পেয়ারা আর্ট❤️
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
বেশ গরম পরেছে তার উপরে এতো লোডশেডিং তা অকল্পনীয়। বিশেষ করে রাতেই লোডশেডিং হয় বেশি। এতো গরম যে সহ্য করার মতো নয়।একবার কারেন্ট চলে গেলে পুরা দু থেকে তিন ঘন্টা আসার নাম নেই।
চার্জার ফ্যানের চার্জ শেষ হয়ে যায় তবুও কারেন্ট আসে না।ভাগ্যিস সোলার প্যানেল আছে তাই রক্ষা। সোলার ফ্যান চালাতে পারি।আমার তো একদমই গরম সহ্য হয় না।বাতাস ছারা যদি পাঁচ মিনিট কারেন্ট না থাকে তাহলে এতোটাই ঘামি যে আমাকে দেখলে মনে হবে স্নান করে উঠেছি।
আজকে মনে হলো একটা আর্ট পোস্ট করি আসলে আর্ট করতে ইদানীং বেশ ভালো লাগে।মনে মনে ভাবছিলাম কি আর্ট করবো।জানালা দিয়ে তাকাতেই পেয়ারা গাছের দিকে চোখ পড়লো এবং মনে মনে ভেবে নিলাম পেয়ারা আর্ট করলে মন্দ হয় না।
যে কথা সেই কাজ বসে পড়লাম খাতা পেন্সিল রং নিয়ে।
তো চলুন দেখি কেমন করে আমি পেয়ারা আর্ট করলাম।
১.পেন্সিল |
---|
২.খাতা |
৩.রং পেন্সিল |
৪.জল রং |
প্রথম ধাপ
প্রথমে একটি চুড়ির সাহায্যে বিত্ত এঁকেছি
দ্বিতীয় ধাপ
এখন বৃত্ত টি পেয়ারার আঁকার দেয়ার জন্য পেয়ারার নিচে ফুল বানিয়েছি।পেয়ারা পাকলেও এই ফুলটি থাকে।
তৃতীয় ধাপ
এখন পেয়ারার বোটা বানিয়েছি।
চতুর্থ ধাপ
এখন পেয়ারার পাতা দুটো আর্ট করেছি।
পঞ্চম ধাপ
এখন পেয়ারা পাতার মাঝের যে শিরা থাকে সেগুলো আর্ট করেছি।পাতার আর্টের মাধন্যমে পেয়ারা আর্ট সম্পূর্ণ হয়েছে। এখন কালার করার পালা।
ষষ্ঠ ধাপ
প্রথমে পেয়ারার পাতা কালার করে নিলাম।
সপ্তম ধাপ
এরপর পুরা পেয়ারা টি সবুজ কালার করে নিলাম। পাতার বোটা ও পেয়ারার বোটা কালার করে নিলাম।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের সুন্দর একটি পেয়ারা আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আমি তো ভাবলাম যে সত্যিকারের পেয়ারা। আপনি কিন্তু বেশ দারুন করে পেয়ারার আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।আবার পেয়ারার সত্যিকারের একটি কালারও দিয়েছেন। আমার কাছে দারুন লাগছে আপনার আজকের আর্টটি । আপনি বেশ সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য ও উৎসাহিত করার জন্য।
আপু আপনি অনেক সুন্দর ভাবে পেয়ারা আর্ট করেছেন। বিশেষ করে পাতা দেখতে সত্যিকারের পেয়ারা পাতার মতোই লাগছে। দারুন হয়েছে আপু। অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
কারেন্ট আমাদের এখানেও অনেক সমস্যা করে। সারাদিনে অনেকবার যাওয়া আসা করে আর গেলে সহজে আসতে চায় না। যাইহোক পেয়ারা গাছের দিকে চেয়ে সুন্দর একটি পেয়ারা একে নিলেন আপু। হুবহু দেখতে পেয়ারার মতো হয়েছে। পেয়ারার পাতা ডাল প্রত্যেকটি কালার কম্বিনেশন সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
ধন্যবাদ আপু।
অনেক সুন্দর ভাবে একটি পেয়ারা আর্ট করেছেন আপু। পেয়ারার সাথে দুইটি পাতা এঁকেছেন কালার টা অনেক সুন্দর হয়েছে। আর তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার পেয়ারা আর্ট করে আমাদের মাঝে তুলে ধরেছেন দিদি দেখতে সুন্দর লাগছে সবুজ পাতার সাথে পেয়ারার সবুজ অংশের সৌন্দর্যটা পুরোপুরি মিলে গিয়েছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বর্তমান সময়ে সব জায়গাতে কারেন্টের অবস্থা একদম খারাপ। যাইহোক আজকে আপনি পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে খুব চমৎকারভাবে পেয়ারা আর্ট করেছেন। আপনার আর্ট করা পেয়ারাটি দেখতে বাস্তবে পেয়ারার মত লাগতেছে। পেয়ারার সাথে দুটি পাতা ও খুব চমৎকার ভাবে আর্ট করেছেন। ধৈর্য ধরে চমৎকার একটি পেয়ারার আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপু
পেয়ারা আমার ছেলের কি যে পছন্দ। ও যদি এই আর্ট টি দেখত সাথে সাথে বলতো "মাম্মা পেয়ালা খাবো।" যাইহোক মজা করলাম।খুবই সুন্দর হয়েছে আপু পেয়ারা আর্টটি।দেখে মনে হচ্ছে তাজা পেয়ারা। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আপনার এই পেয়ারা একেবারে বাস্তবের মতই দেখা যাচ্ছে এবং যেভাবে আপনি এটি তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে এখানে আপনি এটি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন৷ একই সাথে একেবারে নিখুঁভাবে সবগুলো ডিজাইন দিয়েছেন এবং সবগুলো রং একেবারে নিখুঁত হয়েছে৷