তো অনেক কিছু নেই কিন্তু তারপরেও আমি নিজেকে অনেক বেশি সুখি মনে করি। মনের মতো একজন মানুষ যদি পাশে থাকে তাহলে জীবনে অনেক কিছুর প্রয়োজন হয় না।

IMG_20230206_205359.jpg

যে হারে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তাতে করে গ্যাসে রান্না করাটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। আগে একটা গ্যাস সিলিন্ডার কিনলে সারা মাস অনায়াসে পার হয়ে যেতো কিন্তু ইদানিং কেনো জানি একটা সিলিন্ডারে মাস পার হচ্ছে না ২০-২৫ দিনের মধ্যেই শেষ হয়ে যায় বিষয় টি খুবই চিন্তাদায়ক হয়ে গেছে তাই ভাবলাম এবার একটা ইন্ডাকশন কিনতেই হবে যাতে করে একটু হলেও গ্যাস সাশ্রয় হয় আর সারা মাস নিশ্চিন্তে রান্না করতে পারি।আমি যেহেতু গৃহিণী তাই দিনের বেশিরভাগ সময় আমার রান্না ঘরেই কেটে যায় আর রান্না ঘর যদি চিন্তামুক্ত থাকে তাহলে কাজকর্মে অনেক বেশি আনন্দ পাওয়া যায়।
IMG_20230206_210529.jpg

হাসবেন্ড ছুটিতে আসার পর তাকে বিষয় টি বললাম আর সে সাথে সাথেই আমাকে বাজারে নিয়ে গেলো ইন্ডাকশন কেনার জন্য।দোকানে গিয়ে দেখলাম আগের ইন্ডাকশন গুলোে চেয়ে আরও অনেক সুন্দর সুন্দর নতুন ইনফারেড চুলা বাজারে এসেছে সেগুলো দেখতেও অনেক বেশি সুন্দর তাই এক দেখাতেই পছন্দ হয়ে গেলো কিন্তু প্রথমে অনেক বেশি দাম চাইলো যা শুনেই মন খারাপ হয়ে গেলো এত বেশি দিয়ে চুলা কেনা সম্ভব না।তারপর অনেক দামাদামি করে শেষ পর্যন্ত চার হাজার টাকা দিয়ে কেনা হলো শখের চুলা টি।
IMG_20230206_210546.jpg

IMG_20230206_210621.jpg

তারপর চুলায় রান্না করার জন্য ননস্টিক কড়াই,অ্যালুমিনিয়াম কড়াই, তাওয়া আরও অন্যান্য টুকিটাকি জিনিসপত্র কেনা হলো।সবমিলিয়ে প্রায় আট হাজার টাকা বিল আসলো,বিল পরিশোধ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।ঈশ্বরের অশেষ কৃপায় সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরে আসলাম।তারপর থেকেই শখের চুলায় রান্না শুরু করে দিলাম,রান্না করে বেশ ভালোই আনন্দ উপভোগ করছি যতই শখের জিনিস বলে কথা আনন্দ তো হওয়ারই কথা তাই নয় কি?☺️

IMG_20230206_213829.jpg

IMG_20230206_213902.jpg

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দুঃখ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক এই প্রত্যাশায় করি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp (1).png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 2 years ago 

দিদি জাইমু তাহলে শখ. ইচ্ছে পূর্ন করেছে৷ যাক এবার তাহলে আরও ভালো সুন্দর রেসিপি দেখবো কি বলেন ৷ আসলে একটা কথা যথার্থ বলেছেন যে মানুষের জীবনে শখ আর স্বপ্ন কিছু হলেও পূর্নতা পাওয়ার দরকার ৷

আপনার শখের জিনিস ইন্ডাকশন পেয়ে নিশ্চয়ই অনেক খুশি ৷ আর এর জন্য একটা রেসিপি চাই দিদি ৷

 2 years ago 

হ্যাঁ ভাই আপনার জামাইবাবু ছাড়া আর কে শখ পূরণ করবে বলেন ☺️ছোট ছোট শখ গুলো পূরণ হলে মনে অনেক শান্তি অনুভব হয়।অবশ্যই রেসিপি পাবেন। ধন্যবাদ ভাই।

 2 years ago 

সত্যি বলেছেন দিদি মানুষের জীবনের সখ আল্লাদ থাকতে পারে,তবে সেগুলো সবারই পক্ষে পূরণ করা সম্ভব নয়। আপনি সত্যি বলেছেন পাশে মনের মতো মানুষ থাকলে আসলে তার কিছু লাগে না। আর গ্যাসের দাম যেহারে বেড়ে গেছে তাই আপনি ইন্ডাশন চুলা কিনে অনেক ভালো করেছেন।আসলে আপু চুলা গুলোর দাম চার হাজার করেই কিছু দিন আগে কেনা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু মনের কথা গুলো বোঝার জন্য একজন সঠিক মানুষ পাশে থাকাটা খুবই জরুরি। যাক আপু আপনার কাছে দাম জেনে ভালো লাগলো তার মানে কিনে ঠকি নাই।অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

শখ প্রত্যেকটি মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আর কথায় আছে না শখের তোলা ৮০ টাকা। শখের যেকোনো জিনিসের দাম যত বেশি হোক না কেন সেটা পূরণ করতে পারলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর আপনি আপনার শখের জিনিস কিনতে পেরেছেন এজন্য আমরাও অনেক খুশি। কারণ সবার ইচ্ছা পূরণ হোক সবাই ভালো থাকুক এটাই কামনা করি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া শখের তোলা ৮০ টাকা। আসলেই শখ গুলো পূরণ হলে সত্যিই অনেক ভালো লাগে।আমিও সবসময়ই এই প্রার্থনায় করি যাতে সবাই অনেক অনেক ভালো থাকে।সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক বেশি ভালো লেগেছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি গোছালো ফিডব্যাক দেয়ার জন্য।

 2 years ago 

আপু ভাইয়া ছুটিতে এসে আপনার অনেক দিনের শখ ইন্ডাকশন চুলা কিনে দিলো। চুলাটা দেখে তো অনেক ভাল লেগেছে। আর গ্যাসের মধ্যে মনে হয় কোন কারসাজি করে তাই গ্যাস তারাতারি শেষ হয়ে যায়। দামও নেই বেশি শেষ হয়ে যায় তারাতারি। কোন দেশে বাস করি চিন্তা করেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমারও তাই মনে হয় ভাইয়া আগের তুলনায় কেন জানি গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই বাধ্য হয়ে চুলা কিনতেই হলো আর অনেক দিনের শখও ছিলো সেটাও আপনার ভাইয়া পূরণ করলো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু এগুলো কি সব বিবাহ বার্ষিকীর উপহার নাকি। যাক তাহলে এবার একটা ইনডাকশন চূলা পাওয়া গেল। ভাইয়া তাহলে ছুটিতে এসে আপনার সব প্রিয় জিনিস গুলোই কিনে দিলো। আসলে সখের জিনিস বলে কথা। এখানে দাম কোন বিষয়ই না। ভাল কাটুক ছুটিতে আসা সময় গুলো।

 2 years ago 

সেইরকমই বলতে পারেন আপু, জ্বি অনেক গুলো জিনিস পেয়েছি যেগুলো আমার খুব কাজে দিবে। হ্যাঁ শখের জিনিস হলে দাম যাই হোক না কেন তারপরও কিনতে হবে।সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন প্রতিটি মানুষের জীবনের সাথে কম বেশি শখ জড়িয়ে থাকে। কেউ পুরন করতে পারে কেউ পারেনা। যাই হোক ভাইয়া আপনার জন্ম দিনে আপনার শখ পুরন করেছেন জেনে ভালো লাগল। জি আপু শুধু গ্যাস নয় সকল জিনিসের দাম যেভাবে বাড়ছে জীবন ধারন করাই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। আপনি ভালই করেছেন গ্যাস সাশ্রয় করার জন্য একটা চুলা কিনেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন বৌদি আমাদের ভালবাসার মানুষগুলো সব সময় আমাদের শখ পূরণ করার জন্য আমাদের ইচ্ছা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। বিবাহ বার্ষিকীতে দাদা আপনাকে সুন্দর সুন্দর কিছু গিফট করেছে যেগুলো আপনাদের সাংসারিক কাজে খুবই প্রয়োজনীয়। ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাবি এই মানুষ গুলো আছে বলেই আমরা ভালো আছি।ঈশ্বরের কাছে একটাই চাওয়া জীবনের শেষ দিন পর্যন্ত যেনো একসাথে থাকতে পারি।অনেক অনেক ধন্যবাদ ভাবি।