আমার লেখা কবিতা //প্রকৃতির মায়া
আস্সালামু আলাইকুম /আদাব 🤝
আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।
***আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আর আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। আসলে প্রকৃতির মায়া ভরা রূপ আমার খুবই ভালো লাগে। তাই তো প্রকৃতির দৃশ্য দেখলে অনেক বেশি ভালো লাগে। আর এই প্রকৃতির মায়ার কোলে আসতে খুবই ইচ্ছা করে। প্রকৃতির সৌন্দর্যময় পরিবেশ আমার খুবই ভালো লাগে। আর এই সুন্দরময় পরিবেশের মধ্যে সময় কাটাতে ও প্রকৃতির মাঝে কিছু মুহূর্ত উপভোগ করতে অনেক বেশি আনন্দ লাগে। তাই তো সময় পেলেই আমি প্রকৃতির সৌন্দর্য খোঁজার চেষ্টা করি। আর এই প্রকৃতির মাঝেই যেন চিরশান্তি লুকিয়ে রয়েছে। তাই প্রকৃতির মায়া নিয়ে আমার লেখা আজকের এই কবিতাটি। আসলে প্রকৃতির মায়ার অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করলাম এই কবিতার মাধ্যমে।
প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে,
থাকতে লাগে ভালো।
তাইতো প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি,
আমার জীবনের আনন্দ আর হাসি গুলো।
প্রকৃতির এই মায়া ভরা রূপ দেখলেই,
লাগে আমার অনেক অনেক ভালো।
তাইতো বারেবারে ফিরে আসি আমি,
এই প্রকৃতির মাঝে আরো।
এই প্রকৃতির মায়ার কোলে,
বেড়ে উঠেছি আমি শৈশবে।
তাইতো প্রকৃতিকে লালন করি,
আমার এই বুকের মাঝে।
প্রকৃতির কোলে ঘুমিয়ে থাকবো,
আমি শান্তির ঘুমে।
প্রকৃতি আমাকে আগলে রাখবে,
তার ভালোবাসা কলে।
প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে,
তাইতো বারে বারে আমার আসতে ইচ্ছা করে।
প্রকৃতির মাঝে হারিয়ে যাব,
আমি আপন মনে।
আমার পরিচয়
আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।
প্রকৃতির মায়া নিয়ে অসাধারন একটি কবিতা লিখেছেন। প্রকৃতির এই মায়া ভরা রূপের মাঝে আমারও যেতে খুব ইচ্ছা করে। আপনার কবিতাটি আমার দারুন লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mahfuzur888/status/1894077349634654472?t=wGBYOxQA9SfRgue3mmRk-w&s=19
প্রকৃতি যেন মায়ের মত সুন্দর। আমরাও প্রকৃতির অংশ তাও যে কেন এত সুন্দর হতে পারি না নিজেই বুঝিনা। আপনার কবিতাটি পড়তে পড়তে ভাবছিলাম প্রকৃতিকে হৃদয় যদি কেউ যত্ন নাও নেয় তাও প্রকৃতির সৌন্দর্যের কোন কমতি হয় না। খুব সুন্দর ওরে গুঝিয়ে লিখেছেন কবিতাটি।
আজ আপনি প্রকৃতিকে নিয়ে দারুণ একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। কেননা আমরা এই প্রকৃতির মাঝে বড় হই এবং এই বড় হওয়ার পেছনে কিন্তু প্রকৃতির অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে প্রকৃতির এত সুন্দর রূপ দেখার জন্য প্রত্যেকটা মানুষের একটা ভাগ্যের প্রয়োজন হয়। দারুন একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রকৃতির প্রতি আপনার প্রেম ও মুগ্ধতা অসাধারণভাবে প্রকাশ করেছেন। প্রকৃতির সৌন্দর্য ও শান্তির মধ্যে হারিয়ে যাওয়ার ইচ্ছা সত্যিই মনোমুগ্ধকর। কবিতাটি পড়ে মনে হলো প্রকৃতি আমাদের চিরকালীন সঙ্গী, যে কখনোই আমাদের একা ছাড়ে না।
কবিতা টপিকটি দারুন লাগলো। এই মায়াভরা প্রকৃতি নিয়ে কবিতা লিখতে কার না ভালো লাগে বলেন। সত্যি কি অপরূপ এই প্রকৃতির রুপ।যতই দেখি মুগ্ধ হয়ে যায়। কোন শব্দ বা বাক্য দ্বারা এই প্রকৃতির রূপের প্রশংসা করে শেষ করা যাবে না। প্রকৃতির শান্ত রূপ দেখলেই মনের অশান্তি গুলো শান্ত হয়ে যায়। প্রকৃতিকে নিয়ে এমন সুন্দর এক কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আবৃতি করে বেশ ভালো লেগেছে।
শুধুমাত্র আপনার কাছে নয় প্রকৃতির রূপ সবার কাছেই ভীষণ ভালো লাগে। যেমন আমিও একজন প্রকৃতিপ্রেমী মানুষ। যাই হোক প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং তার বর্ণনা আপনার কবিতার মধ্যে খুঁজে পেলাম । প্রকৃতিকে নিয়ে আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে।
প্রকৃতির প্রতি আপনার প্রেম ও অসাধারণ মুগ্ধতা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি কবিতার মাধ্যমে। প্রকৃতির এই মায়া ভরা সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে আমার ও অনেক ইচ্ছা করে। প্রকৃতি নিয়ে আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। সুন্দর কবিতার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।