হাসির গল্প 😁😁পেটুক🍗 ও বিয়ে👰👰👰🤝

in আমার বাংলা ব্লগ2 years ago

১৪চৈত্র , ১৪২৯ বঙ্গাব্দ

২৮মার্চ , ২০২৩ খ্রিস্টাব্দ
০৫রমাদান, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার।
বসন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


old-man-4661928_1280.jpg

Source


সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি।। আমার প্রায় ৯০ ভাগ মানুষ সবসময়ই বেশি বেশি খাবার এবং ভালো ভালো খাবার খেতে অনেক পছন্দ করি। বিয়ে বাড়িতে খাবার খেয়ে কত ঘটনা না ঘটে যায় আমাদের সাথে। বিশেষ করে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ম্যাক্সিমাম টাইম অনেক মজাদার মজাদার ঘটনা ঘটে থাকে। আমার বন্ধুর কাছ থেকে শোনা বিয়ে বাড়ির একটি গল্প। কিছু শিক্ষণীয় কোথাও এর মধ্যে তুলে ধরেছি বিশেষ করে আমাদের মত যারা শিক্ষিত বেকার তাদের জন্য। আশা করছি গল্পটি পড়ে আপনারা অনেক মজা পাবেন।গল্পের পেটুক কিন্তু সরকারি চাকরি করে 💰💰।


একজন পেটুক বিয়ে বাড়িতে দাওয়াত পেয়ে সেখানে গেছে দাওয়াত খেতে😋😋 তারপরে বিয়ে খাওয়ার মাঝখানে ও পাশ থেকে খবর এলো বর পালিয়ে গেছে বিবাহর মঞ্চ থেকে। চারিদিকে তুলকালাম কান্ড শুরু হয়ে গেল। এইদিকে পেটুকের প্লেটে মাংস কম পরেছে🍗🍗 চারিদিকে চেয়েও মাংস দেয়ার মত ওয়েটার পাচ্ছে না।কিছু সময় পর অনেক উঁকিঝুঁকির দিয়ে দেখে বিয়ের কন্যারে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে।পেটুক প্লেট হাতে নিয়ে বাবুর্চি কাছে গিয়ে বল্ল, ভাইসাব মাংসের হাড়ি কোথায় বলবেন? সে পেটুকের দিকে তাকিয়ে কর্কশ ভাষায় বলে উঠলো, ছেলে পালিয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পরে আছেন।


পেটুক মনে মনে ভাবছে বুঝলাম না ছেলে গেছে তো আমার কি??? আমাকে দাওয়াত দেয়া হইছে আমি খেতে এসেছি আমার খাবার চাই মাংসের হাড়ি কই???। ঐ কন্যা চিৎকার করে বলছে, আমি বিয়ে না করে এখান থেকে উঠবোনা🙆‍♂️🙆‍♂️🙆‍♂️ আমাকে বিয়ে দিতে হবে এখনি🤭🤭। তখন পেটুক প্লেট হাতে নিয়ে বলছে, হ হ কথা ঠিক বারবার বিয়ের কন্যা সাজা ভালো কথা না😁😁 আজই বিয়ে হওয়া উচিত😁😁। দুইতিনজন পাবলিক সহমত জানিয়ে মাথা নাড়া দিলো।এ দিকে পেটুকের খাওয়া কিন্তু চলছে🍗🍗😋...


সারা বাড়ি খুব হইচই বেঁধে গেছে।কিছু সময় পর বিয়ের কন্যা আবার বলে উঠলো জোর গলায়, এই আসর থেকে আমার বিয়ে না হলে আমি গলায় দড়ি দিবো🤣🤣🤣। পেটুক তখন মুরগির রানে কামর দিয়ে বল্লো,গলায় দড়ি দেয়াই উচিত ✅এভাবে অপমান মেনে নেয়া যাবে না। কয়েকজন পাবলিক মাথা নেড়ে বললো, ঠিক ঠিক ঠিক।


কন্যা তো এবার খুব ইমোশন কাঁদো কাঁদো স্বরে বললো, আব্বা আমি কিন্তু তোমার মেয়ে এক কথা দুইবার বলি না। তাড়াতাড়ি ব্যবস্থা করেন নয়তো খুব বড় ধরনের অঘটন ঘটতে যাচ্ছে 😡😡।এবার পেটুক মাংস শেষ করে মাংসের হাড্ডিতে কামড় দিয়ে বলছে, হ হ হ দ্রুত ব্যবস্থা না হলে কিন্তু ভাংচুর শুরু হবে।এ কথা শুনে কন্যা ফুলের টব ধরে মারলো তার বাপের সামনে ফিকে😡😡 এবার সবাই মিলে পেটুকের দিকে ঘুরে তাকালো। কন্যার বাপ গিয়ে পেটুকের হাত ধরে বললো, করো কি???? পেটুক বললো সরকারি চাকরি 😇😇😇😇 মাংসের হাড়িটা কোথায় বলেতে পারেন আপনি? কন্যার বাবা টাইট করে হাত চেপে ধরে বললো, টাকা লাগে দুই-পাচ লাখ দিবো💰💰💵 চাকরির সাথে ব্যবসা করবা আর এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করো।🙆‍♂️🙆‍♂️ আশেপাশের পাবলিক এবার ও সবাই বললো, ঠিক ঠিক বিয়ে করা উচিত✅✅।


