শুভ জন্মদিন RME দাদা 🎉🎈|| Happy Birthday RME Dada 🎉🎈
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের দিনে আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগবাসী সকলেই আনন্দিত। কারণ বিশেষ এক ব্যক্তির জন্য আজ আমার বাংলা ব্লগ নামক একটা পরিবার পেয়েছি। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় rme দাদা! আমাদের সকলের প্রিয় মানুষটির জন্মদিন আজ। আজকের এদিনে তিনি পৃথিবীর আলো দেখতে পেয়েছিলেন। আর দাদার এ দিনে জন্ম হয়েছিল বলেই আমরা দাদার মতো একজন ভালো মনের মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। দাদার জন্ম হয়েছিল বলেই আমার বাংলা ব্লগের মতো একটা বিশাল বড় পরিবার পেয়েছি।
জন্মদিন আসলে একই সাথে আনন্দের। আবার একই সাথে কষ্টের। আনন্দের এ কারণেই, দাদা পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছিল। এ দিনটি এজন্যই স্পেশাল। যা জীবনে একবারই হয়। এ নশ্বর পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি আবার একটা সময় পরে আমাদের এ পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। আবার দিনটি কষ্টের। কারণ জীবন থেকে আরও একটি বছর কেটে গেল দাদার। তবে আজকের দিনটি আমরা শুধু খুশিতেই উপভোগ করতে চাই। প্রথমেই দাদাকে ধন্যবাদ দিতে চাই আমাদেরকে আমার বাংলা ব্লগের মতো একটা প্লাটফর্মে কাজ করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য। দাদাকে ধন্যবাদ দিতে চাই, অনেকগুলো পরিবারের টাকা উপার্জনের পথ তৈরি করে দেয়ার জন্য।
দাদার সাথে আমার পরিচয়টা সেই ২০২১ সালে। শুরু থেকেই দাদার সাথে টুকটাক কথা বার্তা হতো ডিস্কর্ডে। আমি একবার ভুল করেছিলাম। দাদা আমার ব্যাপারে সুপারিশ করেছিল। কতজনে কত ভুল করলো, দাদা ঠিকই সবভুল ভুলে গিয়ে আবারও কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। দাদার উদারতার তুলনা হয় না। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যদি বলি, এমন উদার, নরম মনের মানুষ খুব কম দেখেছি। এমন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করতে দেখিনি আমি। এ স্বার্থের বেড়াজালে বন্দী পৃথিবীতে এখনও দাদার মতো কিছু মানুষ আছে বলেই পৃথিবীটা ঠিকে আছে। দাদাকে নিয়ে ছোট করে কয়েকটা লাইন লেখার চেষ্টা করলাম।
শুভ শুভ দিন
আর এম ই দাদার জন্মদিন।
আমার বাংলা ব্লগের খুশির দিন
আর এম ই দাদার জন্মদিনে।
জন্মদিনে আশা করি
দাদা তোমার সুখ ও সমৃদ্ধি।
জন্মদিনে তোমায় দিলাম
ক্ষদ্র হৃদয়ের অফুরন্ত ভালোবাসা।
দাদা তুমি ভালো থেকে
এ দোয়ায় সবসময় করি।
আসলে দাদাকে নিয়ে মনের অনুভূতি লিখে বুঝানো সম্ভব না। দাদার পরিবারের সবাই ভালো থাকুক, সুখে থাকুক সেই দোয়া সবসময় করি। আল্লাহ তায়ালা দাদাকে নেক হায়াত দান করুক। আবারো দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন প্রিয় দাদা 🎈🎉।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet
দাদা অনেক বড় মনের একজন মানুষ। দাদার মতো সৎ, নিষ্ঠাবান এবং বিচক্ষণ মানুষ পৃথিবীতে খুব কম রয়েছে। আপনি দাদার জন্মদিন উপলক্ষে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। দাদার আগামী দিনগুলো আরও সুন্দর হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।