HWC Contest #132 || POWERUP & WIN WEEK 77 by @pea07 (50 SP)".
Power up
24 March 2025
Monday
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার এ মাসের শুরুর পাওয়ার আপের পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। এই কমিউনিটি কর্তৃক আয়োজিত পাওয়ার কনটেস্টে আমি সব সময় অংশগ্রহণ করার চেষ্টা করি কেননা এই পাওয়ার আপের মাধ্যমে এই প্লাটফর্মে নিজের শক্তি বৃদ্ধি করা যায়। তাহলে চলুন আমি আমার আজকের পাওয়ার আপ পোস্ট শুরু করি।
Total Steem and SP Before Power Up & After Power Up
পাওয়ার আপ পোস্ট করার নিয়ম হলো পাওয়ার আপের পূর্বের এবং পরের একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করা। নিচে আমি আমার ওয়ালেটের দুটি স্ক্রিনশট আপনাদের সামনে উপস্থাপন করলাম।
এখানে আপনারা দেখতে পারছেন পাওয়ার আপ করার পূর্বে আমার পাওয়ার আপ করার আগে আমার এসপি ছিল 2250 এবং পাওয়ার আপ করার পর তা বেড়ে হয় 2300 । আমি আমার ছোট ছোট স্টেপের আপের মাধ্যমে এই প্লাটফর্মে আস্তে আস্তে বেড়ে উঠছি। আমার পরবর্তী টার্গেট হলো ডলফিন ক্লাবের সদস্য হওয়া। আপনারা আমার জন্য দোয়া রাখবেন।
A tutorial on How to Power Up or Invest Steem
পাওয়ার আপ করার জন্য শুরুতেই আমি আমার আমার পোস্টিং কি ব্যবহার করে ওয়ালেটে লগ ইন করি। লগইন করার পর আমি স্টীম লিখার পাশে যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করি।
সেখানে ৩য় অপশন পাওয়ার আপ দেখায়, আমি সেখানে ক্লিক করি। সেখানে ক্লিক করার পর আমাকে কনভার্ট টু স্টিম পাওয়ার অপশনে নিয়ে যায়। যেখানে একটি বক্সে আমার ইউজার আইডি লেখা ছিল এবং অপর একটি বক্সে আমাকে আমার কাঙ্খিত স্টীমের পরিমান লিখতে হয়। যেহেতু আমি আমার সবগুলো স্টিম পাওয়ার আপ করব তাই আমি সেখানে 50 স্টীম লিখে পাওয়ার আপ অপশনে ক্লিক করি।
এই ধাপে আমার পাওয়ার আপ প্রসেস শেষ করার জন্য প্রাইভেট এক্টিভ কি ব্যবহার করতে হয়। আমি প্রাইভেট একটিভ কি ব্যবহার করে আমার পাওয়ার আপ প্রসেসেটি সমাপ্ত করি।
Write the importance of performing powerup.
- পাওয়া আপের মাধ্যমে আমরা এই প্লাটফর্মে নিজেরদের অবস্থান তুলে ধরতে পারি। এই প্লাটফর্মে যার এসপি বেশী সে এখানে তত বেশী সময় ধরে কাজ করছে ।
My last word, if you want to become a successful steemian on this platform then you have to boost Your power by powering up your steem. Regular power up will help you to grow in this platform. So, keep powering up my dear friends.
Upvoted! Thank you for supporting witness @jswit.