গ্রিন টি পানের উদ্দেশ্যে
বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ভালো আছি। |
---|
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। কয়েকদিন আগে বৃষ্টির এক সন্ধ্যায় কাছের এক বন্ধুর সাথে বেরিয়েছিলাম গ্রিন টি পানের উদ্দেশ্যে। সেই সম্পর্কে কিছু কথা আজকের ব্লগে শেয়ার করব।
বিগত কিছুদিন ধরে বেশ ভালই বৃষ্টি হচ্ছে। এখন আর সেই গরমের ব্যাপারটা নেই। বৃষ্টির পরে সুন্দর একটা ওয়েদার পাওয়া যাচ্ছে। বিকালের দিকে বৃষ্টি হলে সন্ধ্যায় বের হতে আলাদা একটা ভালো লাগা কাজ করে। কয়েকদিন আগে এরকম এক বিকেল বেলায় বৃষ্টি হওয়ার পরে আমার এক বন্ধু আমাকে ফোন করে এবং তার সাথে সন্ধ্যায় বের হওয়ার জন্য বলে। বৃষ্টির পরে ওয়েদারটা ভালো থাকার কারণে আমি বন্ধুর ফোন করার সাথে সাথে রাজি হয়ে যাই এবং সন্ধ্যার দিকে দুইজনে মিলে বের হওয়ার সিদ্ধান্ত নেই। আমার এই বন্ধুর নাম সজল। বারাসাতের ব্যারাকপুর রোডের পাশে তার একটি সুপার শপ রয়েছে। সেই জন্য তাকে বাড়ি থেকে প্রতিনিয়তই সুপার শপে যাতায়াত করতে হয়। সুপার শপের সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেসব দেখার জন্য।
বাড়ি থেকে সেই সুপার শপে যাওয়ার পথে রাস্তার দুই পাশে অনেকগুলো ক্যাফে পড়ে। এর মধ্যে কিছু বড় ক্যাফে রয়েছে আবার কিছু ছোট ক্যাফেও রয়েছে। ক্যাফে গুলোর কিছু অংশ ভিতরে এবং কিছু অংশ বাইরের দিকে করা। কেউ চাইলে ভিতরে বসে আড্ডা দিতে পারে আবার কারো যদি ইচ্ছা হয় বাইরে বসে বন্ধুদের সাথে গল্প করতে করতে চা বা অন্যান্য খাবার খাবে তাও করতে পারে। সব ধরনেরই ব্যবস্থা করে রেখেছে তারা ক্যাফে গুলোতে। যাইহোক সেই দিন সন্ধ্যায় দুই বন্ধু বাড়ি থেকে বের হওয়ার পর প্রথমে তার সুপার শপে যাই। সেখানে কিছু সময় কাটিয়ে দুই বন্ধু টি পানের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমরা ঠিক করিনি কোথায় গিয়ে টি পান করবো। চলতে চলতে রাস্তার এক সাইডে ছোট একটি ক্যাফে দেখতে পাই। আমরা সিদ্ধান্ত নি সেখানেই বসে টি পান করবো।
ক্যাফেটি খুব একটা বড় ছিল না। মোটামুটি ছোট সাইজের ক্যাফে ছিল। এখানে ভিতরে এবং বাইরে দুই রকম বসার সিস্টেমই ছিল। আমরা গিয়ে যদিও বাইরে বসে ছিলাম। ক্যাফেতে চা, কফির পাশাপাশি অন্যান্য আরো অনেক খাবারও ছিল কিন্তু বৃষ্টির এই দিনে গরম গরম গ্রিন টি পানের সিদ্ধান্ত হয় দুইজনের। গ্রিন টি পানের সিদ্বান্ত আমার বন্ধুরই ছিল । সে আবার শরীর সম্পর্কে একটু বেশি সচেতন ছিল সেজন্য সে গ্রিন টি অর্ডার করে দুই জনের জন্য। অর্ডার কমপ্লিট করে আমরা ক্যাফের বাইরে এসে বসে দুই বন্ধু গল্প করা শুরু করি। আমার বন্ধু যেহেতু বিজনেস লাইনে রয়েছে তাই তার গল্পের অধিকাংশ টপিকসই ছিল বিজনেস নিয়ে। আমিও তার কাছ থেকে বিজনেস সম্পর্কে অনেক কিছু বোঝার চেষ্টার করি।
আমারও মাঝে মাঝে বিজনেস করার চিন্তা মাথায় আসে। সেই জন্যই এই বিজনেস রিলেটেড কথাগুলো আমার বেশ ভালো লাগে। আমাদের বন্ধুত্ব অনেক বছর আগে থেকেই । প্রায় নয় বছরের বন্ধুত্ব আমাদের। আমরা সেই দিন বসে বসে পুরনো দিনের অনেক গল্পও করেছিলাম। পুরোনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলাম গল্প করতে করতে। এইসবের মধ্যে অন্যরকম একটা ইমোশন রয়েছে। কিছু সময় এভাবে গল্প করার পরে আমাদের গ্রিন টি গুলো আমাদের টেবিলে চলে আসে। এই গ্রিন টি -এর সাথে ছোট ছোট চিনির প্যাকেটও দিয়েছিল। অনেকে গ্রিন টি -এর সাথে চিনি খায় সেজন্যই হয়তো দিয়েছিল কিন্তু আমি যতদিন বাড়িতে গ্রিন টি করে খেয়েছি চিনি দিয়ে খাইনি। তাই আমরা চিনি ব্যবহার না করে গ্রিন টি খেতে খেতে দুই বন্ধু ইনজয় করি সুন্দর এক সন্ধ্যা। এভাবে গল্প করে অনেকটা সময় পার করি । বন্ধুদের সাথে মাঝে মাঝে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। যারা এইভাবে আড্ডা দিয়েছে তারাই আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে।
পোস্ট বিবরণ
ডিভাইস | Samsung Galaxy M31s |
---|---|
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | ব্যারাকপুর রোড, বারাসাত ,ওয়েস্ট বেঙ্গল। |
বিজনেসের কথা শুনলে আমার কেন যেন খুবই রাগ লাগে। হুট করেই তো আর বিজনেস শুরু করা যায় না। যাইহোক গ্রিন টি অর্ডার দিয়ে আপনারা পুরনো অনেক গল্প করছিলেন জেনে ভালো লাগলো। আসলে অনেকে একসঙ্গে বসলে পুরোনো দিনের গল্পগুলো করতে খুব ভাল লাগে। বেশ ভালই সময় কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বোঝা যাচ্ছে।
কোনো আপু বিশেষ কোনো কারণ আছে নাকি??
আপনারা দুই বন্ধু মিলে তো, তাহলে চায়ের কাপে চুমু দিতে দিতে পুরনো দিনের অনেক গল্প শেয়ার করেছেন ।বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। ক্যাফেটি ছোট হলেও বেশ অনেক সুন্দর সাজানো গোছানো।
অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।