স্বরচিত কবিতা // "প্রেমহীন ভালোবাসা "।
শুভ দুপুর 🌅
আজ ২৬ ই জানুয়ারি,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের হৃদয়ে যন্ত্রণাদায়ক ব্যথা সৃষ্টি করে। প্রেমহীন ভালোবাসা শূন্যতায় পরিণত হয়। ভালোবাসার মানুষকে ছাড়া প্রতিটি দিন একাকীত্বে কেটে যায়। অপর দিকে প্রেমহীন ভালোবাসা সংসার জীবনে সুখ বয়ে আনে। একজন সত্যিকারের প্রেমিকের কাছে তার ভালোবাসার মানুষ পূর্ণিমার চাঁদের মতো। তার ঠোঁটের হাসি সবচাইতে বেশি প্রিয়। প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অবশেষে ভালোবাসা পূর্ণতা পায়। তাই প্রেমহীন ভালোবাসা সর্বদা মূল্যহীন। যাইহোক আমি চেষ্টা করেছি এই সপ্তাহে একটি কবিতা লিখতে। সময়ও ব্যস্ততার কারণে কবিতা লেখা হয় না। আপনাদের সকলের অনুপ্রেরণায় আমি চেষ্টা করেছি আপনারদের মাঝে কবিতা উপস্থাপনা করার জন্য। শুধু তাই নয় চেষ্টা করেছি ছন্দ যুক্ত করতে, কেননা কবিতায় ছন্দ থাকলে পাঠকদের পড়তে অনেক ভালো লাগে।
আমি আজকে প্রেমহীন ভালোবাসার মূল্য ও গুরুত্ব কবিতার মাঝে প্রকাশ করেছি। "প্রেমহীন ভালোবাসার" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"প্রেমহীন ভালোবাসা"
তোমার সাথে আমার ভালোবাসা
তোমার সাথেই আমার ভালোলাগা,
অন্ধ ভালবাসায় প্রেম চাইনা আমি
কাছে থাকবে তুমি দেখব শুধু আমি।
গভীর প্রেমের ভালোবাসায়
অন্ধকার করে হৃদয়,
বড্ড ভালোবাসি তোমায়
তুমি কী বুঝতে পারো?
এই হৃদয়ের ভালোবাসা
তোমার জন্য তোলা,
তোমায় নিয়ে বাধঁবো ঘর
রাখবো আমার বুকে।
তুমি আমার আশার আলো
অন্ধকার ঘরের প্রদীপ,
তোমার ঠোঁটের সেই মিষ্টি হাসি
আমি আজও ভালোবাসি।
প্রেমহীন ভালোবাসা হৃদয় করে ক্ষত
তাই হৃদয়ে প্রেম নেই আছে শুধু ভালোবাসা,
প্রেমহীন জীবন একাকীত্ব
ভালোবাসা ছাড়া নিঃস্ব।
প্রেমহীন ভালোবাসা শুধুই নিরাশা
প্রকৃতির মাঝে প্রেম আছে
তাই বৃক্ষরাজি আছে বেঁচে,
প্রকৃতি তার ভালোবাসায় নাচে
প্রেম ছাড়া অর্থহীন লাগে।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "প্রেমহীন ভালোবাসার" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | কবিতা। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | স্বরচিত কবিতা (প্রেমহীন ভালোবাসার)। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
আপনি আজকের কবিতার মধ্যে প্রেমহীন ভালোবাসার মূল্য ও গুরুত্ব খুব সুন্দর করে তুলে ধরেছেন। এই টপিকটা নিয়ে কবিতাটা লেখার কারণে আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। আপনার লেখা কবিতা সবগুলো লাইন দারুন ছিল এক কথায় বলতে গেলে। আশা করি আপনি সবসময় আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো লিখে শেয়ার করবেন।
ধন্যবাদ আপু আপনাকে চমৎকার মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। এই সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কবিতা আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
প্রেমহীন ভালোবাসা খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতা আমার পড়তে অনেক ভালো লাগে আর লিখতেও অনেক পছন্দ করি,সেজন্য আমার বাংলা ব্লগে যত জন কবিতা শেয়ার করে সেগুলো চেষ্টা করি পড়তে। আর নিজেও শেয়ার মাঝে মাঝে শেয়ার করি। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
প্রেমহীন ভালোবাসার গুরুত্ব বোঝাতে আজকে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। প্রত্যেকটা লাইন সত্যি দারুন ছিল। আপনার লেখা কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর ভাবে প্রত্যেকটা লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে তাতেই আমি খুশি। ধন্যবাদ আপনাকে উৎস মূলক মন্তব্য করার জন্য।
নিমজ্জিত প্রেমের গন্ধ পেলাম আপনার লেখা কবিতাটিতে৷ সত্যিই খুব মোলায়ম কবিতা লিখেছেন। প্রেমের প্রতি চাহিদা ও মনের কামনার ওপর নির্ভর করে নিজের অনুভূতিকে অক্ষরে প্রকাশ করেছেন৷ খুবই ভালো লাগল।
ধন্যবাদ আপু আপনাকে, আমার কবিতা ভিজিট করে যুক্তিযুক্ত মন্তব্য করার জন্য।