পেটুক বলতে গিয়েছিল দুই - পাচ লাখ কেন দশলাখ দিলেও বিয়ে করবোনা। বলতে গেছিলো কিন্তু সবার দিকে তাকিয়ে ভিতরের কথা গুলো ভিতরে থেকে গেছে।এবার হবু শ্বশুর আব্বা টেনে চেয়ারে বসিয়ে বললেন, এই কে কোথায় আছো জামাইরে সামনে মাংস দিয়া যাও🍗🍗।পেটুক মনে মনে ভাবে যে জিনিস কাঁধে উঠিলো মাংস তো দূরে থাক পানিও এখন গলা দিয়ে নামবে না। এ কেমন মুসিবতে পরলাম দয়াল।খাবার হলো হারাম।😭😭


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার এই গল্পটি পড়ে খুবই ভালো লাগলো। পেটুক নিয়ে খুবই মজার একটি গল্প লিখেছেন। বিয়ে বাড়িতে অনেক মজার ঘটনা ঘটে কিন্তু এই পেটুকে তো বিয়ে বাড়িতে খেতে গিয়ে বিয়ে করতে হল। ধন্যবাদ মজার একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা পেটুক ও বিয়ে নামক হাসির গল্পটি পড়ে আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।

 2 years ago 

আপনার গল্পটি পড়ে বেশ ভালই মজা লাগলো। পেটুক বেশি বাড়াবাড়ি করে কথা বলতে গিয়ে নিজেয় ফেঁসে গেল। হাহাহা এখন কি আর করার অন্যর বিয়ে খেতে এসে এখন নিজের বিয়ে খেতে হবে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মজার গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বিয়ে মানেই তো শুধু খাওন আর খাওন।। গিয়েছিল খাইতে খাবারের সাথে বিয়ে ফ্রি ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে

 2 years ago 

হায় হায় যেও পেটুক বিয়ে বাড়িতে বেশি বেশি মাংস খেতে গিয়েছিল। বর পালিয়ে যাওয়ার পরেও পেটুক নিজের খাবার ছাড়লো না। উল্টো আরো মানুষের হাঁড়ি খুঁজছিল। এদিকে খেতে গিয়ে নিজেকেই দেখছি বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। সত্যিই অনেক হাসির গল্প ছিল। অনেক বেশি এনজয় করেছি আপনার গল্পটা পড়ে।

 2 years ago 

বর পালালো পেটুকের কপাল খুলল বিয়ে করল সাথে টাকা পেল আর খাওন তো ফ্রি।
ধন্যবাদ আপনাকে আমার লেখা হাসির গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আপনার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। এদিকে বিয়ের বাড়ি থেকে বর পালিয়ে গেল। পেটুক শুধু মাংস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। অথচ সবাই চিন্তায় পড়ে গেল বর পালিয়ে যাওয়ার কারণে। আর পেটুক কোথায় মাংস আছে তা খোঁজ করতেছে। এদিকে পেটুক খেতে খেতে নিজেই বিয়ে পিঁড়িতে বসতে হয়েছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গল্পটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে বিয়ে বাড়ির জানতে পেরে খুবই ভালো লাগলো ধন্যবাদ।।

 2 years ago 

আপনার গল্পটি পড়ে সত্যিই অনেক মজাই লাগলো। বিয়ে থেকে বর পালিয়ে গেল। আর পেটুক খাওয়া নিয়ে ব্যস্ত। বর নিয়ে সবাই চিন্তা করতেছে আর পেটুক মাংস কোথায় সেই জিজ্ঞাস করতেছে। পাত্রী বললো যখন সে বিয়ে ফিরিতে বসেছে বিয়ে করবে। সবশেষ মজা লাগলো খেতে খেতে লাশ পর্যন্ত সে বিয়ে পিড়িতে বসে গেল। সত্যি অনেক চমৎকার একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আসলে গল্পটি মূলতই ছিল হাসির জন্য যা হোক ওরে আপনার ভালো লেগেছে যেন খুবই খুশি হলাম ধন্যবাদ।।