"লেখক কথন"আমার স্বরচিত কবিতা।/"Lekhak Kathan" is a poem composed by me.
Wednesday 24 May 2023
লেখক কথন
লিখতে নাইকো মানা,
ছন্দের সাথে ছন্দ জড়িয়ে
লিখি কবিতা খানা।
জুড়িয়ে দেই নিত্য কাম,
কাঁঠাল গাছে ঢেল মারিতে
পড়িয়েছিল আম।
শিখেছি অনেকখানি,
লেখার সময় বিষয়বস্তুর
কোন কিছুই না মানি
সবই জানি অফুরান,
চরকির মতো ঘুরতে থাকে
লেখার দ্রুতযান।
লিখতে পারি ভালো,
সাব্বাস তুমি এগিয়ে যাও
করবে আরো ভালো।
বাসের গতিও ফেল,
পরীর গতিতে তৈরি হয় প্যারা
বাক্যাংশও অঢেল।
গেছে শশুর বাড়ি,
লিখতে পারলে অনেক লাভ
তাইতো তাড়াতাড়ি।
কাটতে নিজের দাঁড়ি,
কমাটাও(,) অধিক দুর্বল
শুয়ে থাকে বাড়ি ।
থাকে ছিক(Sick) রুমে,
প্রশ্নবোধক(?) প্রশ্নবানে
মুখ নিয়েছে ফিরে।
হইছে অনেক আগে,
ব্যঞ্জনবর্ণের হইছে ডায়রিয়া
ডাক্তারও গেছে ছেড়ে।
পান্তা নিয়েছি থালে,
হাপুস শুপুস করে আমি
রেখে দিয়েছি গালে।
ব্রাশ নিয়েছি গালে,
বিকাল বেলা মাছ ধরেছি
পাশের ঘরের চালে।
পাইনা আমি খুঁজে,
তারপরেও অনেক ভালো
বলছে আমার বুঝে।
কবিতায় নাই সুর,
এমনিতেই হবে পছন্দ
বলে ফেলেছি ধু-র।
আমি মহা লেখক কবি,
লেখার মাঝে সেটে দেই
মহাকালের ছবি।
পড়বো নাকো ধরা,
আমার লেখা মার্কেট পাবে
মনটা আমার ভরা।
বলবে পাঠক বিচারক,
যা বুঝেছি তাই লিখেছি
করছি শুধুই বক বক।
আমি সবার গুরু,
য( ্য)ফলা ছাড়া ব্যাঙ বানানে
শিক্ষা করেছিলাম শুরু।
নিজের সাফাই গাইবো ভাই,
যে যা বুঝে তাই বুঝুক
আমার কোনই ভাবনা নাই।
শিখিয়েছিল ভালো ,
কথার তোড়ে কথা ছাড়িলাম
নিভেছে শিক্ষার আলো।
নিজেই জানলাম না,
ভুল ত্রুটি হইলে মোর
কইরে দিবেন ক্ষমা।
নিজেই কথার ব্যাপারী,
নিজের কথা কইতে গিয়ে
হইছি কথার হাজারী।
ছন্দে দিলাম সেজে,
এবার লেখার বিদায় ঘন্টা
ঢং ঢং করে বাজে।
শেষ
Hello
প্রিয় ব্লগার বন্ধুরা আমার
আশাকরি সবাই নিজ নিজ ব্লগ লেখার সাথে, এসময়ের প্রয়োজনীয় কাজ গুলো সেরে নিতে সবাই ব্যাস্থ হয়ে উঠেছেন।
আলহামদুলিল্লাহ
আমিও আপনাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য,ব্লগ লেখা সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ গুলো করতে ব্যাস্থ হয়ে উঠেছি।
আসুন,আমরা সবাই মহান আল্লাহর রহমত কামনা করে ,তাকে সন্তুষ্ট করতে ,কাজের সাথে তার প্রশংসায় লিপ্ত হয়ে যাই। আমিন
আমি আজকে আপনাদের সাথে লেখক কথন নামে যে কবিতা ছন্দাকারে লিখে উপহার দিলাম,তাহা লেখনীতে সাজগোজ করতে আজকের সারাদিন অতিবাহিত হয়েছে। অর্থাৎ যাহা লিখতে এর মধ্যেই ১৪ ঘন্টা পেরিয়ে গেছে।
বন্ধুরা
আজকের লেখক কথন আমার স্বরচিত ছন্দে ভরা কয়েকটি চরন , আমার একেবারেই মনের আবেগ।
কয়েকদিন থেকে কমিউনিটির উপর্যপরি কয়েক দিনের অভিজ্ঞতা থেকে এ লেখার উৎসাহ পেয়েছিলাম। এলেখা তারই বহিঃপ্রকাশ এবং এই লেখা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করি।
লেখার প্রতিটি অক্ষর আমার নিজের ইচ্ছে মত সাজানোর চেষ্টা করেছি।যাহা আমার সুপ্ত আবেগের বহিঃপ্রকাশ।কারো প্রতি ইঙ্গিত, অবহেলা,কোন কিছুই তুলে ধরার ধরার চেষ্টা করা হয় নাই।
বন্ধুরা
এই ছিল আমার আজকের স্বরচিত "লেখক কথন" ও পোস্ট সাজাতে কিছু কথা।
সাথেই থাকুন,ভালো থাকুন।
Enjoy With Love
Writer /Photographer | @mrnazrul |
---|---|
Category | composed-poetry√ Photography |
Location | Banglades |