জেনারেল রাইটিং।। ভার্চুয়াল রিয়েলিটি।। (Virtual reality)
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
প্রথমেই আপনাদের সাথে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টাকে শাব্দিকভাবে বিশ্লেষণ করে নিই। তারপরে বিস্তারিতভাবে আলোচনা করবো। প্রথমেই বলে রাখি এই ভার্চুয়াল রিয়েলিটি শব্দ দুটোর সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৩৮ সালে। এই শব্দটি ব্যবহার করেছিলেন ফরাসি কবি ও নাট্যকার অ্যান্টনিম আরচিউড। সে সময় তার লেখা একটা বিখ্যাত বইয়ের মধ্যে এই শব্দটার ব্যবহার করেন। সমসাময়িক সময়ে তার পরবর্তীতে মোর্টন এল হেলিক নামক এক বিখ্যাত ব্যক্তি তার নিজের আবিষ্কৃত একটি যন্ত্র সেন্সরামা সিমুলেটর এর সাহায্যে এই ভার্চুয়ালিটির আত্মপ্রকাশ ঘটান।
তবে প্রকৃতপক্ষে মানুষের মাঝে এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে ব্যাপকভাবে সাড়া তৈরি হয় আশির দশকের মাঝামাঝি সময়ে হতে। আর ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার ভিপিএল রিসার্চ কর্পোরেশনে একটি গবেষণা করা হয়। আর এই গবেষণা করেছিলেন কম্পিউটার হ্যাকার লেনিয়ার। তারপর থেকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলি এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে গবেষণা করে যাচ্ছে সেই সাথে তারা সাফল্যও পাচ্ছে।
ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা হচ্ছে কোন বিষয়কে বা কোন কাল্পনিক বিষয়কে বাস্তবিকভাবে উপলব্ধি করার মাধ্যম যা সফটওয়্যার এর মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা হয়। তবে ভার্চুয়াল রিয়েলিটির এই বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য বেশ কিছু পদ্ধতির অবলম্বন করতে হয়, যেমন:-চোখের বিশেষ গ্লাস, হেলমেট তারপরে হাতেও বিশেষ ধরনের গ্লোবস পড়তে হয়। যাতে করে ব্যবহারকারীকে কোনভাবেই ঝুঁকির মধ্যে পড়তে না হয়। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার জন্য যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে, python,peral,VRML,opengl,C++ ইত্যাদি।
বর্তমান সময়ে ভার্চুয়াল রিয়েলিটির চতুর্দিকেই অনেক বেশি সাড়া পড়েছে। কেননা ভার্চুয়াল রিলেটির মাধ্যমেই বর্তমান সময়ে google এমন জিনিসের আবিষ্কার করেছেন যেটার মাধ্যমে যে কেউ তার আত্মীয়-স্বজনদের সাথে বাস্তব জীবনের ন্যায় বিভিন্ন ধরনের মজা উপভোগ করতে পারবে। আর এই সিস্টেমটাকে বলা হয় লাইভলি (Lively) চ্যাটিং সার্ভিস। বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1913256616708940104?t=OQS2PZf0PWBHIjqhzCrzOA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1913257619722305823?t=diLvBr4cdmzhdeIw1iFI_g&s=19
https://x.com/mdetshahidislam/status/1913259468743139798?t=G8wZ00RuhF0JcnQxUZtb4Q&s=19
https://x.com/mdetshahidislam/status/1913261392347775420?t=3Q1uEhKskyeqsg1WXp24gw&s=19
https://x.com/mdetshahidislam/status/1913262066552680596?t=9ogFXMWSs5Y3KU6RG8e4sQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1913262663599030542?t=BG27OEfDeekmS7TK_0cStA&s=19
https://x.com/mdetshahidislam/status/1913263339645681921?t=CbAuWJf3CBevdppkiy8KiQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1913264067009187904?t=yBVUOtsQ9_Y1MLnIghdheg&s=19