"বাড়ির গাছের কিছু ফল সংগ্রহ করলাম"
নমস্কার
বাড়ির গাছের কিছু ফল সংগ্রহ করলাম:
চলছে আষাঢ় মাস।আর এই বছর সবকিছুই মাত্রাতিরিক্ত সেটা বলতেই হবে।যেমন ধরুন--গরমের সময় অতিরিক্ত যেমন গরম পড়েছিল, তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে।থামার নাম-ই নেই।সেই যে জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে বৃষ্টি তারপর টানা আষাঢ় মাস শেষ হতে চললো তবুও প্রতিদিন বৃষ্টি হচ্ছে।রোদের বিন্দুমাত্র দেখা নেই আকাশে।শুধুই মনমরা মেঘলা আকাশ, মনে হচ্ছে আকাশ ভারী অভিমান করে বসে আছে।সেই অভিমান ভাঙানোর যেন কেউ নেই।
আমাদের বাড়ির সামনে ক্যানেল রাস্তা পার হয়েই পাকা পিচের রাস্তা।কিন্তু এই বৃষ্টিতে ক্যানেল রাস্তাটি যেহেতু কাঁচা সেহেতু হাটু সমান কাঁদা হয়েছে।তাই বাড়ি থেকে বের হওয়া যেমন মুশকিল তেমন বিরক্তিকর।তারপরও কাঁদা ঠেলে বের হতে হয় মাঝে মাঝেই ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে আমাকে।অবশ্য কাঁদা বেশি হওয়ার কারণ অতিরিক্ত গরু,ছাগল,ভেড়া ও মহিষ চলাচলের জন্য।যাইহোক ঝিরঝির বৃষ্টি হয়েই চলেছে--তার মধ্যে বাবা একটি কাঁঠালি কলার কাধি কেটে নিয়ে আসলো।আর কিছু সবজি তুলে নিয়ে আসলো ক্ষেত থেকে।তাই আমি ভাবলাম আমাদের গাছের কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসি।
তাই প্রথমেই পাতি লেবু গাছ থেকে কিছু লেবু তুলে নিলাম, যদিও আগে অনেক লেবুই খাওয়া শেষ ।যাইহোক তারপর কামরাঙ্গা তুলে নিলাম কিছু।আমাদের এই কামরাঙ্গা গাছে সারাবছর কামরাঙ্গা ধরতেই থাকে ,বারোমাসি যাকে বলে।মাঝে আবার বেশ কিছু বড় বড় কামরাঙ্গা কে জানি ছিড়ে নিয়ে চলে গিয়েছে রাতে হয়তো আশেপাশের ছিঁচকে চোর।
মনে করুন--আপনার বাড়ি অনেক ফল গাছ রয়েছে আর তাতে ফল ধরে রয়েছে।আপনি অনেক মানুষকে খেতেও দেন, তবুও যাদের চুরি করা স্বভাব তাদের মন কিছুতেই ভরবে না।নিজেরা তো গাছ রোপন করবে না আবার উল্টে অন্যের গাছের ফলের প্রতি নজর তো দিতেই হবে তাদের তাইনা! এটা ছিঁচকে চোরের নমুনা আরকি!☺️☺️
যাইহোক তারপর কিছু বড় বড় দেখে পেয়ারা তুলে নিলাম।এই পেয়ারাগুলি কাঁচা অবস্থায় ভালো লাগে, পেকে গেলে মিষ্টি কমে যাচ্ছে অতিরিক্ত বর্ষার জন্য।আবার বেশি পেকে গেলে ভিতরে পোকা থাকার সম্ভাবনা থাকে।সবশেষে চলে গেলাম আম্রপালি আম গাছে।আসলে বাকি আমগুলি তো খাওয়া হয়ে গিয়েছে কিন্তু এই আমটি গাছে পাকিয়ে খাবো বলে রেখে দিয়েছিলাম।কিন্তু পাকার সম্ভাবনা না দেখে নামিয়ে নিয়ে আসলাম, আর একটি বারোমাসি আম গাছে প্রচুর পরিমানে আম ধরেছে।যেগুলো ছোট ছোট গুটি।
তো আমি প্রায় ছোট এক ঝুঁড়ি ফল সংগ্রহ করেছিলাম।যদিও কামরাঙ্গাগুলি বেশ কাঁচা ছিল তাই চাটনি করে খেতে হবে আর কাঁচা পেয়ারাগুলি মাখা করে খেতেও বেশ মজা লাগবে।তো এমন বৃষ্টির দিনে টাটকা ফল সংগ্রহ করতে পেরে সত্যিই বেশ ভালো লাগছিলো আমার।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1945271974831239609
https://x.com/green0156/status/1945272910391992629
https://x.com/green0156/status/1945276086767550863