সততার পুরষ্কার ( চতুর্থ পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কিন্তু রাশেদ তার সিদ্ধান্তে অটল থাকে। সে সিদ্ধান্ত নেয় সারা জীবন যেভাবে সে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেনি। এবারও করবে না। সেদিনের মতো কাজ বাজ শেষ হলে রাশেদ বাড়িতে ফিরে যায়। পরদিন যথারীতি রাশেদ সময় মত অফিসে আসিে। কিন্তু অফিসে ঢোকার পরেই সে অফিসের পরিবেশটা কিছু অন্যরকম দেখতে পায়। সবাই যেন কিভাবে তার দিকে তাকাচ্ছিলো। রাশেদ অফিসে ঢোকার কিছুক্ষণের ভেতরেই তার বসের রুমে তার ডাক পড়ে।

1000001426.png

সেখানে যেতেই বস রাশেদকে তার ছোটখাটো কিছু ভুলের জন্য ধমকাতে থাকে। বলে ভালোমতো কাজ করলে করবেন। না হলে চাকরি ছেড়ে চলে যাবেন। আপনাকে এখানে চেহারা দেখানোর জন্য রাখা হয়নি। এই কথা বলে সে রাশেদের সামনে কয়েকটি ফাইল দেয়। রাশেদ ফাইলগুলো নিয়ে দেখতে পায় সেখানে ছোটখাটো দুই একটা ভুল আছে যেটা খুব সহজে উপেক্ষা করা যায়। যেহেতু তার ভুল রয়েছে তাই রাশেদ কোন কথা না বলে তার টেবিলে ফিরে আসে। এরপর থেকে কোন অজুহাত পেলেই রাশেদের বস তাকে ধমকাতে থাকে আর সাসপেন্ড করার হুমকি দিতে থাকে। অবস্থা একসময় এমন দাঁড়ায় যে সেখানে চাকরি করা রাশেদের জন্য মুশকিল হয়ে দাঁড়ায়।

সে চিন্তা করতে থাকে ভালো কোন সুযোগ পেলে সে অন্য কোথাও চাকরিতে চলে যাবে। এই চাকরিতে আর থাকা সম্ভব না। রাশেদ একটা সরকারি চাকরি করে। আর সরকারি চাকরি মানে ই দুর্নীতি করার অবারিত সুযোগ। সেই সুযোগটা তার আশেপাশের সকলেই লুফে নিয়েছে। তবে রাশেদ অন্য ধাতুতে গড়া। সে চাকরিতে ঢোকার আগেই সিদ্ধান্ত নিয়েছিলো সে কখনো দুর্নীতি করবে না। কখনো হারাম উপার্জন করবে না।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