স্বরচিত কবিতা:- শীত এলো প্রকৃতি মাঝে।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
আসলে শীতের মৌসুম আমার অনেক ভালো লাগে। গরমের দিন একদম বিরক্তিকর লাগে।শীতের আবহাওয়া শীতের পরিবেশ মন কেড়ে নেয় । চারিদিকে সবুজের সমারোহ তাকাতেই দুচোখ ভরে যায়।তাই আজকে শীত নিয়ে কিছু কথা নিজের মত করে এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ শীত এলো প্রকৃতি মাঝে।
শীত এলে মনের মাঝে দোলা দেয়।
অনুভূত হয়,অন্য রকম সুখ।
শীতের আমেজ থাকে ঘরে ঘরে।
কুয়াশার ছোঁয়া পাই সকাল,ভোরে।
শীতের কুয়াশায় ঢেকে যায় চারদিক,
মনে হয় এক চাদরেই সব ঢাকা।
প্রকৃতির মাঝে দেখা যায় সতেজতা,
খুশিতে আত্মহারা আছে যত বনলতা।
কৃষকের মাঠ ভরা থাকে ফসল,
নিত্য নতুন শাকসবজির সমাহার।
ঘাসের ডগায় কুয়াশার ফোটা,
এ যেন তরতাজা মুক্ত কণা।
সকালের মিষ্টি রোদ ভালো লাগে ভীষণ।
সূর্যটা খুব জলদি, নেয় গোধূলির পিছন।
গোধূলি লগ্ন আবার ভালো লাগে খুব।
নিরবে বসে আমি একা থাকি চুপ।
সন্ধ্যে হলে দেখা দেয় আবার কুয়াশা।
চারিদিকে মনে হয় হলো ঝাপসা।
পাখিরা যায় ঘরে ফিরে,সন্ধ্যা যখন নামে।
মানুষের সব ক্লান্তি,তখন যেন থামে।
কবিতার মর্ম কথা |
---|
শীত আমার অনেক ভালো লাগে শীত এলে মনের মাঝে অন্য রকম সুখ অনুভূত হয়।শীতের সময় সব কিছু ভালো লাগে তাই শীত নিয়ে আজকে এই কবিতাটি লিখলাম। আর নিজের মাঝে শীতের কিছু অনুভূতি এই কবিতাটিতে আপনাদের মাঝে শেয়ার করলাম । আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1861604769674182881
আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
আবার একটি সুন্দর শীতের কবিতা দেখে নিলাম। শীতের সৌন্দর্য যতই প্রকাশ করা যাক না কেন কম হয়ে যায়। আজ আপনি শীতকে ঘিরে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইন শীতের সৌন্দর্য ভীষণ ভাবে বহন করেছে। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার মতো আমারও শীতকাল খুব পছন্দ। কারণ গরম আমি একেবারেই সহ্য করতে পারি না। যাইহোক একেবারে সময়োপযোগী একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শীতের দিন আমার অনেক বেশি পছন্দের। শীতকালের প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি সুন্দর হয়ে থাকে। শীতের দিনের অনুভূতি গুলো আসলেই একেবারে আলাদা হয়ে থাকে। অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আজকে আপনি যেটা আমার অনেক পছন্দ হয়েছে।
আপনার কবিতা গুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। আজও তার ব্যতিক্রম নয়। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলেই ভাই সবার বর্তমান প্রচুর পরিমাণে ব্যস্তময় সময় কাটছে। সেই ব্যস্তময় মুহূর্ত থেকে সেই প্রকৃতির মাঝে শীত আশা নিয়ে সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন। কবিতার প্রত্যেকটা লাইন শীতকাল কেন্দ্রিক হয়েছে যা আসলেই প্রশংসনীয়। কবিতার মধ্যে শীতকে কেন্দ্র করে প্রকৃতির সুন্দর একটি বর্ণনা দিয়েছেন। চমৎকার ভাবময় কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি দেখতেছেন শীত নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন।শীত এলো প্রকৃতি মাঝে কবিতাটি চমৎকার হয়েছে আপনার। তবে আমার কাছেও শীত ভালো লাগে। তবে সুন্দর অনুভূতি দিয়ে শীত এলো প্রকৃতি মাঝে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ।