গাছ লাগান পরিবেশ বাঁচান

in Help4Help3 years ago

আজকাল দেখা যায় মানুষ গাছপালা কেটে সাবাড় করে দিচ্ছে। পাহাড় কেটে সাবাড় করে দিয়ে জমি আর ঘর তৈরি করছেন। গাছ পালা কমে যাওয়াতে অক্সিজেন কমে যাচ্ছে। মানুষের স্বস্তি কমে যাচ্ছে। গরম বেড়েই চলেছে। ফলফলাদি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসুন আমরা পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করি। সোচ্চার হই পরিবেশকে বাচাঁনোর জন্য। আমরা চাইলেই একটা করে গাছ লাগাতে পারি। গাছের যত্ন নিতে পারি।
IMG_20220721_121349.jpg