DIY ।। হাসির রাজা গোপাল ভাঁড়ের ছবি অংকন ।। 10% for shy fox
◾️ ১৫ মার্চ
▪️ মঙ্গলবার
যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভুলে না... চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না ... কে সে করে যায় বেতাল, হাসির রাজা গেনের রাজা রসিক রাজা গোপাল ভাড়😁
হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকলে হয়তো বুঝেও গেছেন। গোপাল ভাড় আমরা সকলেই কমবেশি দেখি। আমি এখনও প্রতিদিন খাবার খাওয়ার সময় লেপটপে গোপাল ভাড় ছেড়ে দিয়ে দেখি আর খাই। অভ্যাস হয়ে গেছে কেমন জানি। তো যাইহোক কথা না বাড়িয়ে চলুন ভাঁড় মশাইকে পেন্সিল দিয়ে আকানোর চেষ্টা করি।
হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকলে হয়তো বুঝেও গেছেন। গোপাল ভাড় আমরা সকলেই কমবেশি দেখি। আমি এখনও প্রতিদিন খাবার খাওয়ার সময় লেপটপে গোপাল ভাড় ছেড়ে দিয়ে দেখি আর খাই। অভ্যাস হয়ে গেছে কেমন জানি। তো যাইহোক কথা না বাড়িয়ে চলুন ভাঁড় মশাইকে পেন্সিল দিয়ে আকানোর চেষ্টা করি।
- a4 সাইজের পেপার
- ডার্ক প্লাস পেন্সিল
- রাবার
- কাটার
- হদুল রং পেন্সিল
- লাল রং পেন্সিল
- কালো রং পেন্সিল
প্রথমে আমরা গোপাল ভাঁড়ের টাক মাথা আঁকার চেষ্টা করবো ও এর সাথে চোখের ভ্রু এঁকে দিব।
এবার আমরা চোখ, নাক ও মুখ এঁকে দিব।
এই ধাপে আমরা গোপাল ভাঁড়ের গাল ও কান এঁকে দিয়ে মাথার অংশের কাজ শেষ করবো।
এবার আমরা হাত এঁকে দিব । হাত এমনভাবে আকব যাতে হাতে রোমাল এঁকে দেয়া যায়
এবার গলার পিছন দিয়ে গামছা বা রোমালটি এঁকে দিব ঠিক এইভাবে।
এই ধাপে আমরা ভাঁড় মশাইকে পাঞ্জাবি পরিয়ে দিব।
এবার আমরা ধুতি এঁকে দিব।
অংকনের পার্ট শেষ। এবার রং করার পালা। প্রথমে আমরা চোখের ভ্রু ও মাথার একটু অংশ কালো রং পেন্সিল দিয়ে রং করে দিব।
এবার লাল রং পেন্সিল দিয়ে গামছাটি রং করে দিব।
এবার হলুদ রং পেন্সিল দিয়ে পাঞ্জাবি বা ফতুয়াটি রং করে দিব।
এবার আমরা ধুতির রং লাল কালার করে দিব।
গোপাল ভাঁড় এর সাথে আমার সেলফি। আজ এ পর্যন্তই। চিত্রটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট 4 |
সময় | ২ ঘন্টা+ |
লোকেশন | ধানমন্ডি-১৯ |
আর্টিস্ট | @rokibulsanto |
শুভেচ্ছান্তে
@rokibulsanto

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি গোপাল ভাঁড় এর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার এই অংকন দেখে আমি রীতিমত মুগ্ধ আপনি একদম সত্যি কারের গোপাল ভাঁড়ের মতোই অংকটি এঁকেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে অংকন পর্বটি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ ভাই 😁
আমার পছন্দের একটা কার্টুন গোপাল ভাড়। এই কার্টুনটি দেখতে আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে গোপাল ভাড় কে আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেখতে একদম এতটা নিখুঁত হয়েছে তা বলার বাইরে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা চিত্র আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ দাদা
আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা আর্ট করা গোপাল ভার। সত্যি দারুণ হয়েছে আমার অংকন করা গোপার ভারের চিত্রটি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ব্রাদার
এক সময় খুব গোপাল ভার দেখতাম। আপনার অঙ্কন করা গোপাল ভাঁড়ের চিত্র দেখে সে সময়ের কথা মনে পরল। আপনি দারুণ এঁকেছেন। শুভকামনা রইল আপনার জন্য
এখনও দেখবেন ভাই। ভালো লাগবে।
গোপাল ভারের গান টা কিন্তু দারুন লাগে আমার কাছে। আর সত্যি কথা বলতে একসময় এমন ছিলাম সারাদিন শুধু গোপাল ভাঁড় এই দেখতাম। আর আপনার আজকের এই অংকটি সত্যিই অসাধারণ ছিল। অংকন টি দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি উপস্থাপনা সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
হাহা। জি ভাই। কালজয়ী গান এটি। ছোট থেকে শুনে আসতেছি। কমেন্ট করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
গোপাল কুমার আমার অনেক প্রিয় একটি কাটুন চিত্র। আমি এখনো নিয়মিত এটা দেখি। আপনি খুব সুন্দর করে গোপালভাড়ের একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে টিভির কার্টুনের মত দেখাচ্ছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এই রকম সুন্দর একটি গোপাল ভাঁড়ের চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ রবিউল ভাই। ভালোবাসা নিবেন
গোপাল ভাঁড়ের গল্প একসময় পড়তে খুবই ভাল লাগত। অনেকদিন পর গোপাল ভাঁড়ের ছবিটি দেখে খুবই ভালো লাগলো। আপনি এত চমৎকার করে গোপালভাড়ের আর্ট করেছেন যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া আর্ট এর প্রতিটি ধাপ খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার পোস্টটি।
থ্যাংক ইউ আপু।
বাহ অনেক অসাধারণ লাগলো। গোপাল ভাঁড়ের অসাধারণ আর্ট করেছেন। দেখে মনে হচ্ছে একদম টিভিতে যেরকম গোপাল ভাড়কে দেখি ওরকম হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অসাধারণ এঁকেছেন। এত অসাধারন একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু। গোপাল ভাঁড় দেখবেন মাঝে মাঝে । ভালো লাগবে 😁
আসলেই এত নিখুত ভাবে আপনি অঙ্কন করেছেন। হাঁসির রাজা গোপাল ভাঁড় বেশ ভালো লাগলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাই
বাহ গোপাল ভাঁড়ের খুব সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন তো প্রথমে তো ভেবেছিলাম এটা কোন ফটোগ্রাফি।
ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া