গজল:- কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
আজকে সারাদিনই অসুস্থতার মধ্যে দিয়ে সময় পার করলাম। রাত্রে হুট করে যেন, চোখে কি পড়লো, আর এতে সারাটা দিন চোখের যন্ত্রণায় দিশেহারা। আজকে আপনাদের মাঝে একটি গজল নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই অবগত আছেন আজকে বিশ্ব বরেণ্য মুফাসসের কুরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যু বরণ করেছেন। তাকে নিয়ে আজকে একটি গজল বের হয়েছে। আর সেই গজলটি আপনাদেরকে গেয়ে শোনাবো। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ফিরিয়ে আর আসবেনা যতবার ডাকি।
সুমধুর কন্ঠে গাইবে না গান করবে না
করবেনা আর সে মান অভিমান।
কিভাবে বিদায় দিব
অশ্রুতে যাই ভেজে আঁখি (২)
হেসে হেসে বলবে না আর কোন কথা
নেই কোন কোলাহল আজ নিরবতা।(২)
বলবো না সাঈদী বলবো যে ফুল
যে ফুলের সৌরভে মনটা যে ব্যাকুল।
প্রিয় সেই হারাবার ফিরবে না কভু আর
কিভাবে মনটাকে বলো বেঁধে রাখি,
অশ্রুতে যাই ভেজে আখিঁ।
কোরানের পাখি আজ দিয়ে গেল ফাঁকি
ফিরে আর আসবে না যতবার ডাকি।
✳️গজলের কিছু তথ্য✳️
গজল :- কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি।
শিল্পী :-মুয়াজ আলী।
রিলিক্স:-@tuhin002
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | গজল |
---|---|
গজলের কভার তৈরি | @tuhin002 |
ডিভাইস | poco M2 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
ভাই খুব সুন্দর করে গজলটি গাইলেন তাই শুনতে ভীষণ ভালো লাগলো। আপনার গাওয়া এই গানটি আমি আগে কখনো শুনেছি কিনা তা মনে পড়ছে না। তাই আপনার কন্ঠে গানটি শুনে মনটা ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাই, চমৎকার একটি গজল আমাদের মাঝে গেয়ে শোনানোর জন্য।
আমি আমার পোস্টে উল্লেখ করেছি ভাই এই গজলটি কবে গেয়েছে এবং রিলিজ হয়েছে।
https://twitter.com/ABashar45/status/1691451612185944064?t=C2jmTgDAeTQPSDqVfnSPbw&s=19
আপনার গজলটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কন্ঠ বেশ ভালো। এই গজলটা আমি আগে কখনো শুনিনি। আজ শুনে খুব ভালো লাগলো। আপনার কন্ঠ শুনতে পেয়ে আরো বেশি ভালো ভালো লাগলো। সুন্দর একটি গজল শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে আপু এই গজলটা আজকে রিলিজ হয়েছে, এবং আজকে আমি আপনাদেরকে গেয়ে শোনালাম।
দারুন একটা গজল কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠটা গজল পরিবেশন করার জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হয়।
চেষ্টা করে যাচ্ছি গজল বলার জন্য।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেনো তাকে জান্নাত দান করেন। আপনার গজলটি খুবই সুন্দর হয়েছে ভাই। লাইন গুলো খুব সুন্দর ছিলো। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জি ভাই আল্লাহ সুবহানাল্লাহতালা তিনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।
মামা আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গজল নিজের কন্ঠে বেশ সুন্দরভাবে গেয়ে শেয়ার করেছেন আমাদের মাঝে। আসলে এই গজলটি আমি অনেক বার শুনছি বেশ ভালো একটি গজল। আপনার কন্ঠ শুনতে পেয়ে আরও বেশি ভালো লাগলো আজকে। রিলিক্স গুলো আপনি বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন মামা। ধন্যবাদ এত সুন্দর একটি গজল শেয়ার করার জন্য।মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে।
ভাগ্নে এই গজলটি রিলিজ হয়েছে গতকালকে। এরই মধ্যে তুমি অনেক বার শুনে ফেলেছো জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ।
দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর কথা আমি শুনেছি আবার ফেসবুকে ও দেখেছি। আর ওনাকে নিয়ে যেয এই গজলটা বের হয়েছে এটা জানা ছিল না। তবে আপনার পোস্টের মাধ্যমে এই কথাটা জানতে পেরেছি এবং কি আপনার কন্ঠে গজলটা শুনতে পেরে খুব ভালো লেগেছে। আপনি নিজের খালি কন্ঠে এই গজলটা কভার করার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাই।
ভাই দেলোয়ার হোসেন সাইদি মরার কয়েক ঘন্টা পরে এই গজলটি গেয়েছে একটা ছেলে। এত দ্রুত সময় এত সুন্দর একটি গজল গেয়েছে। আসলে ছেলেটার মেধা রয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
এই গজলটা ২/১ দিন আগে মনে হয় বের হয়েছিল। আমি এমনিতে দেখেছিলাম ইউটিউবে। তবে এই গজলটা আমার শোনা হয়নি। আপনার খালি কন্ঠে কিন্তু প্রথমবার গজলটি শুনতে পেলাম। এই প্লাটফর্মের সবাই অনেক সুন্দর গান এবং গজল কভার করে থাকে। যেগুলো শুনতে আমি খুব পছন্দ করি। আপনার কন্ঠ খুবই চমৎকার। প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর করে বলেছেন। ভালো লেগেছে শুনতে।
জি আপু এই যে ১৫ তারিখেই এই গানটি বের হয়েছে। এই গানটি আমি প্রথম শুনলাম এবং শোনার পরে আমি পুনরায় গেয়ে আপনাদেরকে শোনালাম।
ভাইয়া গজলটি খুব সুন্দর গাইলেন।আমার খুব ভালো লাগলো।আপনার কন্ঠে গজলটি শুনে মুগ্ধ হয়ে গেলাম।গজলটি নতুন বললেন।ভালোই হয়েছে নতুন এই গজলটি।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
জি আপু এই গজলটি গতকালকে গাওয়া হয়েছে। আর আমার মনে হয় আমি প্রথম গেয়ে আপনাদেরকে শুনালাম।