জেনারেল রাইটিং//পরিস্থিতির কাছে মানুষ বড্ড অসহায়//
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমাদের জীবনটা কতইনা ছোট।কিন্তু তারপরও আমরা প্রতিনিয়ত নিত্যনতুন পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যাই।বরাবর আমরা চিন্তা করি জীবনে কিভাবে সাফল্যের শীর্ষ শিখরে পৌছানো যায়।কিভাবে ধনপতি হওয়া যায়। আজকের বর্তমানে বসে আগামী জীবনের পরিকল্পনা সাজিয়ে ফেলে।যে সেই ব্যক্তি তার জীবনে আগামি পাঁচ বছর পর কি কি করতে চায়।কিন্তু পরিস্থিতি যদি ভালো হয় তাহলে তাকে খুব সহজেই সাফল্যের সঙ্গে দেখা করাবে।
আর যদি কপাল খারাপ হয় তাহলে জীবন কোথা থেকে কোথায় চলে যেতে পারে তার চিন্তাও আমাদের নেই।কত আশা স্বপ্ন নিয়ে পথ চলা লোকটাও একটা সময় গিয়ে নিজেকে শূন্যতায় অনুভব করে।তার জন্যে হয়তো দায়ী তার নিজের ভুল পদক্ষেপ বা ভুল জায়গা গুলোতে ভুল মানুষদের বিশ্বাস করা। একটা মানুষ তার নিজের জীবনে ভবিষ্যতের জন্য কতই না পরিকল্পনা গ্রহণ করে থাকে। কিন্তু ক'জনই বা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে আর ভবিষ্যতের সেই প্লানিং এ সাকসেসফুল হতে পারে?
এরকম খুব কম মানুষ হয়ে রয়েছে যারা তাদের প্ল্যানিংয়ে সাকসেসফুল হয়েছে। তবে যারা সাকসেসফুল হয়েছে তাদের জীবনেও অতীতের এক বেদনা বিদুর ঘটনা থেকে যায়। পরিস্থিতি মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যে যেটা সে নিজের কল্পনাতেও রাখে না। এমন এক অসহায়ের জায়গায় নিয়ে যায় যেটা সে মানুষের কাছে শেয়ারও করতে পারেনা। আবার কিছু কিছু জায়গায় মানুষকে এমনভাবে গুটিয়ে দেয় যে মনে হয় যেনো জীবনে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।
কিছু কিছু সময় আসে যেখানে মানুষকে এতটাই অসহায় মনে হয় যেনো সে কোনো রকমে বেঁচে আছে। কিন্তু তার এই অসহায়ত্ব পূর্ণ রূপ এর পূর্বে তার জীবনেও এক উজ্জ্বল ময় সময় ছিল যেটা পরিস্থিতি উল্টিয়ে দিয়েছে। যাই হোক আমি এটাই আশা করবো যে,পরিস্থিতি যতই অসহায় করুক না কেনো ,আমাদের কখনোই মৃত্যু কামনা করা যাবে না। মনে প্রচেষ্টা রাখতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আশা করা যায় স্রষ্টা কোনো দিক থেকে সফলতা দিবেই। সে হোক কোনো ভালো মানুষের মাধ্যমে। অপেক্ষা করতে হবে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
$steem
#steemit
#sbd
#poetry
@abbcommunity
জেনারেল রাইটিং//পরিস্থিতির কাছে মানুষ অসহায়//
"জীবন আসলেই অদ্ভুত এক সফর—এখানে কখন কী ঘটে যাবে, তা কেউ জানে না। তবুও আমরা স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কখনো পরিস্থিতি আমাদের পক্ষে আসে, আবার কখনো বিপরীত। কিন্তু হার না মানার মানসিকতাই মানুষকে জীবনের কঠিনতম সময়েও বাঁচিয়ে রাখে। হতাশা যতই গভীর হোক না কেন, মনে রাখতে হবে—অন্ধকার রাতের পরই আসে প্রভাত। তাই যত কষ্টই হোক, আশা ও বিশ্বাসের আলোকে আঁকড়ে ধরেই এগিয়ে যেতে হবে।