"বাড়ির গাছের কিছু ফল সংগ্রহ করলাম"

in আমার বাংলা ব্লগ18 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা অনুভূতিটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

বাড়ির গাছের কিছু ফল সংগ্রহ করলাম:


IMG_20250712_081230.jpg

চলছে আষাঢ় মাস।আর এই বছর সবকিছুই মাত্রাতিরিক্ত সেটা বলতেই হবে।যেমন ধরুন--গরমের সময় অতিরিক্ত যেমন গরম পড়েছিল, তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে।থামার নাম-ই নেই।সেই যে জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি তারপর টানা আষাঢ় মাস শেষ হতে চললো তবুও প্রতিদিন বৃষ্টি হচ্ছে।রোদের বিন্দুমাত্র দেখা নেই আকাশে।শুধুই মনমরা মেঘলা আকাশ, মনে হচ্ছে আকাশ ভারী অভিমান করে বসে আছে।সেই অভিমান ভাঙানোর যেন কেউ নেই।

আমাদের বাড়ির সামনে ক্যানেল রাস্তা পার হয়েই পাকা পিচের রাস্তা।কিন্তু এই বৃষ্টিতে ক্যানেল রাস্তাটি যেহেতু কাঁচা সেহেতু হাটু সমান কাঁদা হয়েছে।তাই বাড়ি থেকে বের হওয়া যেমন মুশকিল তেমন বিরক্তিকর।তারপরও কাঁদা ঠেলে বের হতে হয় মাঝে মাঝেই ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে আমাকে।অবশ্য কাঁদা বেশি হওয়ার কারণ অতিরিক্ত গরু,ছাগল,ভেড়া ও মহিষ চলাচলের জন্য।যাইহোক ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে--তার মধ্যে বাবা একটি কাঁঠালি কলার কাধি কেটে নিয়ে আসলো।আর কিছু সবজি তুলে নিয়ে আসলো ক্ষেত থেকে।তাই আমি ভাবলাম আমাদের গাছের কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসি।

IMG_20250712_081215.jpg

তাই প্রথমেই পাতি লেবু গাছ থেকে কিছু লেবু তুলে নিলাম, যদিও আগে অনেক লেবুই খাওয়া শেষ ।যাইহোক তারপর কামরাঙ্গা তুলে নিলাম কিছু।আমাদের এই কামরাঙ্গা গাছে সারাবছর কামরাঙ্গা ধরতেই থাকে ,বারোমাসি যাকে বলে।মাঝে আবার বেশ কিছু বড় বড় কামরাঙ্গা কে জানি ছিড়ে নিয়ে চলে গিয়েছে রাতে হয়তো আশেপাশের ছিঁচকে চোর।
মনে করুন--আপনার বাড়ি অনেক ফল গাছ রয়েছে আর তাতে ফল ধরে রয়েছে।আপনি অনেক মানুষকে খেতেও দেন, তবুও যাদের চুরি করা স্বভাব তাদের মন কিছুতেই ভরবে না।নিজেরা তো গাছ রোপন করবে না আবার উল্টে অন্যের গাছের ফলের প্রতি নজর তো দিতেই হবে তাদের তাইনা! এটা ছিঁচকে চোরের নমুনা আরকি!☺️☺️

IMG_20250712_083054.jpg

যাইহোক তারপর কিছু বড় বড় দেখে পেয়ারা তুলে নিলাম।এই পেয়ারাগুলি কাঁচা অবস্থায় ভালো লাগে, পেকে গেলে মিষ্টি কমে যাচ্ছে অতিরিক্ত বর্ষার জন্য।আবার বেশি পেকে গেলে ভিতরে পোকা থাকার সম্ভাবনা থাকে।সবশেষে চলে গেলাম আম্রপালি আম গাছে।আসলে বাকি আমগুলি তো খাওয়া হয়ে গিয়েছে কিন্তু এই আমটি গাছে পাকিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম।কিন্তু পাকার সম্ভাবনা না দেখে নামিয়ে নিয়ে আসলাম, আর একটি বারোমাসি আম গাছে প্রচুর পরিমানে আম ধরেছে।যেগুলো ছোট ছোট গুটি।

তো আমি প্রায় ছোট এক ঝুঁড়ি ফল সংগ্রহ করেছিলাম।যদিও কামরাঙ্গাগুলি বেশ কাঁচা ছিল তাই চাটনি করে খেতে হবে আর কাঁচা পেয়ারাগুলি মাখা করে খেতেও বেশ মজা লাগবে।তো এমন বৃষ্টির দিনে টাটকা ফল সংগ্রহ করতে পেরে সত্যিই বেশ ভালো লাগছিলো আমার।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওইখানেই স্নাতকোত্তর ডিগ্রিতে(এম.এ) অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago