জেনারেল রাইটিং: কঠোর পরিশ্রম ভাগ্য পরিবর্তনের প্রধান মাধ্যম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৬ ই জুলাই ২০২৫ ইং
মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নিজের উপর বিশ্বাস, আর সেই বিশ্বাসের বাস্তব রূপ হল পরিশ্রম। পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই, যার জীবনের পেছনে কঠোর শ্রমের গল্প নেই। ভাগ্য বলে যদি কিছু থেকে থাকে, তবে তা পরিবর্তনের মূল চাবিকাঠি পরিশ্রম ছাড়া কিছুই নয়।ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি, পরিশ্রমী মানুষ কখনো হারে না।কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই এ কথা ভুলে যায়। ভাগ্যকে দোষ দিয়ে, নিজের ব্যর্থতাকে ঢেকে রাখার প্রবণতা আমাদের মাঝে গড়ে ওঠে। অথচ সফলতা তখনই ধরা দেয়, যখন কেউ নিজের ভাগ্যের লাগাম নিজের হাতে তুলে নেয়।
প্রত্যেকটা সকাল, প্রতিটা সন্ধ্যা এই সময়গুলো যে কিভাবে কেউ কাজে লাগাচ্ছে, সেটাই তার ভবিষ্যতের চিত্র এঁকে দেয়। যারা প্রতিনিয়ত স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটুও চেষ্টা করছে না, তারা কেবল স্বপ্নদ্রষ্টা হয়ে থাকছে। স্বপ্নপূরণকারী নয়। অন্যদিকে, যারা প্রতিদিন একটুখানি করেও পরিশ্রম করে যাচ্ছে, তারাই ধীরে ধীরে ভাগ্যকে নিজের মতো করে গড়ে তোলে।পরিশ্রমের মাধ্যমে আমরা শুধু অর্থ বা অবস্থান অর্জন করি না, বরং নিজের মানসিকতা, দক্ষতা, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিকেও পাল্টে ফেলি। এই পরিবর্তনটাই হলো সত্যিকারের ভাগ্য পরিবর্তনের সূচনা।
যেমন ধরুন, একজন কৃষক বছরের পর বছর নিরবিচারে জমিতে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়, অর্থকষ্ট, ফসল হানি সব বাধা পেরিয়ে সে আবার মাঠে নামে। তার এই অদম্য মনোভাবই একদিন তাকে সফল কৃষক করে তোলে।এখানেই দেখা যায়, কেবল ভাগ্যের উপর ভরসা করলে সে কিছুই করতে পারতো না, কিন্তু পরিশ্রম তাকে গন্তব্যে পৌঁছে দেয়।অনেক সময় দেখা যায়, একেকজন একইরকম প্রতিকূল পরিস্থিতিতে জন্ম নেয়, কিন্তু তাদের জীবন পরে দুইটি ভিন্ন পথে যায়। কেন? কারণ একজন পরিশ্রম করেছে, আরেকজন শুধুই অপেক্ষা করেছে ভাগ্যের ফেরার দিকে। সেই অপেক্ষা জীবনে ফলপ্রসূ হয় না যদি তাতে নিজের পরিশ্রম না জড়িত থাকে।
প্রযুক্তি, ব্যবসা, বিজ্ঞান, খেলাধুলা প্রত্যেকটি ক্ষেত্রে যারা সফল তারা শুধু মেধাবী নয়, পরিশ্রমীও বটে। মেধা থাকলেও যদি সেটাকে কাজে না লাগানো হয়, তবে তা অর্থহীন। আর পরিশ্রম ছাড়া মেধার উজ্জ্বলতা একসময় নিভে যায়।একজন মানুষের জীবনযাত্রার মান, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থান সবই পরিবর্তন করা সম্ভব যদি সে পরিশ্রমে বিশ্বাস রাখে। ভাগ্য যদি কোনো অবস্থান নির্ধারণ করে দেয়ও, পরিশ্রম সেই অবস্থান থেকে তাকে উপরে তুলে আনে। পরিশ্রম এমন একটি শক্তি, যেটা ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, শহরবাসী-গ্রামবাসী সবার জন্যই সমানভাবে কাজ করে।
সবশেষে, মনে রাখতে হবে পরিশ্রম কখনোই বৃথা যায় না। হয়তা আজ না হোক, কাল বা পরশু তার ফল মিলবেই। পরিশ্রম হলো সেই বীজ, যা একবার রোপণ করলে ধৈর্য ও সময়ের সাথে সাথে একদিন সফলতার বৃক্ষে পরিণত হয়। তাই ভাগ্যকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হবে, নিজের মধ্যে পরিশ্রমের অগ্নিশিখা জ্বালাতে হবে। কারণ ভাগ্য অপেক্ষা করে সেই মানুষের জন্য, যে তার ঘাম দিয়ে সফলতার পথ আঁকে।জীবন বদলাতে চাইলে, ভাগ্য বদলাতে চাইলে তখনই বদলানো সম্ভব যখন আপনি পরিশ্রমকে জীবনের পথপ্রদর্শক বানাবেন। কারণ, অলস মানুষ ভাগ্যের দোহাই দেয়, আর পরিশ্রমী মানুষ ভাগ্য তৈরি করে।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/Riyadx2P/status/1941915050769600689?t=4nRwg4Ga73MzjJDiNTwSkQ&s=19
https://x.com/Riyadx2P/status/1941915154301800685?t=4nRwg4Ga73MzjJDiNTwSkQ&s=19
https://x.com/Riyadx2P/status/1941915284761412017?t=4nRwg4Ga73MzjJDiNTwSkQ&s=19
https://x.com/Riyadx2P/status/1941915443587104862?t=4nRwg4Ga73MzjJDiNTwSkQ&s=19