নিজের উপর সৃষ্টিকর্তার আশির্বাদ বিবেচনা করা উচিত❤️
হ্যালো,
কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার কৃপায় সুস্থ আছি।আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো নিজের উপর সৃষ্টিকর্তার আশির্বাদ বিবেচনা করা উচিত এসব নিয়ে কিছু কথা।আশা করছি আপনাদের ভালো লাগবে।
আসলে আমরা কেউ নিজেকে সুখী ভাবি না কোন না কোন ভাবে নিজেকে দুখীর কাতারে দাঁড় করাই।আসলে কি তা উচিত। আমি মনে করি না উচিত না।আমার মতো অনেকই হয় তো মনে করে আবার অনেকেই নিজের জিবন নিয়ে হতাশায় ভুগি।সব কিছুর মাধ্যমে সৃষ্টিকর্তার আশীর্বাদ খোঁজা দরকার।আমাদের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা দরকার । যাদের কোন হাত বা চোখ নেই তাদের কথা চিন্তা করুন। তাদের তুলনায় আমরা কেমন আছি বা আছেন?যে সব দরিদ্র লোকেরা দিনে একবারও খেতে পারেনা তাদের কথা ভাবুন।
আমরা এমনও দেখেছি যে বয়সে শিশুদের খেলাধুলা করার কথা। পড়াশুনা করার কথা কিন্তু শিশুকাল থেকে তাদের অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। অনেকেই আছে হয়তো চটি জুতো নেই কিন্তু যাদের পা নেই তাদের কথা চিন্তা করি একবার। নিজের যা আছে তাই নিয়েই সন্তুুষ্ট থাকা দরকার এবং ভগবানের আশীর্বাদ মনে করা দরকার। যা আছে তাই নিয়ে জীবনকে উপভোগ করতে হবে। ভালো কাজের মাধ্যমে চিরজীবন মানুষের মাঝে মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকতে হব। ঈদ বা পূজায় আমরা হয়তোবা অনেকেই একটি ড্রেসের সন্তুষ্ট হতে পারি না। পক্ষান্তরে দেখা যায় কারো হয়তো একটি ড্রেস ও কপালে জোটে না। এসব ভাবতে হবে নিজের জীবনকে নিয়ে কখনো হাহাকার করা যাবেনা আমার এই নেই সেই নেই। আমাদের যা আছে তা নিজের উপর ভগবান এর আশীর্বাদ গুলো বিবেচনা করে সর্বদা কৃতজ্ঞ থাকতে হবে। হলেই আমরা জীবনে সুখী হতে পারবো।কিন্তু আমাদের অনেকেরই অনেক কিছু থাকার পরেও হাহাকার শুনতে দেখা যায। আমাদের শুধু চাই আর চাই।আমাদের যত হয় তত চাই। এই চাই চাইয়ের মাঝে আমরা কি সত্যি সুখী?চাই চাই এর মাঝে আমরা সম্পর্ক গুলো ভুলে যাচ্ছি।
বাবা ছেলেকে,ভাই ভাইকে পর্যন্ত ঠকায়। একেমন পৃথিবীর পরিবেশ সৃষ্টি করছি আমরা।এমন ধন সম্পদ চাই না যে ধন সম্পদের কারণে রক্তের সম্পর্ক গুলো বিষক্রিয়ায় পরিনিত হয়। আমাদের মানুষ জন্ম অনেক সাধনার জন্ম। এই জন্মকে কুলুষিত করা একদমই ঠিক নয়।
আজকের মতো এখানেই শেষ করছি।ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়।
আজকের মত এখানেই শেষ করছি আবারো দেখা হবে নতুন কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
শুভ দুপুর
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আসলে মানুষের অসীম চাহিদা। একারণেই বেশিরভাগ মানুষ কেবল যা নেই, তাতেই ফোকাস করে। অথচ অনেকের থেকেই যে অনেক দিক থেকে বেশ ভালো আছি আমরা, সেটার দিকে আমরা ফোকাস করি না। আমরা জন্মগতভাবেই অনেক দিক থেকেই ব্লেসড, এটার জন্য সবসময়ই উপরওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমাদের। খুব ভালো লিখেছো।
ঠিক বলেছো মানুষের অসীম চাহিদা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমার কাছেও তাই মনে হয় দিদি, আমাদের কাছে যা কিছু আছে সেটাকেই আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ মনে করে গ্রহণ করা উচিত। তবে সমস্যা হলো আমরা সব সময় এটাই চিন্তা করি যে, আমাদের থেকে যারা অর্থবিত্ত তারা অনেক সুখে আছে। কিন্তু আমরা কখনো এটা চিন্তা করি না যে, যারা দুই বেলা না খেয়ে জীবন যাপন করে তাদের থেকে তো অন্তত আমরা ভালো আছি। আমরা যদি যে যার নিজের অবস্থানে থেকে সুখে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে।
একদমই ঠিক বলেছেন দাদা।ধন্যবাদ