ফারহান আহমেদ জোভান এবং নিহার জুটি অনেক সুন্দর হয়ে থাকে। যেভাবে আজকের এই সুন্দর নাটকের নাম দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে নাটকটি একেবারে চমৎকার হয়েছে৷ একই সাথে আপনার এই রিভিউ এর মাধ্যমেও নাটকটি সম্পর্কে খুব ভালোভাবে অনেকগুলো তথ্য জানতে পেরে গেলাম৷ একইসাথে এই রিভিউ পড়ে মনে হচ্ছে যেন নাটকটি অর্ধেক দেখে নিলাম৷ অবশ্যই আমি সময় করে পুরো নাটকটি সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব৷