অহংকার পতনের মূল।
সবাইকে শুভরাত্রি।
কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। একটু গ্রামে গিয়েছিলাম গ্রামে একটা বিয়ের দাওয়াত ছিল। তা শেষ করে আসতে আসতে একদম সন্ধ্যা বেলায় ফিরে আসি বাসায়। সব কাজ জমা হয়ে গেল আজ। ভাবলাম আজকে একটি জেনারেল রাইটিং করবো। প্রতিদিন পোস্ট করতে করতে পোস্টের একটি ধারাবাহিকতা হয়ে গেছে এক দিন পোস্ট না করলে ভাল লাগেনা। তো অনেক রাত হয়ে গেল আজকে পোস্ট লেখা শুরু করে দিলাম আর কথা না বাড়িয়ে।
অহংকার
আজকে যেই বিষয় নিয়ে লিখব সেটি হচ্ছে যে অহংকার। আসলে অহংকার এমন একটি জিনিস যা আমাদের চারপাশের মানুষ থেকে আমরা সেই জিনিস টা আঘাত হিসেবে পেয়ে থাকি। যা আমরা খুব বেশি উপলদ্ধি করতে পারি। অহংকার এমন একটি জিনিস যা একটি মানুষ তার টাকা পয়সা কিংবা ধন-সম্পদের দাপটে মানুষকে অনেক নিচুতে নামাতে বাধ্য করে। তবে অহংকার নামে ছোট হলেও এর ব্যাপকতা অনেক বড়। অনেক মানুষ আছেন যারা অনেক সম্পদের কিংবা টাকা পয়সার অধিকারী হয়। কিন্তু সাথে থাকে অনেক অহংকার। আবার অনেক মানুষ আছেন যাদের প্রচুর টাকা কিংবা সম্পদ থাকে কিন্তু অহংকার করেনা বরং মানুষের উপকার করেন। এমন মানুষ আমাদের সমাজে আছেন আবার অহংকার করে এমন লোকের সংখ্যা ও কম নয়।
অহংকার করা উচিত একমাত্র সৃষ্টিকর্তার। কারণ এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র সৃষ্টিকর্তা। কিন্তু এই দুনিয়াতে আমরা সবাই অস্থায়ী। আমরা সবাই দুনিয়াতে যেমন অস্থায়ী ঠিক তেমনি আমাদের টাকা পয়সা কিংবা ধন সম্পদ সব কিছু অস্থায়ী। আমাদের জীবন যেমন ক্ষণস্থায়ী তেমনি টাকা পয়সা ধন সম্পদ সবকিছু হচ্ছে ক্ষণস্থা্যী।াআজ আমার আছে আবার কাল নাও থাকতে পারে। যেখানে নিজেদের জীবনে কোন নিশ্চয়তা নেই সেখানে সম্পদের অহংকার কিংবা দাপট্য করার কোন মানে হয় না। কিন্তু এমন কিছু লোক আছে যারা টাকা-পয়সা কিংবা ধন সম্পদের অহংকারে মানুষকে মানুষ মনে করেনা।
তো আমরা সবাই জানি যে অহংকারের পরিণাম কি হতে পারে। ধরেন আপনার আজকে অনেক ধন সম্পদ কিংবা টাকা পয়সা আছে। কিন্তু তার অহংকারে আপনি আপনার আত্মীয়-স্বজন কিংবা কাছের মানুষের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করতেছেন। প্রতিনিয়ত টাকার অহংকারে হিংসে করে যাচ্ছেন কিংবা অন্যের অধিকার চিনিয়ে নিচ্ছেন। কিন্তু আপনি যাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন সেও একদিন অনেক টাকার মালিক হতে পারেন। তখন সেদিন আপনি অনেক গরীব হয়ে যেতে পারেন। এই হচ্ছে দুনিয়ার নিয়ম নীতি এবং পরিণতি। কেউ অন্য জনের সাথে সম্পদের অহংকার দেখানোরপরিণতি কিন্তু সে নিজের ও ভোগ করবে একদিন।
এই দুনিয়াতে যত বেশি বিনয় হওয়া যায় তত বেশি ভালো। কারণ বিনয়ীকে সবাই পছন্দ করে। যত বেশি অহংকার করবেন তত বেশি নিজের ক্ষতি করবেন। কারণ অহংকার হচ্ছে পতনের মূল। কেউ কখনো অহংকার করে বড় কিংবা মহৎ হতে পারে নাই বরং ছোট হয়ে যায় সবার দৃষ্টিতে। এবং এক সময় সেই অহংকারের প্রতিদানে বিরাট মূল্য দিতে হয়। আমাদের সমাজে কিংবা আশে পাশের এমন অনেক মানুষ আছেন যাদের অহংকারের পরিণতি অনেক খারাপ অবস্থা আজ। নিজের চোখে অনেক মানুষকে দেখেছি ধ্বংস হয়ে যেতে নিমিষেই।
তাই আমাদের সকলের উচিত অহংকার নয় সবার প্রতি খুব সুন্দর সহযোগিতা মূলক আচরণ করা। কারণ অহংকার করলে সেই অহংকারের প্রতিদান হিসেবে খুব খারাপ মূল্য দিতে হয় একদিন। যার পরিণতি খুব খারাপ হয়। সে খারাপ পরিণতিটা স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই অহংকারীকে দিয়ে থাকেন। তাই আসুন সবাই মিলে অহংকার পরিহার করি। সবাই মিলে খুব সুন্দরভাবে মিলেমিশে জীবন যাপন করি।

লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | ভিকটিজি ডট কম |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
রাইটিং ক্রিয়েটিভিটি | @samhunnahar |
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি বিজিট করার জন্য।
🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/74pfna
অহংকার নিয়ে সুন্দর লিখেছেন। সত্যি বলেছেন আপু যেখানে আমাদের নিজের জীবনের নিশ্চয়তা নেই সেখানে তো টাকা পয়সার অহংকার করা ঠিক নয়।কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অহংকার করে ধ্বংস হয়ে গেছেন।আর এটা একদম বাস্তব অহংকার পতনের মূল। তবে আমাদের সবারই উচিত অহংকার না করে মিলেমিশে চলা।আপনার জন্য শুভকামনা রইল।
অনেক বাস্তব কথা আপু কিছু ছোট লোক আছেন হঠাৎ বড়লোক হয়ে গেলে মানুষকে চোখে দেখে না অহংকারের কারণে।
আমাদের ইসলাম বলে দিয়েছে কখনো অহংকার করো না। অহংকার মানুষের পতনের মূল। পৃথিবীর বুকে অহংকার করে টিকেয়ে রয়েছে এমন মানুষের সংখ্যা খুবই কম। সারা পৃথিবীর যে মালিক শুধু তাকে অহংকার করা মানায়। অহংকার মানুষকে ধ্বংস করায়। আপু আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাটি পড়ে খুব ভালো লেগেছে ধন্যবাদ।
একদম ঠিক বলছেন ভাইয়া আসলে অহংকার করে বেশিদিন দাপট্য কে টিকে রাখা যায় না একদিন না একদিন ধ্বংস হয়ে যায়।
অহংকার নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আপু আপনার এই পোস্ট পড়লে বোঝা যায় যে অহংকার করাটা কতটা ভয়াবহ। আসলেই অহংকার একমাত্র সৃষ্টিকর্তাকেই মানায় তিনিই একমাত্র সকল কিছুর সৃষ্টিকারী কিন্তু আমরা মানুষ এটা কখনোই বুঝতে চাই না বা বুঝতে পারিনা। অনেক বেশি অহংকারের কারণে যে মানুষের পতন ঘটে সেটা হয়তো আমরা অনেকেই জানিনা তাই আমাদের সকলের উচিত অহংকারকে বর্জন করা। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মতামত দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য।
Twitter Share Link