আর্তনাদ
একটা কাজ সেরে বাসায় আসতেছিলাম।রাস্তার পাশের মাঠে কিছু বন্ধু এবং বড় ভাইদের দেখে আমিও মাঠের ভেতোর গেলাম আড্ডা দেওয়ার জন্য।কিছুক্ষন পর খেয়াল করলাম একটা ছোট খাসির বাচ্চা পাশেই কাতরাচ্ছে।ওদের বললাম, "কি হইছে রে?"প্রশ্নত্তরে জানালো সাতটি কুকুর নাকি একসাথে আক্রমণ করেছিল।বেশ ভালোই আঘাত করেছিল।বেশ কিছুক্ষণ খুব একটা গুরুত্ব না দিয়ে আমরা গল্প চালিয়ে গেছি।পরে দেখলাম ধীরে ধীরে এমন অবস্থা হয়ে গেছিল যে কিছুক্ষনের মধ্যেই মারা যাবে।তারপর সবাই মিলে মালিককে অনেক খুঁজলাম কিন্তু দুঃখের বিষয় খুঁজে পাইনি।পরে সবার সহমতে আমি সহ আমার দুই বন্ধু রিকশায় তুলি বাচ্চাটাকে।
W3W
রিকশা নিয়ে সর্বপ্রথম গেলাম সরকারী ভেটেরিনারীতে।শনিবার জন্য আজ তা বন্ধ ছিল।সেখান থেকে এক দোকানে গেলাম,তার বললো তাদের কাছে ভ্যাকসিন নাই।তাদের বলা অন্য এক ঠিকানায় গিয়ে সেখানেও কাজ হলো না।আরেক দোকানে গিয়ে দেখি সেই দোকানও বন্ধ।মনে ভাগ্য আজ আমাদের সাথে ছিলনা।আল্লাহর অশেষ রহমতে এক পশু ডাক্তারের দেখা মিলেছিল।তারপর তিনি বাচ্চাটিকে ভ্যাক্সিন এবং ব্যাথানাশক ঔষধ দিয়ে বললেন,এখন বিপদ্মুক্ত।
W3W
W3W
চিকিৎসা শেষে আবার ঐ মাঠে নিয়ে এসে ছায়ায় শুয়ে রাখলাম এবং মালিকের জন্য বেশ অনেকক্ষন অপেক্ষা করলাম।তবুও মালিকের দেখা পাওয়া যায়নি।সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটিকে এক বন্ধুর বাসায় রেখে এসেছি।
অদ্ভুত এক শান্তি মিলেছে।
ভালো কাজ করেছেন এবং ধন্যবাদ আপনার মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য ।