স্বরচিত কবিতা : " ইচ্ছে করে "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
আমাদের এই ছোট জীবনে কত কিছুই না ইচ্ছে করে। ইচ্ছের আসলেই শেষ হয় না বললেই চলে। হয়তোবা যেটা সম্ভব না সেটাও আমাদের ইচ্ছা করে। আজকের কবিতাটি তেমনই ইচ্ছে নিয়ে সাজিয়েছি। কিছু কিছু ইচ্ছে আমরা সহজেই পূরণ করতে পারি। আর কিছু কিছু ইচ্ছে শুধু অনুভূতি ছাড়া আর কিছুই না। যেগুলো বাস্তব করা আসলে কখনোই সম্ভব না। যেমন আমরা যদি পাখির মতো উঠতে চাই তাহলে তো সেটা কখনোই সম্ভব হবে না। আবার যদি মেঘের মতো আকাশে ভাসতে চাই তাহলে সেটাও সম্ভব হবে না। কারণ এই ইচ্ছাগুলো আসলে অপুরক। তবে এই ইচ্ছে গুলো অনুভব করতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ইচ্ছে গুলো অনুভব করলে অনেক শান্তি পাওয়া যায়। এই অপুরক ইচ্ছে গুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকে। হয়তোবা আমরা নিজেদেরকে ইচ্ছের মাঝে বিলিয়ে দিয়ে থাকতে পছন্দ করি। তো ইচ্ছে নিয়ে লেখা আজকের কবিতাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
ইচ্ছে করে পাখির মত,
আকাশে উড়ি ডানা মেলে।
কবিদের মতো লেখক হয়ে,
ছন্দে ছন্দে মাতিয়ে তুলি।
ইচ্ছে করে ফুলে ফুলে
সাজিয়ে তুলি বাগান।
সুবাস হয়ে ছড়িয়ে পড়ি,
পরিবেশ হয়ে উঠুক সুগ্রান।
ইচ্ছে করে মেঘ হয়ে,
আকাশে মিশে ভাসি।
বৃষ্টি হয়ে ঝরে পড়ি
বৃষ্টির পানিতে ভাসি।
ইচ্ছে করে মনের মত,
স্বপ্নগুলোকে আঁকি,
সাদা ক্যানভাসে রং তুলি দিয়ে
প্রতিচ্ছবি এঁকে থাকি।
ইচ্ছে করে সবুজ প্রকৃতিতে,
নিজেকে হারিয়ে ফেলি।
সতেজ হয়ে উঠি আমি,
শীতলতা অনুভব করি।
ইচ্ছে করে রংধনু হয়ে,
পৃথিবীকে রাঙিয়ে তুলি।
রঙের মেলায় যাবো হারিয়ে,
রঙিন হবো আমি।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1861628461695312036?t=N49mStzD1yeyW9SKNc95kQ&s=19
খুব সুন্দর হয়েছে কবিতাটি ৷ দারুণ লিখেছেন আপু ৷ আসলেই আমাদের ইচ্ছের শেষ নেই ৷ কত শত ইচ্ছে নিয়ে আমরা বাঁচি ৷ সব ইচ্ছে ই তো পূরণ হবার নয় ৷ দারুণ কিছু কথা দিয়ে কবিতাটি বেশ সাজিয়েছেন ছন্দে ছন্দে ৷ খুবই ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
চেষ্টা করলাম কবিতাটা সুন্দর করে লেখার জন্য।
"ইচ্ছে করে" কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। মনের মাধুরী মিশিয়ে কবিতাটি লিখেছেন আপনি। আমাদের ইচ্ছের শেষ নেই। মনের ইচ্ছেমত অনেক কিছুই করতে পারি না। যাইহোক নিচের লাইন গুলো ভীষণ ভালো লেগেছে।
আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।
আমাদের জীবনে কত কিছুই ইচ্ছা করে যেটা সম্ভব না সেটাও ইচ্ছে করে।আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো অসাধারণ লিখেছেন কবিতাটি। ধন্যবাদ আপু দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমার লেখা কবিতা পড়েছেন দেখে খুব ভালো লাগলো। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।
“ইচ্ছে করে” কবিতাটি দারুন লিখেছেন আপু। কবিতা লিখা অনেক ভালো লাগে পড়তে পারলে আরো অনেক আনন্দ পাই। ইচ্ছের কোন শেষ নেই। অনেক কিছু ইচ্ছে করে। তবে সব ইচ্ছে তো আর পরিপূর্ণ হয় না। প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর কবিতা লিখে উপহার দিয়ে যাচ্ছেন।
এরকম কবিতা আমি সবসময় লেখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় কবিতার লাইনগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে আপু ইচ্ছা তো অনেক কিছুই করে কিন্তু কোন কিছুই হয়ে ওঠা যায় না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
এত সুন্দর ভাষার মাধ্যমে কবিতার লাইনগুলো তুলে ধরতে পেরে অনেক ভালো লাগলো।
আপনার লেখা ইচ্ছে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।ভাষাগুলো ছিল অসাধারণ। তাই কবিতাটি পড়ে আমার ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে কবিতা লেখার জন্য এখন বেশি চেষ্টা করি।
সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।ইচ্ছে করে কবিতাটি প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। তবে আমাদের ছোট্ট জীবনে চাহিদা অনেক। আর অসম্ভব জিনিসকে মানুষ কল্পনা করে পাওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
এটা আপনি ঠিক বলেছেন। যাইহোক এত সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখতে পেরে আমার নিজেরও ভালো লাগছে।