লেখাগুলো পড়ে আমার চোখ ছলছল করে উঠলো আপু।আমার বাবার কথা মনে পরে গেলো।আমিও আপনার মতো বাবার বয়সী সব বাবাদের দিকে তাকিয়ে থাকি।তখনই কষ্টটা আরো বেশী লাগে। এই অনুভূতি গুলো লিখে বুঝানোর মতো নয়।দোয়া করি আপনার আম্মাকে আল্লাহ আপনাদেরকে ছায়া দিয়ে রাখতে নেক হায়াত দান করুন, আমিন।