কৃতজ্ঞতা প্রকাশ।।

in আমার বাংলা ব্লগ4 days ago
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।


source

মানুষ হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করাও জরুরি।দাদাকে নিয়ে কিছু কথা লিখতে চাই।এবিবি কমিউনিটির ফাউন্ডার RME দাদা আমাদের জীবনে এক বিশেষ আশীর্বাদ স্বরূপ। তাঁর হাত ধরেই আমরা শুধু একটি কমিউনিটি পাইনি, পেয়েছি দিকনির্দেশনা, শিক্ষা, অনুপ্রেরণা এবং অসংখ্য সুযোগ। জীবনে অনেক মানুষ আসে, অনেকেই সাময়িক সাহায্য করে, কিন্তু খুব কম মানুষই এমন হয় যারা নিঃস্বার্থভাবে সবার জন্য কিছু করতে চান। RME দাদা সেই বিরল মানুষদের একজন। তিনি শুধু একটি প্ল্যাটফর্ম তৈরি করেননি, বরং আমাদের মাঝে পরিবারবোধ, ভ্রাতৃত্ব, বিশ্বাস এবং সহযোগিতার পরিবেশ গড়ে তুলেছেন। তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানে কেবল তাঁর অবদানকে স্বীকার করা নয়, বরং আমাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও সম্মান জানানো।

প্রথম থেকেই এবিবি কমিউনিটির উদ্দেশ্য ছিল সবার জন্য শেখার ও আগানোর সুযোগ সৃষ্টি করা। আমরা যারা এই কমিউনিটির অংশ, তারা প্রত্যেকেই জানি, এই জায়গাটি কেবল তথ্য বিনিময়ের স্থান নয়—এটি আমাদের উন্নতি ও আত্মবিশ্বাস গড়ার মঞ্চ। আর এর সবকিছুর পেছনে আছেন RME দাদা। তিনি প্রতিটি সদস্যকে আপন মনে করেছেন, তাদের সমস্যায় পাশে দাঁড়িয়েছেন, সঠিক পরামর্শ দিয়েছেন এবং যে কোনো বিপদে সাহস যুগিয়েছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবল ছাড়া এবিবি আজকের অবস্থানে আসতে পারত না।

@rme দাদার সবচেয়ে বড় গুণ হলো তাঁর নিঃস্বার্থ মানসিকতা। তিনি কখনো ব্যক্তিগত লাভের চিন্তা করেননি, বরং ভেবেছেন কীভাবে অন্যরা লাভবান হতে পারে।কিভাবে একটি অনলাইন ভিত্তিক বিনোদনের মাধ্যম সৃষ্টি করা যায়। জ্ঞান, অভিজ্ঞতা কিংবা পথনির্দেশ—তিনি যা কিছু জানেন, খোলাখুলিভাবে তা সবার সাথে ভাগ করে নিয়েছেন। অনেকেই যেখানে জ্ঞানকে নিজের সম্পদ ভেবে গোপন রাখে, সেখানে তিনি উল্টো উদারভাবে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাঁর এই মহানুভবতা আমাদের জন্য এক অমূল্য সম্পদ।

এছাড়া, এবিবি কমিউনিটি শুধু জ্ঞানের জায়গা নয়; এটি একটি আবেগ, একটি পরিবার। আমরা এখানে শুধু শিখি না, আমরা একে অপরকে সমর্থন করি, একে অপরের সাফল্যে খুশি হই। এই বন্ধনের পেছনেও রয়েছে RME দাদার দূরদর্শী চিন্তাভাবনা। তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে প্রতিটি সদস্য নিজেকে মূল্যবান মনে করে। আজ আমাদের মধ্যে যে ঐক্য, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা গড়ে উঠেছে, তার বড় অংশই তাঁর অবদানের ফসল।কিন্তু কিছু সুবিধাবাদি মনুষ্যত্বহীন মানুষের জন্যে আমরা আজ সবাই ক্ষতির ভুক্তভুগী, প্রিয় এবিবিও ধ্বংসের পথে।

জীবনে খুব কম মানুষকে পাওয়া যায় যাদের প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করা যায়। RME দাদা সেই ব্যতিক্রমী মানুষ, যিনি আমাদের শিখিয়েছেন—সঠিক পথে চললে, সবার সাথে ভাগাভাগি করলে এবং পরিশ্রম করলে সাফল্য আসবেই। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমরা আসলে তাঁর মহানুভবতার কেবল একটুখানি স্বীকৃতি দিচ্ছি।

সবশেষে বলতে চাই, RME দাদা শুধু এবিবির ফাউন্ডার নন, তিনি আমাদের জন্য এক দিশারী। আমরা তাঁর কাছ থেকে যা পেয়েছি, তা শুধু উপকার নয়—তা জীবনের শিক্ষা।আর অনেকের জীবনের কঠিন সময় গুলোতেও তিনি ভিন্নভাবে আর্থিকভাবেও সহযোগিতা করেছেন নিঃস্বার্থভাবে। তাঁর প্রতি আমাদের সম্মান, ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজীবন অবিচল থাকবে। এবিবি কমিউনিটির প্রতিটি সদস্যের হৃদয়ে তিনি চিরকাল একজন অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন। আর আমার প্রিয় মানুষদের মধ্যে একজন।কবিতার লাইন দু কথা বলি,,,,,

এবিবির আকাশে দাদা এক উজ্জ্বল তারা,
স্বপ্নকে জাগিয়ে তোলেন, দেন পথের ধারা।
RME দাদার কণ্ঠে বাজে আশার গান,
তার হাতের ছোঁয়ায় গড়ে ওঠে স্বপ্নের স্থান।

দুঃখে দেন সাহস, অন্ধকারে আনেন আলো,
তার নেতৃত্বে কমিউনিটি হয় আরো ভালো।
জ্ঞান, মমতা, প্রেরণায় ভরে দেন হৃদয়,
RME দাদা চিরকাল থাকবেন পথের সদয়।

N.B:- এবিবি যদি আবারও আগের জায়গায় ফিরে আসে তবে সবার থেকে আমি অনেক বেশি খুশি হব।

🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010945.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin