বাস্তবতা বড়ই নিষ্ঠুর

life-8661191_1920.jpg

Source

ঘুমের ঘোরে কখনো কি স্বপ্ন দেখেছেন? বিজ্ঞান বলে প্রত্যেকটা মানুষ এই প্রতিনিয়তই স্বপ্ন দেখে। তবে সেটা হয়তো সাদাকালো স্বপ্ন দেখে। যাই হোক এই বিষয়ে আর কোনো কথা চাচ্ছি না। তবে আমাদের এই জীবনের দুটি জগত রয়েছে একটি হচ্ছে বাস্তব জগত। একটি হচ্ছে কল্পনার জগত। কল্পনার জগতে আপনি আমি সবাই রাজা। আমাদের নিজের মতো করে আমরা স্বপ্ন দেখি, কল্পনা করি সবকিছুই করি কিন্তু বাস্তব জীবনে তার কিছুই হয় না। বাস্তব জীবনে নানান মুখি চ্যালেঞ্জ নানান মুখী প্রতিকূল অবস্থা উপেক্ষা করে আমাদের এই জীবন নির্বাহ করতে হয়।

কল্পনার জগত থেকে আমরা অনেকেই মাঝেমধ্যে বের হতে পারি না, আবার কেউ কেউ কল্পনার জগতেই হারিয়ে যাই। বাস্তবতাকে কোনভাবেই মেনে নিতে পারি না। এমন মানুষের জন্য বাস্তব জীবনের টিকে থাকাটা অনেকটা বড় চ্যালেঞ্জিং বিষয়ে হয়ে যায়। কল্পনার জগতে আমরা থাকবো নিজের লক্ষ্য ঠিক করব এবং বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। তাহলেই দেখবেন হয়তো একটু কঠিন রাস্তা হলেও অদূর ভবিষ্যতে আপনার জন্য অনেক সুখের সময় অপেক্ষা করতে পারে।

সবমিলিয়ে বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে চলাটা মুখের বিষয় নয় বরং এই সমাজকে সমাজের মতো করে মেইনটেইন করাই আমাদের সবথেকে বড় কাজ। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের দোষারোপ করি সমাজের কিংবা দেশের কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন প্রত্যেকটা জায়গায় এরকম চ্যালেঞ্জিং বিষয়ে রয়েছে। আমাদের সকলকে সেসব জায়গাগুলো অতিক্রম করে তবেই সফলতার সিঁড়ি অর্জন করতে হবে। তাইতো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সে বিষয়ে অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 last month 

হ্যাঁ যারা কল্পনার জগতে হারিয়ে যায় বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে তাদের জীবনটা তুলনামূলক বেশি কঠিন হয়ে পড়ে কারণ বাস্তবতা আর কল্পনার জগত পুরোপুরি আলাদা।

 last month 

বাস্তবতার জগত ও কল্পনার জগত দুটি একদম আলাদা। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব জীবন কল্পনার মতো সহজ নয়। বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগোতে হয়, নাহলে জীবন কঠিন হয়ে যায়। কল্পনা করতে হবে, তবে সেটা বাস্তবায়নের চেষ্টা করাই আসল চ্যালেঞ্জ। সমাজের চ্যালেঞ্জ মোকাবিলা করেই সফলতা অর্জন সম্ভব।বেশ ভালো লিখেছেন ধন্যবাদ।