জেনারেল রাইটিং :- হতাশার সবচেয়ে সাধারণ রূপ হল নিজের মতো না হওয়া।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG_20250713_122414.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আর আমার টপিক হচ্ছে হতাশার সবচেয়ে সাধারণ রূপ হল নিজের মতো না হওয়া। আমাদের মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে হতাশা বেশি কাজ করে। আর হতাশার কারণে মানুষ অনেক সময় একদম ভেঙে পড়ে। আর হতাশার সাধারণ রূপ হচ্ছে নিজের মত কিছু না হওয়া। যখন একটি মানুষ কাজ নিজের মতো না হলে ওই সময় মানুষ একদম ভেঙে পড়ে। আর ওই সময় মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে। হতাশার কারণে মানুষ অনেক সময় মৃত্যুর দিকে গেলে পড়ে। হতাশা মানুষকে একদম ভেঙে ফেলে দেয়।

অনেক সময় দেখা যায় কিছু মানুষ কোন কাজ নিজের মতো করার চেষ্টা করে। আর ওই কাজ যখন নিজের মন মতো না হয় তখন মনের মধ্যে হতাশা কাজ করে। আর হতাশা যখন কাজ করে তখন মানুষ ভেঙ্গে পড়ে এবং তাদের মনে খারাপ চিন্তা আসে। অনেক সময় অনেক মানুষ হতাশার কারণে আত্মহত্যা করে। কারণ হতাশা কেটে অনেক সময় অনেক মানুষ দাঁড়াতে পারে না। আর এই হতাশার মূল কারণ হচ্ছে কোন কিছু নিজের মতো না হওয়া। তবে মানুষ চেষ্টা করে নিজের মতো কিছু করার জন্য। হয়তোবা সময় এবং পরিবেশের কারণে নিজের মতো করে কিছু করতে পারে না। আর এই কারণে মানুষ হতাশ হয়ে পড়ে।

আর আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে কম বেশি হতাশার রূপ দেখা যায়। আর এই হতাশার মূল কারণ হচ্ছে মনের মত কাজ না হওয়ার জন্য। আর মানুষ চেষ্টা করলে হতাশা কেটে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। যদিও প্রেক্ষাপট একটু ভিন্নরকম থাকতে পারে। কারণ হতাশার মধ্যে আবার অনেকে ঘুরে দাঁড়ায়। আবার হতাশার কারণে কিছু মানুষ একদম নিচ্ছ হয়ে যায়। তাই প্রত্যেক মানুষ হতাশার মধ্যে ভেঙে না পড়ে চেষ্টা করা দরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যাক কিছু মানুষ মানুষকে পেরেশানি করে হতাশার দিকে ঢেলে দেয়। এই কারণে অনেক সময় মানুষ নিঃস্ব হয়ে যায়।

হতাশা তখন গেঁথে বসে যখন নিজেকে হারিয়ে ফেলি অন্যের কাছে। কিছু মানুষ অন্যের কাছে যখন ব্যথ হয়ে হতাশ হয় তখন মানুষ ভেঙ্গে পড়ে। আর ওই সময় মানুষ নিজেকে গুড়িয়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারে না। আবার অনেক মানুষ দেখা যায় অন্যের উপর নির্ভরশীল এই কারণও হয়ে থাকে। আবার দেখা যায় নিজের মত না থাকলে মন খাঁচায় বন্দি হলেও মানুষ হতাশার জন্মদিন। কারণ কিছু মানুষ আছে নিজের মত থাকার চেষ্টা করে। অথচ তারা খাঁচায় বন্দী হয়ে যায় পরিবেশের কারণে। তখন হতাশার জন্ম হয়ে থাকে। কারণ হতাশা তখন মানুষকে তিলে তিলে নিঃস্ব করে ফেলে। আর মানুষ চাই মুক্তভাবে চলাফেরা করার জন্য।

আমার কিছু মানুষ আছে সত্যকে চাপা দিয়ে হতাশার জন্মদিন। চেষ্টা করে সত্য কথা বলার জন্য। হয়তোবা সময় এবং পরিবেশের কারণে সত্য কথা বলতে পারে না। তখন ওই মানুষ হতাশায় ভোগে। এবং মনের বৃত্তে অন্যরকম কাজ করে। মন চায় সত্য বলার জন্য। আর সত্য চাপা দিয়ে তারা সব সময় নিজের মনের সাথে যুদ্ধ করে হতাশ হয়ে যায়। আবার কিছু মানুষ আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করে। আর নিজের মতো করে বাঁচতে না পারলে মানুষ হতাশ হয়ে যায়। কারণ এরকম মানুষ অনেক আছে নিজের মতো করে বাঁচতে চাই। তখন তাদের লক্ষ্য গুলো সঠিক না থাকলে তারা হতাশ হয়ে পড়ে। এই ক্ষেত্রে মানুষ হতাশ হয়ে পড়ে। তবে মানুষের মধ্যে হতাশা বেশি কাজ করে। আশা করি আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg