The Performance i Conclude During 7 Days as Moderator

in Incredible India4 days ago
The Performance i Conclude During 7 Days as Moderator_20241126_145318_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা! আশা করি, সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সময় কত দ্রুত আমাদের জীবন থেকে পার হয়ে যাচ্ছে তাইনা!

দেখতে দেখতে আমরা বছরের শেষ প্রান্তে চলে এসেছি। আবার নতুন বছরের যাত্রা শুরু করবো, এভাবে জীবনের প্রতিটা ক্ষন পার হয়ে যায়।

বিগত দুই সপ্তাহের মতো আবারও কমিউনিটির প্রতি দায়িত্ব সম্পর্কে রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। দেখতে দেখতে কখন যে একটা সপ্তাহ পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। চলুন আমার কার্যাবলীগুলো তুলে ধরা যাক -

মডারেটর হিসাবে আমার কার্যাবলী
পোস্টের শব্দ সংখ্যা
IMG_20241126_125542.jpg
IMG_20241126_125457.jpg

কমিউনিটিতে অনেক জটিল কাজ রয়েছে যেগুলো পালন করার মতো সামর্থ্য হয়ত এখনও অর্জন করতে পারি নি। আমার প্রধান দায়িত্ব থাকে সঠিক ভাবে পোস্ট ভেরিফিকেশন করা। আমি সব সময় চেষ্টা করি নির্ভুলভাবে নিজের কাজ সম্পন্ন করার।

এতে আমার সময় বেশি লাগলেও আমি নির্ভুলভাবে করার চেষ্টা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে, একটি পোস্টের মান উন্নত করতে হলে শব্দ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

তাই পোস্টের মান বিবেচনায় আপনাদের সকলকে কমপক্ষে ৩৫০ সংখ্যার পোস্ট লেখার পরামর্শ দেওয়া হয়। তবে অনেকেই পোস্ট লেখার সময় হয়ত নিজের শব্দ সংখ্যা যাচাই করেন না এজন্য কিছু ক্ষেত্রে শব্দ সংখ্যা কম হয়ে থাকে।

বিগত সপ্তাহে একজন সদস্যের পোস্টে শব্দ সংখ্যা ৩৫০ এর কম দেখতে পাই। তখন আমি তাকে বিষয় অবগত করি এবং পরবর্তীতে শব্দ সংখ্যার দিকে খেয়াল রাখার পরামর্শ দেই। আশা করি, আপনারা সকলেই পোস্টের শব্দ সংখ্যার দিকে গুরুত্ব দিবেন এতে করে নিজের লেখার মান উন্নত হবে।

ভোটিং সিএসআই
IMG_20241126_125425.jpg

আমরা সকলেই জানি, আমাদের শুধুমাত্র পোস্ট ও অন্যের পোস্টে কমেন্ট করলেই হবে না বরং অন্যের পোস্টে ভোট দেওয়ার মাধ্যমে নিজের ভোটিং সিএসআই বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া উচিত। নিজ নিজ ভোটিং সিএসআই বৃদ্ধির ব্যাপারে নতুন সদস্য হয়ত অনভিজ্ঞ থাকে তবে অনেক সময় পুরানো সদস্যরাও বিষয়টা গুরুত্ব দেয় না। বার বার বলার পরও কেউ যদি নিজের ভোটিং সিএসআই বৃদ্ধি না করে তাহলে তো আমাদের কিছু করার নেই। বিগত সপ্তাহে পোস্ট ভেরিফিকেশন করার সময় অনেক সদস্যের ভোটিং সিএসআই এর ব্যাপারে গুরুত্বহীনতা চোখে পড়ে।

বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন

এবার আমি আপনাদের সাথে বিগত সপ্তাহে কতগুলো পোস্ট ভেরিফাই করেছি সেটা তালিকার মাধ্যমে তুলে ধরবো। পোস্ট ভেরিফিকেশন করার সময় বেশ কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হয় তাই অনেক সময় ত্রুটি থেকে যায়। তারপরও নিজের সর্বোচ্চটা দিয়ে ত্রুটিহীন ভাবে কাজ করার চেষ্টা করি।

DatePost Count
19-11-20242
20-11-20244
21-11-20248
22-11-20245
23-11-20247
24-11-20246
25-11-20245
সদস্য হিসাবে আমার দায়িত্ব

উপরোক্ত দায়িত্ব পালন করার সাথে সাথে বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি।

