বিশ্বাস ও বন্ধুত্ব

landscape-4254269_1920.jpg

Source

জীবনের তারাই অনেক বেশি ভাগ্যবান যাদের কাছে একজন বিশ্বস্ত ভালো বন্ধু রয়েছে। কোন এক মহান ব্যক্তি বলেছিল একটি বিশ্বস্ত এবং ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান। তাহলে এই বন্ধুত্ব বিষয়টা কতটা গভীরতা পূর্ণ সেটা আমরা সকলেই জানি। এরকম বন্ধু আমার জীবনে একজন আছে। তবে আমার জীবনে খুব একটা বেশি বন্ধু নেই। হাতে গোনা দুই একজন বন্ধু রয়েছে। যাদের সাথে সব ধরনের কথা শেয়ার করা হয়ে। যাদের সাথে নিজের জীবনে কি চলছে সে সব বিষয়গুলো খুলে আলোচনা করা যায়, এতে করে নিজের মন অনেক হালকা হয়।

যদি এমন কোন বন্ধু আপনার থেকে থাকে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন তাহলে আমি মনে করব আপনিও অনেক বেশি ভাগ্যবান। কারণ আমাদের কিছু কিছু ভুল রয়েছে যেগুলো আসলে আমরা নিজে থেকেই অনুধাবন করতে পারি না। কিন্তু কাছের মানুষেরা যদি সেই ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমরাও যদি সেটা শুধরে নেই তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। বর্তমানে এরকম মানুষ পাওয়া খুবই কস্টকর একটি বিষয়, যে মানুষটা আপনার ভালোর জন্য আপনাকে বকাবকি করবে।

আমি মনে করি জীবনে আর কিছু করুন আর না করুন একটা ভালো বন্ধু বানিয়ে রাখুন। হয়তো এই ভালো বন্ধুর উসিলায় আপনি আরো ভালো কিছু করতে পারবেন। এমন একটা মানুষ যেই মানুষের বিপদে আর প্রতি সবসময় আপনিও পাশে থাকবেন সেও আপনার পাশে থাকবে। পারিবারিক যে কোন ঝামেলা থেকে শুরু করে সবকিছুই সে আপনাকে পরামর্শ দিবে এবং আপনিও তাকে পরামর্শ দিবেন। এভাবে করে যদি একটি সম্পর্ক গড়ে ওঠে তাহলে নিজের জীবনটা অনেক সহজ বলে মনে হয়। আপনার কি মনে করেন এই সম্পর্কে মন্তব্য জানাতে পারেন।

ABB.gif

Sort:  
 18 days ago 

এটা সত্যি বলেছেন জীবনে একজন ভালো বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধু একজন ভালো পথে নিদর্শক হতে পারে। ভালো বন্ধু বিপদে আপদে পাশে থাকেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 18 days ago (edited)

আসলেই একজন ভালো বন্ধু জীবনের বড় সম্পদ। যার সাথে সবকিছু শেয়ার করা যায়, সে বন্ধুত্ব অমূল্য। এমন বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার, যারা সত্যি কথা বলবে এবং পাশে থাকবে। জীবনে ভালো বন্ধুত্ব থাকলে সবকিছু সহজ মনে হয়। তাই ভালো বন্ধুর মূল্য দেওয়া উচিত এবং সম্পর্কটা সততা ও বিশ্বাসের উপর গড়া দরকার।সুন্দর বিষয়ে লিখেছেন ধন্যবাদ।

 18 days ago 

ভালো বন্ধু জীবনকে সহজ ও সুন্দর করে তোলে, কারণ তারা শুধু আনন্দের সঙ্গী নয়, বরং বিপদের সময়ও পাশে থাকে।একজন বিশ্বস্ত বন্ধু ভুল শুধরে দিতে পারে, যা আমাদের উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে।তবে আজকের যুগে সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন, তাই এমন বন্ধুত্ব গড়ে তোলা অনেক মূল্যবান।একজন ভালো বন্ধু জীবনের নানা সমস্যায় সঠিক পরামর্শ দেয়, যা মানসিক শান্তি আনে।বন্ধুত্ব শুধু বিনোদন নয়, বরং এটি পারস্পরিক সহায়তা ও বিশ্বাসের এক দৃঢ় বন্ধন।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।