জেনারেল রাইটিং : পরচর্চা। ১ম পর্ব

সবাইকে শুভেচ্ছা।

কিছু কিছু বিষয় আছে যা অত্যন্ত ক্ষতিকর। সেটা মানুষ জানে। জেনেও সেই কাজটি করে। যেমন ধরুণ ধুমপান ক্ষতিকর, তা জেনেও মানুষ ধুমপান করছে। শিক্ষিত -মূর্খ, ধনী-গরিব, ভৃত্য -মনিব সবাই এক কাতারে। এবং ক্ষতিকর জেনেও ধূমপায়ীরা ধুমপান করেন। শুধু আমাদের দেশেই না সারা দুনিয়ার চিত্র একই। আমার আজকের আর্টিকেল এর বিষয় ধুমপান নয়! ধুমপান যেমন ক্ষতিকর যেনেও করি তেমনি খারাপ কাজ জেনেও আমরা পরচর্চা করি। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের আর্টিকেলের বিষয় ' পরচর্চা'।

pexels-keira-burton-6147394.jpg

source

পরচর্চা একটি চর্চিত বিষয়। সারা বিশ্বেই এর চর্চা হয়। কোথাও কম কোথাও বেশি। আমাদের এখানে কেমন পরচর্চা হয় আমরা সবাই জানি। পরচর্চার র‍্যাংকিংয়ে আমরা বেশ উপরেই থাকবো মনে হয়। পরচর্চা একটি খারাপ কাজ, বাজে অভ্যেস, যা নিজের ও অন্যের ক্ষতি করে, সেটা অনেকেই জেনে ও অনেকেই না জেনে করে থাকে! অনেকেই আছেন পরচর্চা না করলে ভাত হজম হয় না! এজন্য পরচর্চাকারী হিসেবে আমাদের বেশ সুনাম আছে!!

কোন আড্ডা- আলোচনায়,ঘরোয়া পরিবেশে যে ব্যক্তি উপস্থিত নেই তার সম্পর্কে কুৎসা রটানো, অনুপস্থিত ব্যক্তিকে হেয় করাই পরচর্চা পরচর্চা একটি সামাজিক ব্যাধি। গর্হিত কাজ। পরচর্চায় শুধু যার সমালোচনা করা হচ্ছে সে শুধু ছোট হয় না, যে বা যারা সমালোচনা করছে সে বা তারাও ছোট হয়। কারো পরচর্চা করতে হলে তার উপস্থিতিতে করাই উচিত, তাতে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। নিজের অবস্থান তুলে ধরতে পারেন। অপরাধী হলেও নিজের অবস্থান তুলে ধরার অধিকার তার আছে। পরচর্চার ক্ষতিকর দিক হচ্ছে যে ব্যক্তির সমালোচনা করা হচ্ছে পরিচিত সার্কেলে তার ব্যক্তি জীবন বিষিয়ে উঠতে পারে। অন্য বন্ধুরা, তার সম্পর্কে নেতিবাচক ধারনা পোষণ করতে পারে। একপর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে সম্পর্কের অবনতি ঘটে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। আর একটি কথা পরচর্চা কারী ব্যক্তি সাময়িক মনোযোগ আকর্ষণের জন্য অন্যের নিন্দা করে তিনি ভাবতে পারে না যার কাছে অন্যের নিন্দা করলেন তার কাছে তিনি ব্যক্তিত্বহীন হয়ে গেলেন। ব্যক্তিত্ববান মানুষ কখনো পরচর্চা করেন না।।(ক্রমশ)