TitleThumbnail
The Performance i Conclude During 7 Days as Moderator
The Performance i Conclude During 7 Days as Moderator_20241119_161554_0000.jpg
শান্ত প্রকৃতি!
32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErZiPLF89eQbPwJW7BtYSTUqxAiVUMXiWW532rB92oY4hjpSSwM4X5Q8H3wSrtPhiEYE5vPDSKMJinUifH98BwNyKXzTrX9WBY8N.jpeg
The Diary game-20th November 2024
20241120_000307_0000.jpg
অদ্ভুত শাস্তির স্মৃতি!
7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HYgAXTgjQtFnQeQ58nXyFsVTged1WRBAQHDTpHU42wbDqAXZm9AmBh3ehV5hFkre1ue2PN3wDeWrpjsSoWYBddXPti3rMjdg.jpeg
সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে সব অতীত!
3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrBeBgoVMmEQ8fZ3fMQtxWkAhTkp6AsRQtJf1UvsSeTQgXJJgiqye8tCSaYzkv51FMkYREztLktKW5Rd41n3DjjzhB32FFRUgVRQNUhAxncgcViMyEe.jpeg
The Diary game - 24th November 2024
The Diary game __ 24th November 2024_20241124_235414_0000.jpg
উপসংহার

আশা করি, সকলে পোস্টটা পড়েছেন এবং আমার কার্যাবলী সম্পর্কে ধারনা পেয়েছেন। সকলকে একটাই কথা বলবো, স্টিমিট প্লাটফর্মে ধৈর্য্য ও সততার বিকল্প নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

সমাপ্ত
Sort:  
 4 days ago 

@tanay123 আপনার দায়িত্ববোধ আমাকে বেশ আপ্লুত করে, কারণ শান্ত কণ্ঠে চুপচাপ শেখার যে একটা খিদে আমি আপনার মধ্যে এখনও দেখছি, এটাকে জিইয়ে রাখার সর্বোচ্চ প্রয়াস করবেন।

উন্নতির হাত ধরে যেটা সর্বাগ্রে আসে সেটা আত্ম অহংকার! আর এই অহংকারের বশবর্তী হয়ে আমরা সম্মানের পরিভাষা ভুলে যাই অনেক সময়, এমনটা আমি বহুবার দেখেছি।

ভালো খাবার সকলের বেশিদিন হজম হয় না!
এইজন্য আগে থেকেই আপনাকে সচেতন করছি, জানবেন ক্ষণস্থায়ী কিছু নিয়েই জীবনে অহংকার করা উচিত নয়।

এবার আপনার রিপোর্ট সম্পর্কে নিজস্ব অভিমত ব্যক্ত করি, এমনিতে আপনার রিপোর্ট যথাযত হয়েছে, তবে আপনি বোধহয় ডিসকোর্ড এর কার্যক্রম তুলে ধরতে ভুলে গেছেন!

যেমন আমরা সময় সময় বিভিন্ন ষ্টিমিয়ান সদস্যের সাথে কথা বলেছি, সেই কথপোকথনের অংশ হিসেবে আপনার উপস্থিতির কথা উল্লেখ করেন নি, সময়ের সাথে সাথে আপনিও শিখে যাবেন, অসুবিধা নেই।

ভালো থাকুন আর নমনীয় থাকুন সর্বদা।

 4 days ago 

শিক্ষা কখনও পূর্ণ হয় না। বর্তমানের বিষয়গুলো শিখতে শিখতে পরবর্তীতে আরও নতুন নতুন জটিল বিষয় আমাদের সামনে আসে তখন সেগুলোও শেখার প্রয়োজন পড়ে। যেমন -

স্টিমিট প্লাটফর্মের অনেক নিয়মকানুন ও কার্যবিধি সম্পর্কে আপনাদের কাছ থেকে শিখেছি এবং শিখছি। পরবর্তীতেও আরও নতুন নতুন বিষয় আসবে যেগুলো আপনাদের সাহায্য ব্যতিত শিখতে পারবো না। শেখা ইচ্ছে আমার বরাবরই একটা অভ্যাস।

অবশ্যই, ম্যাম আমি পরবর্তীতে চেষ্টা করবো নির্ভুলভাবে নিজের সকল উপস্থিতি ও কার্যাবলী উপস্থাপন করার৷ আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

TEAM 1

Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..

image.png

Curated by : @radjasalman
 4 days ago 

Thank you very much for your encouraging support🙏

Loading...
 3 days ago 

দাদাভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি সত্যের কার্যক্রম আমাদের মাঝে খুব ভালোভাবেই উপস্থাপনা করার জন্য।

মডারেটর হিসাবে আপনার দায়িত্ব গুলো বেশ দক্ষতার সাথে পালন করছেন। আর আপনি একদম ঠিক বলছেন সেটা হল পোস্ট করার পাশাপাশি কমেন্ট ও অন্য আরেকজনের পোস্টে ভোট দেওয়ার মধ্য দিয়ে আমাদের csi বৃদ্ধি পাই।