ঈমান

in Help4Help3 years ago

অন্তরে আল্লাহ্‌ নূর পয়দা করা উপায়

উলামাকেরাম বলেন অন্তরে নূর পয়দা হয় চার ভাবে. যথা ১। রোযা রাখা বা পেট ভরে না খাওয়া ২। নেক্কার লোকদের সাথে চলা ৩। অতীত পাপের জন্য আল্লাহ্‌ কাছে লজ্জিত হওয়া ৪। উচ্চ আকাঙ্ক্ষা নিচু করা

১। সাহাবীগণ পানি আর বাতাস কে এক মনে করতেন , আগুন আর মাটি কে এক মনে করতেন, মাটি আর স্বর্ণ কে এক মনে করতেন।এদের কি পরিমান একিন ছিল এরা কিছু করতে পারে না । কারন হল চিন্তা করেন এরা সবাই মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না এক মাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর হকুম না থাকলে এদের কোন দাম নাই। যেমন আল্লাহর রাসুল ইব্রাহিম আলাইহিস সালাম কে কিছু করতে পারে নাই আগুন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হকুমে নদী পার হয়ে গেছেন, পানি কিছুই করতে পারে নাই আবার এই পানি আল্লার হকুমে ফেরাউন সহ তার দল পানিতে ডোবে মরে।

২। আমারা নামাজ পরি মুসলিম তরিকায় অথচ আমাদের বিবাহ-সাদি ইহূদী-নাসারদের তরিকায়, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি ইহূদী-নাসারদের তরিকায়, আমাদের খাওয়া-দাওয়া ইহূদী-নাসারদের তরিকায়, আমাদের চলাফেরা ইহূদী-নাসারদের তরিকায়,রাস্তায় কে মোসলমান কে হিন্দু কে ইহূদী-নাসারা বলা খুব মুসকিল।

৩। নাস্তিকরা বলে মরার পরে আবার কি হবে, মরে গেলে পচে যাবে, মাটির সাথে মিশে যাবে নেচারাল। গত বড় গরদব ! তারা নাকি বিজ্ঞান বিশ্বাস করে। চিন্তা করে দেখুন আপনি যখন মোবাইল ব্যবহার করেন তার মধ্যে ফেইসবুক, whatsapp,twitter, bibar, mail, imo ইত্যাদি ব্যবহার করেন । এখন আপানার মোবাইল নষ্ট হয়ে গেলো, এর সাথে ঐ আপস গুলো কি নষ্ট হয়ে যাবে ? কখনোই না আপনি নতুন মোবাইল কিনে ঐ আপস গুলো আবার ব্যবহার করতে পারবেন আপনার সেই অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে। তেমনি মানুষের দেহটা শুধু পরিবর্তন হয়- থেকে যায় তার আত্মা, তার আমল। একবার গভীর ভাবে চিন্তা করে দেখুন।

৪। একাটা কারখানাতে অনেক লোক কাজ করে। যারা কম বেতনে চাকরি করে তারা কিন্তু বেশী পরিশ্রম করে, আর যারা কম পরিশ্রম করে তারা বেশী বেতন পায়। যারা বেশী বেতন পায় তারা চিন্তা করে , মাথাটা কে খাঁটায় । আরা যারা কম বেতন পায় তারা শুধু গাঁদার মত দেহের পরিশ্রম করে। তেমনি যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তারাই আল্লাহর কাছে মূল্য বেশী।
IMG_20220814_150041.jpg

Sort:  
 3 years ago 

চমৎকার বলেছেন আপা।