জেনারেল রাইটিং: খারাপ বুদ্ধি সর্বদা, সর্বনাশের কারণ।
আসসালামু আলাইকুম
জেনারেল রাইটিং পোস্ট
মহান সৃষ্টিকর্তা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। একমাত্র মানুষের সবচেয়ে বেশি জ্ঞান সম্পন্নভাবে তৈরি করেছেন। তাই মানুষ নিজের বিবেক দ্বারা পরিচালিত হতে পারে। নিজের বিবেক দ্বারা ভালো-মন্দ যাচাই করতে পারে। কিন্তু সমাজের লক্ষ্য করা যায় কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা খারাপ বুদ্ধি দিয়ে বোকা শ্রেণীর মানুষগুলোকে ধোকা দিয়ে থাকে। অনেক বোকা ছেলে মেয়ের মানুষ রয়েছে নিজের বিবেক দ্বারা পরিচালিত না হয়ে অন্যের কথায় পরিচালিত হয়। আর এই সুযোগটা গ্রহণ করে চালাক চতুর শ্রেণীর ধোঁকাবাজ মানুষরা। তাই খুব সহজে সহজ সরল মানুষগুলো অন্যের ধোঁকায় পড়ে যায়। আর এই কারণে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হয়তো কিছু কিছু ক্ষতির কারণ আমরা উপলব্ধি করতে পারি আবার কিছু কিছু ক্ষতির কারণ উপলব্ধি করতে পারি না। অন্যকে ক্ষতি করার মধ্য দিয়ে আনন্দ পেয়ে থাকে ধোঁকাবাজরা। কিন্তু সেই খারাপ বুদ্ধির প্রভাব একদিন নিজের উপরে এসে পড়ে সেটা কখনোই বুঝতে চায় না। বিষয়টা আরো সহজ ভাবে বলি।
একজন ব্যক্তির ফসলের মাঠে ব্যাপক ফসল হয়েছে। কিন্তু ফসলের জমিগুলোর পাশে রয়েছে অনেক ঘর বাড়ি। সেই বাড়িগুলোতে রয়েছে অনেক গরু ছাগল। সেই ছাগল গরুতে প্রায় ফসলের জমিতে যেত এবং ফসল খেয়ে ফেলত। একজন ছাগলের মালিক চেষ্টা করতেন ছাগল গরুকে দেখে রাখার। প্রয়োজনে বেধে রাখতেন। কারণ তিনি অনেক সৎ এবং ভালো মানুষ। তাদের মনের মধ্যে এমন চিন্তা নেই যে ফসল গুলো ধ্বংস করে দেই। কারণ দূর থেকে একজন মানুষ ফসল উৎপাদন করছে আর সে গরু ছাগল দিয়ে নষ্ট করে দিবে। তার বিবেকে বাঁধে। ভালো মানুষটা,নিজের সর্বোচ্চ চেষ্টা করে ছাগল গরুর সামনে রাখতে। তবুও মাঝেমধ্যে ফসলের জমিতে ছাগল লেগে পড়ে। সাথে সাথেই ছাগলের মালিক ছাগলকে কন্ট্রোল করে। কিন্তু পাড়ার অন্যান্য মানুষেরা এ ব্যক্তির মত সজাগ নয়। তারা তাদের গরু ছাগল কন্ট্রোল করে না। মূলত ভালো মানুষটাই মাঝেমধ্যে অন্যান্য লোকের ছাগল গরু ফসলের জমি থেকে তাড়িয়ে দিয়ে ফসল গুলো বাঁচানোর চেষ্টা করে। ফসলের মালিক একদিন দেখলেন ভালো মানুষটা ফসলের জমি থেকে ছাগল গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে ভালো লোকের একটা ছাগল ছিল না। ফসলের মালিকের উপকার করার জন্যই ভালো বক্তৃতা তার দায়িত্ব পালন করছে। ফসলের মালিক ভুল বুঝে ভালো মানুষটার সাথে ঝগড়া বিবাদ করলেন। কিন্তু ভালো মানুষের মনে সব সময় ভালো চিন্তা। তিনি কিছুতেই ভালো মানুষকে বুঝতে চাইলেন না। ফসলের জমি আলা মানুষটার মনের মধ্যে অনেক জেদ চলে আস, তার মনের মধ্যে ভুল ধারণা থাকল যে ওই ব্যক্তি ছাগল গরু ফসলের মাঠ থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল নিশ্চয়ই তার ছাগল হবে সব। বিষয়টা পাড়ায় একজন ব্যক্তির সাথে আলোচনা করলো। পাড়ার একজন ব্যক্তি তাকে কুপ পরামর্শ দিল। সে ফসলের জমি না ঘিরে জায়গায় জায়গায় বিষ রাখলেন। এতে দেখা গেল পাড়াগাঁয়ের অন্যান্য ব্যক্তিদের ছাগলে সাথে সেই জমি আলার ছাগল ফসল খেতে এসেছে। অবলা প্রাণী কোথা থেকে কোথায় চলাচল করে কেউ বলতে পারবে না। সেই ভালো মানুষের ছাগল গুলো সবসময় দেখে রাখতে বলে কাঙ্খিত দিন ফসলের জমিতে যেতে পারে নাই। ভালো মানুষের ছাগল গুলো বেঁচে গেল। এদিকে পাড়ার কয়েকজনের ছাগল সহ ফসলের জমি আলার ছাগল ফসল খাওয়ার পাশাপাশি বিষ খেয়ে ফেলল। এতে দেখা গেল ফসলের জমি আলার ছাগল নষ্ট হলো পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হলো। কার বুদ্ধিতে সে এমন বোকামি করেছে এটা প্রকাশ পেল। দেখা যাচ্ছে বুদ্ধিদাতারও জরিমানার সম্মুখীন হতে হল।
এতে আমরা বুঝতে পারলাম। কখনো মাথা গরম করতে নেই এবং অন্যের সাথে খারাপ আচরণ করতে নেই। এই সুযোগেই খারাপ বুদ্ধি দেওয়া মানুষেরা সুযোগ নিয়ে বসে। আর খারাপ কাজ করার মধ্যে দিয়েই দেখা যাচ্ছে অন্যের ক্ষতি হওয়ার পাশাপাশি নিজের ক্ষতি হয়ে যায়। ঠিক তেমনি এই বিষয়ে আমরা লক্ষ্য করে দেখেছি। ফসলের মালিক রাগ দেখিয়ে খারাপ মানুষের বুদ্ধি নিল। এখানে খারাপ ব্যক্তিসহ ফসলের মালিক ক্ষতিপূরণে সম্মুখীন হল। পাশাপাশি অন্যান্য ব্যক্তিদের ছাগল নষ্ট হয়েছে তারাও শত্রু হয়ে গেল। তাই আমাদের সব সময় একটু বুঝে চলার চেষ্টা করতে হবে। যেন অন্যের বুদ্ধিতে নিজের পায়ে কুড়াল মারা না হয়। সবকিছুতেই নিজেদের বিবেক দিয়ে একটু চললেই ভালো-মন্দ যাচাই করতে পারা যাবে। হঠাৎ অন্যের দেওয়া বুদ্ধিতে চলতে গেলে যে কোন বিপাকে পড়তে হবে। আর এতে বড় পর্যায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei P30 Pro-40mp |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আপু আপনি কথাগুলো অনেক সুন্দর বলেছেন তবে এখানে আমি দুজনার দোষ দেখতে পাচ্ছি। কেননা যার ছাগল অর্থাৎ ছাগলের মালিক যদি ছাগলকে ঠিকঠাক ভাবে রাখে তাহলে আর ধানগুলো খেতে আসতে পারতো না। আবার মালিকের নিজের ফসল নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখে তারও ভীষণ রাগ হয়েছে। কিন্তু অন্যদের কোন খারাপ কথা তা শোনা উচিত হয়নি। তাই আমার মতে সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। তাহলে সবকিছু সম্ভব। ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
X--promotion
আমার আজকের কাজ সম্পন্ন
খারাপ বুদ্ধি দিয়ে কখনো ভালো কিছু হয় না।আপনি একটি ঘটনা দিয়ে এই বিষয়টিকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এটা খুব সত্যি কথাই।আর এজন্য অন্যের প্রতি খারাপ চিন্তা করতে নেই।তাতে নিজেরই ক্ষতি হয়ে যায়।
হ্যাঁ আপু, ঠিক বলেছেন
খারাপ বুদ্ধি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। সব সময় মানুষের ধ্বংস বয়ে আনে। আপনি ঠিক বলেছেন, খারাপ বুদ্ধি সর্বদা সর্বনাশের কারণ হয়ে থাকে। আমাদের সব সময় খারাপ চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হবে। খারাপ চিন্তা ভাবনা মানুষের ভালো মানসিকতা নষ্ট করে। ধন্যবাদ আপনাকে আপু।
একদম ঠিক কথা ভাইয়া
খারাপ চিন্তা দিয়ে ভালো কিছু আশা করা একেবারে বোকামি। আমরা যদি কোন খারাপ ধরনের বুদ্ধি দিয়ে ভালো কিছু করতে চাই তাহলে তা কখনোই সম্ভব হবে না৷ খারাপ কিছু কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না৷ আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷
এটা ঠিক বলেছেন