গজল কভার :- মাহে রমজান এলো বছর ঘুরে।

in আমার বাংলা ব্লগlast month (edited)
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


desert-9449133_1280.webp

Source


প্রথমে পবিত্র রমজান মাসের সবাইকে শুভেচ্ছা। বারটি মাসের মধ্যে মুসলমানদের সবথেকে উত্তম মাস হল এই রমজান মাস। রমজান মাস হল সিয়াম সাধনার মাস বরকতের মাস নাজাতের মাস। রমজান নিয়েই আজকে গজল । আজকে যে গজলটি গায়বো সেটা হলো মাহে রমজান এলো বছর ঘুরে। গজলের কথাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পরে ভালোবাসার সর্বোত্তম ব্যবহার করেছেন এই গজলে। রমজান মাস বলতে আমরা কি বুঝি রমজান মাস বললে কি আমরা শুধু এতোটুকুই বুঝি যে খাবার পানি এগুলো খাওয়া যাবে না এটাই। আসলে কিন্তু তা নয় রমজান মাস মানে বিরত থাকার মাস অর্থাৎ সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে। নিজের চোখ আঘাত মুখ বা কান প্রত্যেকটা জিনিস থেকে বিরত রাখতে হবে অর্থাৎ খারাপ জিনিস থেকে। যদিও রোজাটা আল্লাহ সুবহানাতায়ালার জন্য আর এই পুরস্কার তিনি দিবেন। কমবেশি যতটুকু যে পারে রোজা করে আসলে কারও জ্বালা কবুল করবেন আল্লাহ সুবহানাতায়ালা জানেন। তবে শুধু আল্লাহর উপর ভরসা করে মানুষ একটা কাজ করে সেটা হল রোজা। বলতে পারেন অনেকগুলোই করে কিন্তু আল্লাহর ভয়ে শুধু মানুষ বজায় রাখে রোজা রেখে মানুষ কোন সময় কোন কিছু খাওয়া-দাওয়া বা খারাপ কোন কাজে লিপ্ত হয় না। অন্য সময় মানুষ উপলব্ধি করে যে আল্লাহ আছে তারপরও মানুষ অনেক খারাপ কাজে লিপ্ত হয় কিন্তু রোজার মাসে মানুষ কখনই খারাপ কাজে লিপ্ত হয় না এটাই হল রমজানের একটা ব্যাপার । আমি গজলটি আপনাদের সামনে কে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে।


🇧🇩 গজলের রিলিক্স।


🥀মাহে রমজান এলো বছর ঘুরে।


মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
রহমতেরই বাণী নিয়ে
মাগফিরাতের পয়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে ॥

গুনাহ মাফের এই তো সুযোগ
খোদার প্রিয় হবার এই তো সুযোগ
এই সুযোগে নাও গো তুমি
খোদার রঙে জীবন রঙ্গীন করে ॥

পাপী তাপী আয় রে ছুটে
খোদার রহম তোরা নে রে লুটে
পাহাড় সমান গুনাহর বোঝা
দিবেন রহীম সবই ক্ষমা করে ॥


🥀গানের কিছু তথ্য🌹

গজল:- মাহে রমজান এলো বছর ঘুরে।

🍁কথা ও সুর: কামরুল ইসলাম হুমায়ুন।

গজল কভার:- তুহিন।


https://youtube.com/shorts/-W8Z3iNlklk?si=woSvszWttUmyPeLD

Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

রমজান মাস আসলেই এই গজলটা বেশি শুনা যায়। আর এই গজলটা সত্যি অনেক সুন্দর। যত শুনি ততবারই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই।

 last month 

আপনার কন্ঠে অনেক সুন্দর একটা ইসলামিক সংগীত শুনলাম আজকে। খুবই সুন্দর ইসলামিক সংগীত কভার করেন আপনি সবসময়। আপনার কন্ঠ অনেক সুন্দর। আর ইসলামিক সংগীত গুলো শুনতেও দারুন লাগে। এই গজলটা সত্যি দারুন ছিল। আর আমি তো মুগ্ধ হয়ে গেলাম শুনে।

 last month 

এই গজলটি শুনতে খুবই ভালো লাগে। রমজান মাস উপলক্ষে এত সুন্দর সুন্দর গজল বর্তমান সময়ে শোনা যায় যা যতই শুনি ততই ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি গজল‌ কভার করে শেয়ার করলেন। আপনার কন্ঠে গজল শুনতে ভীষণ ভালো লাগলো।

 last month 

এরকম সুন্দর গজল গুলো যতই শুনি ততই অনেক ভালো লাগে। গজলের মধ্যে রয়েছে আলাদা একটা প্রশান্তি। গজল শুনলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমার। আমি কাজ করার সময়ও গজল শুনতে অনেক বেশি পছন্দ করি। আমি তো বেশিরভাগ সময় কাজ করার সময় গজল চালিয়ে তারপর কাজ করি। অনেক সুন্দর ছিল এই গজলের সম্পূর্ণ কভার টা।

 last month 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি ইসলামী সংগীত শুনতে বেশ ভালো লাগলো আমার কাছে। পুরো ইসলামী সংগীত টি একদম দারুন ভাবে গাওয়ার চেষ্টা করেছেন।

 last month 

এটা আমাদের Dao Proposal। অবশ্যই সকলে ভোট দিবেন, কমিউনিটির সকলের জন্য এটা বাধ্যতামূলক। সহজ টিউটোরিয়াল দেখুন এখানে-https://steemit.com/hive129948/@rex-sumon/dao-reserve-fund