জেনারেল রাইটিং :- হ্যাঁ এবং না কথা দুটো সব চেয়ে পুরনো এবং সব চেয়ে ছোট।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদের ও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করবে একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট। আমার পোস্ট হচ্ছে হ্যাঁ এবং না কথা দুটো সব চেয়ে পুরনো এবং সব চেয়ে ছোট শব্দ। আমরা প্রত্যেকদিন চলার পথে কথা বলার মাঝখানে হ্যাঁ অথবা না বলতে হয়। এই দুটি কথা খুব ছোট। এবং এই দুইটি কথা বলতে হলে আমাদেরকে অনেক বার চিন্তা করে বলতে হয়। কারণ এই দুটি কথা ছোট হলেও এ কথা দুটির ওজন অনেক বড়। কারণ হা এবং না কথা একদম ছোট। আর এই দুই কথা দিয়ে অনেক বড় বড় কাজের সমাধান দেওয়া হয়। আবার অনেক সময় এই কথাগুলোর কারণে মানুষ বিপদে পড়ে। এবং এই কথাগুলো বলে মানুষের মনের ভাব এবং সম্মতি প্রকাশ সঠিক এবং ভুল প্রমাণিত করে।
তবে প্রত্যেক মানুষ প্রত্যেকদিন চলার পথেই এই কথা দুটি বেশি বলে। তখন আপনাকে একটি মানুষ একটি কথা জিজ্ঞেস করল। তখন আপনি এই কথা বলে হ্যাঁ না বলে মনের কথা বলেছেন। তবে এ কথা বলতে হলে মানুষ চিন্তা করে এবং সময় নিয়ে বলতে হয় অনেক সময়। যখন দেখা যায় দুটি ভাই জায়গা সম্পত্তি নিয়ে কথা বলতেছে। আর ওই কথা এবং সমাধান করার জন্য হ্যাঁ না কথাগুলো খুব ভেবেচিন্তে বলতে হয়। আর এই কথাগুলো হুট করে বললেও কিন্তু আবার বিপদ হয়। কারণ এই কথাগুলোর মাঝখানে অনেক ধরনের কথা লুকিয়ে থাকে। আর এই কথা বলে ওই কাজের সমাধান এবং কথাগুলো সমাধান দেওয়া হয়।
তবে অনেকে বলে এই কথা দুটি একদম ছোট খুব সহজে বলা যায়। আর এই কথাগুলো বলতে হলে বারবার চিন্তা করতে হয়। কারণ হট করে এই কথাগুলো বললে অনেক সময় কাজে মত প্রকাশ করা যায় না। আপনি হ্যাঁ বলার জায়গাতে যদি না বলেন তখন আপনার ভালো ছাড়া বিপদ হবে। আর আপনি না বলতে গিয়ে যদি বলে হ্যাঁ বলে ফেলেন তখন আপনার বিপদ আছে। আর এই কারণে এই কথাগুলো বলতে হলে বারবার চিন্তা করে বলতে হয়। তবে ছোটকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক মানুষ হ্যাঁ এবং না কথা ব্যবহার করে থাকে এবং মত প্রকাশ করে থাকে। আর এই কথাগুলো শুনতে অনেকের কাছে অনেক সময় ভালো লাগে। আবার অনেকের কাছে এই কথাগুলো একদম তেতো লাগে।
কারণ হ্যাঁ বলতে গেলে আপনি চিন্তা করে বলবেন। আর অনেক সময় আপনি হ্যাঁ বলতে গিয়ে বারবার চিন্তা করে যখন বললেন অন্যের ক্ষতিও হতে পারে। তবে আপনার উপকার এবং আপনার মত প্রকাশ করতে পেরেছেন হ্যাঁ বলে। আর যে মানুষ চিন্তা না করে খেয়াল না করে কথা বলবে তখন হা এবং না এর দুটি সঠিক ভাবে বলতেও পারবে না। তবে অনেকে বলে যখন মানুষ সচেতন থাকে তখন মিথ্যা বলার চেষ্টা করে হ্যাঁ এবং না দিয়ে। আবার অনেকে বলে যখন মানুষ অসচেতন থাকে তখন সঠিক হ্যাঁ এবং না উচ্চারণ করে। এই ক্ষেত্রে প্রত্যেক মানুষ হ্যাঁ বলে অনেক কিছু বুঝাতে পারে এবং মনের কথাগুলো সিদ্ধান্ত বলতে পারে। আর না বলে নিজের মনের কথা মানা করতে পারে।
আমি মনে করি এই দুটি কথা ছোট হলেও বলতে হলে মানুষ মাথার ব্রেন্ট এবং মনের ভিতর থেকে চিন্তা করে বলতে হয়। আর এই কথা দুটি ছোট বড় সবাই বলে হ্যাঁ না শব্দ। ভাই আমি মনে করি হ্যাঁ না দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। আর এই কথা দুটি উচ্চারণ যে সঠিকভাবে করতে পারে না সে বিপদেও পড়ে। ভাই আমি মনে করি হ্যাঁ এবং না বলতে হলে অনেকবার চিন্তা করতে হয়। আর এই কথার কারণে সঠিক এবং না ও মনের অনেক কথা প্রকাশ করা যায়। আর আমরা প্রত্যেকদিন এই কথা দুটি অনেক ব্যবহার করি। অনেকে আবার বলে হ্যাঁ বলতে গিয়ে যখন না বলা হয় তখন অনেক প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়। আশা করি আমার এই টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1939676469132931553?t=n2hYaPsTwg3j9_4_z0arJw&s=19
https://x.com/Jamal7183151345/status/1939540778109526259?t=CvfCc2MdS4EDLXTdnOjxSw&s=19
https://x.com/Jamal7183151345/status/1939541211687321760?t=n_Rs2vFEnPq9fCNzLwZnMQ&s=19
https://x.com/Jamal7183151345/status/1939541589858324933?t=jIetV6QLaGTsvn04vgWBeg&s=19
https://x.com/Jamal7183151345/status/1939542178357002674?t=UvMpE5Qhtwe1tpRBDeCjjA&s=19
https://x.com/Jamal7183151345/status/1939942754148094044?t=nOtPfst8D9Whqkv0VGyszw&s=19