জেনারেল রাইটিং :-যে নিজেকে অক্ষম ভাবে, সে ব্যক্তি জীবনে কখনও সফলতার মুখ দেখতে পায় না ।

in আমার বাংলা ব্লগ6 days ago

IMG-20250409-WA0001.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেটর পোস্ট শেয়ার করব। পোস্ট হচ্ছে যে নিজেকে অক্ষম ভাবে, সে ব্যক্তি জীবনে কখনও সফলতার মুখ দেখতে পায় না । আমরা মানুষ তাই জীবনে তাগিদে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আর মানুষের মধ্যে কাজের মাধ্যমে মানুষের তফাৎ বোঝা যায়। কিছু মানুষ আছে তারা যেকোনো কাজ করতে আগ্রহ থাকে। এবং ওই লোকগুলো মনে করে এই কাজ তাকে দিয়ে সম্পূর্ণ করা যাবে। কিছু মানুষ আছে যে কোন কাজে নিজেকে অক্ষম ভাবে। কারণ তাদের মনের মধ্যে সাহস বা নিজেকে এগিয়ে নেওয়ার চিন্তাভাবনা নেই। এবং নিজের মনের মধ্যে ভয় কাজ করে। এই লোকগুলো নিজেকে অক্ষম মনে করে। আর এই লোক গুলো কখনো সফলতার মুখ দেখেনা।

কারণ যে কোন কাজ করার সময় ভয় নিয়ে থাকে। হয়তোবা ওই কাজ তাকে দিয়ে অনেক সহজে হবে। কিন্তু ভয় নিয়ে কাজ করে বা করতে চায় না। ওই লোকগুলো কখনো সফলতার মুখ দেখেনা। কারণ তারা শুরু করার আগেই নিজেকে অক্ষম ভাবে। কারণ নিজেকে অক্ষম ভাবলে কখনো কোন কিছু করা যায় না। যেমন কাজের শক্তি থাকতে হবে তেমনি আগ্রহ থাকতে হবে। যে মানুষ আগ্রহ এবং শক্তি নিয়ে কাজ করে ঐ লোকগুলো যে কোন কাজের সফলতা অর্জন করতে পারে। সত্যি বলতে সাহস এবং মনোবল তাদের ভালো তারা কাজ করলে সফলতা অর্জন করতে পারে। আর যেই লোকগুলো প্রতিটি কাজে নিজেকে দুর্বল বা অক্ষম ভাবে। কখনো তারা আলোর মুখ দেখেনা।

আলো বলতে তারা সফলতার কোন মুখ দেখেনা। চেষ্টা করতে হবে মনোবল নিয়ে যেকোন কাজে নিজেকে এগিয়ে নেওয়ার। যেমন একজন ছাত্র যখন পরীক্ষা দিবে সে ভালোভাবে পড়ালেখা করে যদি মনোবল রাখতে পারে সে অনেকটা সফলতা স্পর্শ করে ফেলেছেন। কারণ সেই মনবল নিয়ে এগিয়ে গেল এই কারণে। আর যে ছাত্র নিজেকে অক্ষম ভাবে সেই ভালো রেজাল্ট করতে পারবে না। ওই ছাত্র সফলতার মুখ দেখবে না। কারণ তার কাছে চেষ্টা নেই। আর চেষ্টা না থাকলে কোন কিছুই করা যায় না। এমন অনেক মানুষ আছে নিজেকে একদম অক্ষম ভাবে। পড়ালেখা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য তারা ভয় করে। তাদের মনোবল থাকে না। এই লোকগুলো অন্যের কাছে এবং নিজের কাছে নিজেকে অক্ষম মনে করে।

আর অক্ষম ব্যক্তি কখনো সিদ্ধান্ত নিতে পারে না। আর ওই লোকগুলো কখনো সফলতা অর্জন করতে পারে না। এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিতেও পারেনা। আর এই লোকগুলো জিরো থেকে জিরোই থাকে। কারণ এই লোকগুলো কখনো জিরো থেকে হিরো হতে পারে না। কারণ তারা নিজেকে অক্ষম ভেবে কোন কাজে চেষ্টা করে নাই। আর যে ব্যক্তি নিজেকে অক্ষণ ভেবে বসে থাকবে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ চেষ্টা যদি না থাকে কখনো সফলতা এর মুখ দেখতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ আছে কাজ শুরু করার আগেই মনবল ভেঙে নিজেকে সরিয়ে নিলেন।

আর ওই লোকগুলো সফলতা অর্জনের চেয়ে নিজের ক্ষতি বেশি করেছে। কারণ ওই লোক নিজেকে অক্ষম ভাবলো। সে নিজের কাছে নিজে ছোট হয়েছে এবং অন্যের কাছে নিজেকে অক্ষম বানিয়েছে। আর এই লোকগুলো কারো কাছে দামও পায় না এবং কোন কাজের সফলতা অর্জন করতে পারে না। আর এই লোকগুলো কাউকে যদি পরামর্শ দেবে সেটি গ্রহণযোগ্য হয় না। আর এই অক্ষম লোক গুলো জীবনে কখনো সফলতার মুখ দেখতে পাই না। কারণ সফলতার মুখ যে একবার দেখে বিশ্বাস করে বারবার সফলতা অর্জন করার জন্য। আর অক্ষম ব্যক্তি গুলো হাত-পা থাকা সত্ত্বেও তারা কোন কাজে অগ্রগতি দেখায় না। সব সময় নিজেকে অক্ষম মনে করে। এ কারণে লোক গুলো আলোর মুখ বা সফলতার মুখ দেখতে পাই না। আশা করে আমার এই টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0001.jpg