জেনারেল রাইটিং:-ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।

in আমার বাংলা ব্লগlast month

IMG_20250328_122706.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনই একটি জেনারেটর পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। আমরা মানুষ আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু আছে। তবে বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা বেশি করে। তারা অতীত নিয়ে চিন্তা করে না। আর একজন মানুষ যখন ভালো অবস্থায় যায়। তখন জানতে হবে সে অতিতে কি করে সে কিভাবে এ পজিশনে আসলো। আসলে অতীত থেকে শিক্ষা নিলে ভালো কিছু করা যায়। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েদের কে বিয়ে দেওয়া হচ্ছে। তখন পরিবারের অতীত সম্পর্কে জানতে চাই। কারণ পরিবারের অতীত যদি ভালো হয় তাহলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ ভালো হবে। আর অতীত যদি খারাপ হয় ভবিষ্যতেও খারাপের দিকে যায়। তাই আমি মনে করি প্রত্যেকটি মানুষ অতীত জানা দরকার।

অতীতের ভুল থেকে যদি শিক্ষা না নেয়া হয়। তাহলে বর্তমান ও ভবিষ্যৎ জীবনে অনেক বাধা সম্মুখীন হয়। অতীতের ভুলভ্রান্তি ও ব্যর্থতা থেকে শিক্ষা নিরে ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর ও গোছানো হয়।এই কথা একান্ত ব্যক্তিগত জীবনে যেমন সত্য ও কেমনে সত্য ব্যক্তি জীবনের গন্ডি পেরিয়ে পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে। অতীত আমাদের জীবনে শুধু একটা অংশ। তাই অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ অতীতে ভালো-মন্দ অনেক কিছু ঘটতে পারে। ভবিষ্যৎ কে সুন্দর করার জন্য অতীত ছেয়ে দ্বিগুণ মনোবল নিয়ে কাজ করতে হবে। তাহলে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।

অতীতকে কি ভুলে যাওয়া ভালো? অতীতকে ভুলে যাওয়া খুব গুরুত্বপূর্ণ যদিও মানসিক প্রশান্তি দেয়। কিন্তু অতীতের ভুল শিক্ষা নিয়ে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। কারণ অতীত হস্তে ভবিষ্যতের মূল ভিত্তি। যদি ভিত্তি নড়বড়ে হয়। ভবিষ্যৎ তাহলে সুখময় হবে না। জীবন মানে প্রতিনিয়ত ভুল সংশোধন করা। তাই অতীতের ভুলগুলো সংশোধন করে। ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য হাতিয়ার হিসেবে পরিণত করতে হবে। কারণ এক ভূল বার বার করা যাবে না। একই ভুল বারবার করে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই ওই ভুল সংশোধন করে নিজের জীবনকে নিজের মত ঘুরে দাঁড়াতে হবে।

পরিশেষে বলা যায় অতীত হচ্ছে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানো শিক্ষনীয় জায়গা। অতীতে বারবার হোচট খেয়েও ঘুরে দাঁড়াতে হবে ভবিষ্যতের জন্য। যেমনটি ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীত সম্পর্কে জেনে কাজ করতে হবে। আর এখন দেখা যায় কোন লোক কারো সাথে লেনদেন করতে হলেও তার অতীত জানতে চাই। কারণ অতীতে সেই ভালো হলে ভবিষ্যতে সে ভালো করবে। আর অতীতে যদি সেই খারাপ লোক থাকে ভবিষ্যৎ সে খারাপ কিছু করার চিন্তাভাবনা থাকবে। এই কারণে সবাই যে কোন লোকের ভবিষ্যৎ থেকেও অতীত জানার চেষ্টা করে। আর অতি থেকে যদি আমরা কোন শিক্ষা নিতে পারি তাহলে ভবিষ্যতে সে শিক্ষা থেকে ভালো কিছু করা যায়। আর প্রত্যেক মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা এমনিতে বেশি করে।

তবে কিছু কিছু ক্ষেত্রে ভবিষ্যতের আগে অতীত নিয়ে চিন্তা করা দরকার। কারণ অতীত নিয়ে চিন্তা করলে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো ভালো হয়। তাই ভবিষ্যৎকে জানার জন্য আমাদের সবার অতি জানা বেশি দরকার। আর অতীতের শিক্ষাগুলো আমাদের জন্য বড় ভূমিকা পালন করে। কিছু মানুষ দেখা যায় অতীতে ভুল করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এবং অতীত থেকে শিক্ষা নিলে ভবিষ্যতের ফল ভালো হয়।তাই আমি মনে করি ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অতীত সম্বন্ধে জানতে হবে। আশা করি আমার টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg