জেনারেল রাইটিং - জাগ্রত বিবেকের ব্যবহার

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

জেনারেল রাইটিং পোস্ট


IMG_20240414_094246_761.jpg



আমরা মানুষ, মহান সৃষ্টিকর্তা আমাদের বোধশক্তি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে মানুষের উপরে কোন প্রাণী কুল নেই, যাদের বোধশক্তি আমাদের চেয়ে বেশি। তবে দুনিয়াটা আমাদের জন্য সীমিত সময়ের। বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুসারে একজন মানুষ সর্বোচ্চ সত্তর বছর বাঁচে। আর মানুষের পূর্ণাঙ্গ বোধশক্তি চলে আসে দশ বছরের পরপরে। যে বোধশক্তি ব্যবহার মানুষের দৃষ্টিতে ভালো-মন্দ প্রকাশ পায়। ১০ বছরের নিচের মন্দ ব্যবহারগুলোকে অনেকে এড়িয়ে চলে, কারণ অনেকে বলে এখনো বয়স হয়নি বুদ্ধি হয়নি। তবে একজন মানুষের ব্যবহার নির্ভর করে প্রাথমিক পর্যায়ে তার পরিবারের শিক্ষার উপর। পারিবারিক নৈতিক শিক্ষা যে পরিবার রয়েছে সেই পরিবারের সন্তানদের মধ্যে সুন্দর নম্র ভদ্র ব্যবহার আশা করা যায়। অনেক সময় অনেক সন্তানেরা একটু উগ্রপন্থী বা রাগী হয়ে থাকে, তবে পরিবারের যদি সুন্দর শিক্ষা ও শাসন থাকে সে খুব সহজেই ভালো পর্যায়ে আসতে পারে, এতে কোন সন্দেহ নেই। যে পরিবারে যত বেশি নৈতিক শিক্ষা রয়েছে, সুশাসন রয়েছে, ধর্মীয় শিক্ষা রয়েছে সেই পরিবারে অবশ্যই সন্তানের ব্যবহার সুন্দর হবে।

এদিকে সমাজ মানুষকে ব্যবহার শিখাতে আরো অনেক শিক্ষা দিয়ে থাকে। পরিবার যেমন মুখ্য ভূমিকা পালন করে, কিছু কিছু ক্ষেত্রে সমাজ তার চেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে সুন্দর ব্যবহারের জন্য। একটা পরিবার যত ভালোই শিক্ষা দিক না কেন, সন্তানের যখন বোধশক্তি হবে একজন মানুষ যখন পরিবেশে চলবে সমাজে চলবে তখন দেখা যাচ্ছে সেই সমাজের মানুষের খারাপ আচরণ খারাপ ব্যবহার গুলো সে শিখতে থাকবে,পাশাপাশি ভালো আচরণ ভালো ব্যবহার গুলোও সে শিখতে থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যাদের মেজাজ একটু চড়া, পরিবেশের কাজকর্ম কথাবার্তা খারাপ, অনেকেই খারাপ ব্যবহারটা বেশি মাথার মধ্যে ধরে নিবে। আর এখান থেকেই সমাজের মধ্যে প্রকাশ পেতে থাকে একজন মানুষের ভালো-মন্দর ব্যবহার। ভালো-মন্দ ব্যবহারের পেছনে মানুষের অনেক কারণ থাকে। তবে যারা নম্র ভদ্র আর নৈতিক শিক্ষার অধিকারী,তারা অনেক সময় খারাপ ব্যবহারের সম্মুখে চলে গিয়েও নিজেকে কন্ট্রোল করতে জানে।


IMG_20240501_081826_899.jpg


আমরা হুজুরদের মুখে শুনেছি যে যত কম কথা বলবে তার জন্য পরকালে নাজাত বা মুক্তি মিলবে। কারণ মানুষ বেশি কথা বলার মধ্যে মিথ্যা বলে বেশি, খারাপ ব্যবহার করে থাকে বেশি। তবে যাদের সুন্দর বিবেক রয়েছে তারা কখনো খারাপ আচরণ করে না। খারাপ ব্যবহার এড়িয়ে চলে। কারণ আজকে আপনার সাথে যদি আমি খারাপ আচরণ করি, আমার নিজের মধ্যে কষ্ট লাগবে বা খারাপ লাগে যে একটা মানুষের মনে আঘাত দিয়েছি। এই যে নিজের মধ্যে এমন একটা মন মানসিকতা সেটাই বিবেক। আর এ বিবেক জাগ্রত আছে যার, যে বিবেক করে চলে তাদের ব্যবহার সুন্দর।

তাই আমি ১০০% নিশ্চিত বলতে পারি, যাদের জাগ্রত বিবেক রয়েছে তারাই সুন্দর ব্যবহারের অধিকারী। তাই আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এমন জাগ্রত বিবেক থাকে, বোধশক্তি থাকে সেই ভাবে সমাজটা গড়া প্রয়োজন। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর মন মানসিকতার অধিকারী হতে পারবে এবং বেড়ে উঠতে পারবে সুস্থ বিবেক নিয়ে। আর এরই মধ্য দিয়ে তাদের প্রতিনিয়ত পথচলা হবে সুন্দর ব্যবহার দ্বারা। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান বেশিরভাগ মানুষের ব্যবহার এতটা নিম্ন মন মানসিকতা, কথাবার্তা আচরণ দেখলে খারাপ লাগে। সুন্দর ব্যবহার বলে একটা শৃঙ্খলা রয়েছে সেটাই তারা বোঝে না। আমাদের সকলের উচিত সুন্দর ব্যবহারের অধিকারী হওয়া। আর এর মধ্য দিয়ে সুন্দর পরিবেশ গড়া।


IMG_20240501_092157_373.jpg


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s-50mp
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  
 last year 

আপনি একদম ঠিক বলেছেন আপু যাকে দেখবেন অনেক বেশি কথা বলছি তার কথার মধ্যে কিছু না কিছু মিথ্যে থাকে। কথায় আছে না জ্ঞানী লোক এ কথা কম কয়। যাইহোক তবে আমাদের আসল কথা হচ্ছে নিজের বিবেক বুদ্ধি সব সময় সচেতন রাখতে হবে। নিজেকে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের দরকার সঠিক বুদ্ধি ও বিবেক। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ জ্ঞানী মানুষেরা কম কথা বলে এবং যতটা বলে তার মধ্যে সত্য বেশি থাকে।

 last year 

এটা সত্যি বলেছেন আপু যাতে জাগ্রত বিবেক রয়েছে তারাই সুন্দর ব্যবহারের অধিকারী। যে ব্যক্তি যত কম কথা বলে সে ব্যক্তি তত কম মিথ্যা বলে এটা সত্যি বলেছেন। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট পড়ে বেশ ভালো লাগলো আপু।

 last year 

হ্যাঁ জাগ্রত বিবেকানারা তাদের জ্ঞান থেকে সঠিক বিচার বিবেচনা করে কাজ করার চেষ্টা করে।