সুস্বাদু মজাদার সরষে ইলিশ রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20221210_004001.jpg

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি পোস্ট। আজকের পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করব সরষে ইলিশ রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি তৈরি করার ধাপ গুলো শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
ইলিশ মাছ৮ পিস
সরিষা২ টেবিল চামচ
পেঁয়াজবড় সাইজের ১টি
গুঁড়া মরিচদেড় টেবিল চামচ
লবণস্বাদমতো
সয়াবিন তেলপরিমাণ মতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া মিক্স১ টেবিল চামচ

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221009_073324.jpg

প্রথমে ইলিশ মাছ গুলোকে ভালোমতো পরিষ্কার করে নিব।

ধাপ-২

IMG_20221009_074740.jpg

এরপর সরিষা গুলোকে বেটে নিব এবং একই সাথে পেঁয়াজ গুলোকে বেটে নিব আর বাকি যা যা লাগবে সবকিছু গুছিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20221009_075106.jpg

এরপর মাছের পিসগুলোতে একটু লবণ ও একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নেব।

ধাপ-৪

IMG_20221210_002222-01.jpeg

এরপর কড়াইটিতে তেল দিয়ে গরম করে নিব। তারপর একের পর এক মাছ গুলোকে দিয়ে উল্টেপাল্টে ভেজে নিব।

ধাপ-৫

IMG_20221009_075725.jpg

এরপর আবারও কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা,গুঁড়া মরিচ ও স্বাদমতো লবণ দিয়ে নিব।

ধাপ-৬

IMG_20221009_075911.jpg

এভাবে কিছুক্ষণ জ্বাল দিয়ে উপকরণগুলোকে একসাথে কষিয়ে নিব। তারপর পরিমাণ মত পানি দিয়ে দিব।

ধাপ-৭

IMG_20221009_075917.jpgIMG_20221009_075944.jpg

পানি দেওয়ার পর এর মধ্যে সরিষা বাটা গুলো দিয়ে মিশিয়ে নিব।

ধাপ-৮

IMG_20221009_080243.jpg

তারপর পানি যখন ফুটে যাবে, তখন ইলিশ মাছগুলো এর ভেতরে দিয়ে দিব।

ধাপ-৯

IMG_20221009_081206.jpgIMG_20221009_081215.jpg

এভাবেই বেশ কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর একবার চেক করে নিব সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে এবারে ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া এর মধ্যে দিয়ে দিব।

শেষ ধাপ

IMG_20221009_081414.jpg

IMG_20221009_083004-01.jpeg

এরপরে কিছুক্ষণ জাল দেয়ার পর আমাদের রান্না হয়ে গেল কমপ্লিট। যেহেতু রান্না কমপ্লিট তাই এবারে তরকারিটাকে নামিয়ে রাখবো।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই-বোন ও বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের রেসিপি পোস্ট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ইলিশ মাছ দেখলেই আমার জিভে জল চলে আসে।হাফিজুল্লাহ ভাইয়ের মুলা প্রিয় আর আমার কাছে হচ্ছে ইলিশ মাছ প্রিয় হাহাহা।আপনি বেশ মজার করে সরষে ইলিশ রান্না করেছেন।আসলে ইলিশ বলতে সরষে ইলিশ ছাড়া জমে না।সরষে ইলিশ এভাবে ঝোল করে রান্না করলে আমার খেতে বেশ ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ইলিশ মাছ খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য ‌।

 2 years ago 

এই রাতে কি শুরু হলো?একজন ইলিশ মাছ রান্না করতেছে আরেকজন ইলিশ মাছের ডিম🙂অথচ আমার নাকে কোনোটার গন্ধই এলোনা😟
খুব লোভনীয় রেসিপি এটা।রান্না করলে আশাপাশের দশ বাড়ি জানতে পারে😁।
ভালো ছিল উপস্থাপনা। শুভ কামনা রইলো 😊

 2 years ago 

আসলে কি আর বলব ইলিশ মাছের কি আর সেই স্বাদ আছে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সরষে ইলিশ আমার খুব পছন্দ ভাইয়া আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। আপনার রেসিপির কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সরষে ইলিশ খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এভাবে কখনো ইলিশ মাছ খাওয়া হয়নি। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, আর সরিষা ইলিশ হলে তো কথায় নেই। আপনার সরিষা ইলিশ দেখা সকাল সকাল লোভ লেগে গেল। প্রতি টি ধাপ আপনি অনেক সুন্দর করে নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ইলিশ মাছ প্রায় সবাই পছন্দ করে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমার ত অনেক ভাল লাগে খেতে। ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এর মধ্যে সরিষা ইলিশ আমার কাছে বেশি ভাল লাগে। আপনি সরিষা ইলিশ খুব সুন্দরভাবে রান্না করেছেন এবং প্রণালী আমাদের সাথে শেয়ার করেছেন। রান্নার ধাপগুলো সহজ ছিল। মনে হচ্ছে অনেক মজা হবে খেতে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ইলিশ মাছ প্রায় সবাই পছন্দ করে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সরিষা ইলিশ মানেই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। তাছাড়া ইলিশ মাছের রেসিপি যেকোনোভাবে প্রস্তুত করলে খেতে অনেক মজাদার হয়ে থাকে।।
আপনার প্রস্তুত করা ইলিশ মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজাদার হয়েছিল।।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকে দেখছি ইলিশের ছড়াছড়ি। সবাই দেখছি ইলিশ রেসিপি নিয়ে জমে আছে। সরষে ইলিশের রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। ইলিশ মাছ খাওয়া হয়নি বেশ কয়েক দিন হয়ে গেল। শীতকালে গরম গরম ভাত দিয়ে সরষে বাটা দিয়ে, ইলিশ মাছ জাস্ট অসাধারণ।

 2 years ago 

আজকে দেখছি ইলিশের ছড়াছড়ি। সবাই দেখছি ইলিশ রেসিপি নিয়ে জমে আছে।

আমিও তো তাই দেখছিলাম। ধন্যবাদ আপনাকে আমার পোস্টে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার সরষে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখে খুবই লোভ লেগে গেছে। রেসিপি কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এই শীতকালীন সময়ে নতুন নতুন অনেক রেসিপি দেখা যায়। দেখে মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন। ভাঁজি করে মাছ রান্না করলে এমনিতে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে। ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।