চাওয়ার কোন শেষ নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চাওয়ার কোন শেষ নে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-948242_1280.jpg



লিংক


এই পৃথিবীতে মানুষকে আপনি যত কিছুই দেন না কেন এই মানুষের চাওয়ার কোন শেষ নেই। অর্থাৎ মানুষের জীবনের একটা শখ পূরণ হয়ে গেলে সে কিন্তু আরেকটা জিনিস পূরণ করার জন্য চেষ্টা করে। আসলে এভাবে তারা সব সময় বিভিন্ন জিনিস চাইতে থাকে এবং সেই জিনিসগুলো পূরণ হলে আরেকটা জিনিসের উপরে নির্ভর করে। অর্থাৎ চাওয়ার কোন শেষ নেই এই জীবনে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি জীবনে যদি কঠোর পরিশ্রম করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি আপনি আপনার জীবনের বিভিন্ন ধরনের চাহিদা গুলো পূরণ করতে থাকেন তাহলে একটা সময় দেখবেন যে এই চাহিদার কোন শেষ হচ্ছে না। অর্থাৎ একটা চাহিদা শেষ হওয়ার পরপরই আরেকটা চাহিদার উদ্ভব হয়।


অর্থাৎ মানুষ যতই ইনকাম করুক না কেন মানুষের চাহিদার পরিমাণও কিন্তু দিন দিন বাড়তে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের চাহিদা খুব সীমিত। অর্থাৎ সেই মানুষগুলো হলো গরিব শ্রেণীর মানুষ। অর্থাৎ তারা সব সময় চেষ্টা করে যে তারা যাতে করে দুই বেলা পেট ভরে খেতে পারে। আসলে এই চাহিদা টুকু যদি তাদের পূরণ হয় তাহলে কিন্তু তাদের জীবনে আর অন্য কোনো ধরনের চাহিদা থাকে না। এছাড়াও আর একটু চাহিদা থাকে যে তারা একটু ভালোভাবে যেন জীবন কাটাতে পারে। কিন্তু এই চাওয়া গুলো তাদের সব সময় চাওয়া হয়ে থাকে। অর্থাৎ তারা জীবনে যতই কঠোর পরিশ্রম করুক না কেন তাদের এই চাওয়া কিন্তু কখনো পূরণ হয় না। আর এজন্য তারা সারা জীবন কষ্ট পেতে থাকে।


আর এইসব মানুষদের পাশে যদি আমরা একবার দাঁড়াতে পারি এবং তাদের জীবনের এই মৌলিক চাহিদা গুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু তারা আর কখনো কষ্ট পাবে না। কেননা একটা জিনিস আমরা সব সময় দেখতে পাই যে এই মানুষদের মুখে যদি একবার আমরা হাসি ফোটাতে পারি তাহলে কিন্তু তাদের দুঃখ কষ্টগুলো দূর হবে এবং এতে করে আমরা মনে একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবো। কেননা এই মানুষগুলো যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু আমরাও ভালো থাকতে পারবো। শুধুমাত্র আপনি যদি আপনার চাহিদা গুলো পূরণ করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেখানে স্বার্থপর মন মানসিকতার পরিচয় ফুটে উঠবে। আর আমরা কখনো নিজেদেরকে স্বার্থপর হিসেবে অন্যের সামনে তুলে ধরবো না।


আসলে আমরা যদি আমাদের সীমিত চাওয়া গুলো পূরণ করে মানুষের সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে সবাই সুখে শান্তিতে বসবাস করবে। আর আপনি যদি স্বার্থপর হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার জীবনের কোন চাওয়ার শেষ নেই। অর্থাৎ আজকে আপনি এই জিনিসটা চাইবেন কালকে অন্য জিনিস চাইবেন। অর্থাৎ এইভাবে জিনিস চাইতে চাইতে আপনার পুরো জীবনটা শেষ হয়ে যাবে। আর আপনি যদি আপনার এই লোভ লালসা গুলো ত্যাগ করে মানুষের উপকার করতে পারেন এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মনের মধ্য থেকে আলাদা ধরনের একটা শান্তি খুঁজে পাবেন। যে শান্তি আপনি কোথাও আর খুঁজে পাবেন না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Wow, @raintears, this is a truly insightful and thought-provoking post about the endless nature of desire and the importance of helping others! The sentiment you express, that true peace comes from fulfilling the basic needs of others rather than chasing our own endless wants, really resonates. It's a message the world needs to hear.

Your writing is clear and heartfelt, and I especially appreciate the way you contrasted the insatiable desires of some with the simple needs of the less fortunate. The image choices are also very fitting!

Thank you for sharing this important message with the "আমার বাংলা ব্লগ" community. I encourage everyone to read this and reflect on their own desires and how they can contribute to the well-being of others. What are your thoughts on finding contentment, Steemians? Let's discuss!