You are viewing a single comment's thread from:
RE: আমার পরিচয়ের মাধ্যমে আপনাদের সাথে কাজ করার আগ্রহ বৃদ্ধি করতে চাচ্ছি........
ভাই ডাউনভোট পাওয়ার কারন কি ভাই?
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।
এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok
আমি যখন নতুন ছিলাম তখন তেমন কিছু জানতাম না। তাই অনেক ভুল করেছিলাম যার কারনে আমাকে ডাউনভোট দিতো । তখন তো আর কমিউনিটি ছিল না। এখন যেহেতু কমিউনিটি তৈরি হয়েছে , আশা করি কমিউনিটির মাধ্যমে সকল সদস্য ভালো ভাবে কাজ করতেপারবে।
পরিচিতিমূলক পোস্ট ভিত্তিতে আমি পোস্ট করা চেষ্টা করেছি। আমি যেহেতু চাকরী করি সেই ক্ষেত্রে তেমন খুলে বলতে পারছি না। তবে যথা সম্ভব চেষ্টা করেছি পরিচিতিমূলক পোস্ট করার জন্য। ধন্যবাদ