জেনারেল রাইটিং || মানবতা

in আমার বাংলা ব্লগ2 months ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় থাকবে মানবতা। মানবতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করব এই পোস্টে। আমি মনে করি আমার এই মানবতা বিষয়ক জেনারেল রাইটিং পড়ে আপনাদের ভালো লাগবে।


IMG_20250215_211753.jpg

photo editing by Huawei mobile gallery app




মানুষ মানুষের জন্য। তাই একে অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানব ধর্ম। মানব ধর্মের অন্যতম গুণ হচ্ছে মানবতা। যার মধ্যে মানবতা রয়েছে তিনি একমাত্র পারেন অন্যের দুঃখ বুঝতে। মানবতা মানুষের মহৎ গুণ। এই মহৎ গুন অর্জন করেছে যে সমস্ত ব্যক্তিরা তারা কখনো থেমে থাকতে পারে না। তারা নিজের জন্য যা করে না করে তার চেয়ে বেশি অন্যের জন্য ভাবে। পাড়া-প্রতিবেশী দেশবাসী সকল চিন্তা তার মধ্যে কম বেশি থাকবে এবং সুযোগ পেলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। মানবতা বিভিন্ন রকমের হয়ে থাকে যার কোলে শেষ করা যাবে না। এর মধ্যে কিছু মানবতা রয়েছে যেগুলো একান্ত প্রয়োজন। আর এ মানবতার মধ্যে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করে থাকি নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, রক্ত প্রদান করা, স্বেচ্ছাসেবকের কাজ করা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে মানুষের কাজে নিজেকে নিয়োজিত করা।

মানবতার মধ্যে স্বেচ্ছাসেবকের যারা কাজ করে থাকেন তাদেরকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। কারণ স্বেচ্ছায় অন্যের উপকারে আসা মানুষের সংখ্যা বর্তমান দুনিয়াতে খুবই কম। বর্তমান সমাজের লক্ষ্য করা যায়, মানুষ সব হয়ে গেছে নিজের সুবিধাবাদী। নিজে কি পেলাম না, কি খেলাম না, কি হলো না এই নিয়ে মানুষ ব্যতিব্যস্ত থাকে। নিজের পাশের মানুষটার কি অবস্থায় আছে, কেমন আছে না আছে এই দিকে কোন দৃষ্টি থাকেনা। এমন শ্রেণীর মানুষগুলোর মধ্যে মানবতার কথা শোনা যায় কিন্তু মানবতার কাজ দেখা যায় না। আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি তাহলে অনেক কিছু বিশ্লেষণ করতে পারি। ৭১ সালে যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে তারা কিন্তু শুধু দেশপ্রেম দেখায়নি আরো দেখিয়েছে মানবতা। আমার রক্তের বিনিময়ে দেশের মানুষের রক্ত বাচবে, মা-বোনদের ইজ্জত বাঁচবে। আমাদের দেশ শত্রুমুক্ত হবে। আমাদের দেশের মানুষ স্বাধীন হয়ে বাঁচতে পারবে। এমন চিন্তা ধারা গুলো যাদের মধ্যে বেশি ছিল তারা কোন সময়ই রাজাকারদের কথায় মনোনিবেশ না করে দেশের জন্য লড়েছে।

একটা পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখি, স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে অনেকে কাজ করে থাকেন। যুগ যুগ ধরে দেখা যাচ্ছে কিছু শ্রেণী মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায় রক্ত প্রদানের জন্য। রক্ত সংরক্ষণ করে দেওয়ার জন্য। বিভিন্ন রোগের কারণে মানুষের রক্তের প্রয়োজন হয়। সে রক্ত সংরক্ষণ করে দেওয়ার জন্য ছোট ছোট স্বেচ্ছাসেবক দল গঠন করে ফেলে অনেকে। অনেকের বাচ্চা হওয়ার কারণে রক্তের প্রয়োজন হয়। অনেকের অসুস্থতার জন্য রক্তের প্রয়োজন হয়। অনেকের এক্সিডেন্ট এর কারনে রক্তের প্রয়োজন হয়। এই সমস্ত প্রয়োজনের মুখে যে সমস্ত মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নিজের শরীর থেকে রক্ত প্রদান করে থাকে। তারাই সত্যিকারের দেশপ্রেমিক এবং মানবতা ধর্মের মানুষ। আর এভাবেই দেশের মধ্যে বিভিন্ন সংস্থা মানবতার দায়িত্ব পালন করে থাকেন।

এক শ্রেণীতে মানুষ রয়েছে, যারা মানবতার নামে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গড়ে তুলছে অথবা চালাকচতুরি কৌশল গড়ে তুলছে। কিন্তু সহজ সরল মানুষেরা তাদের চিনতে ভুল করে। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। মানবতার নামে যে সমস্ত মানুষেরা মানুষকে ঠকায় তাদের থেকে এড়িয়ে চলতে হবে এবং চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। যে সমস্ত মানুষেরা মানবতা নামে প্রতারণা করে সেই সমস্ত মানুষেরা কখনো পরের উপকারে আসে না। তাই তাদের কোন সংগঠন দেখা গেলে বুঝে নিতে হবে দালাল চক্র। তাই আমাদের উভয় দিকে লক্ষ্য রাখতে হবে। আপনি যখন কোন সমস্যা সম্মুখীন হবেন অবশ্যই আপনি চাইবেন কোন মানুষ আপনার পাশে এগিয়ে আসুক মানবতা নিয়ে। আর এই মুহূর্তে মানুষকে চিনে সেবা নেওয়ার চেষ্টা করতে হবে। আবার নিজের মানবতাটা ঠিক রাখতে হবে অন্যের জন্য। এভাবেই মানবতার মধ্য দিয়ে গড়ে উঠবে সুন্দর একটি পরিবেশ। তাই আমাদের মনের মধ্যে সব সময় মানবতা বিদ্যমান রাখতে হবে। যে মানবতা শুধু নিজের জন্য নয়, দেশ ও জাতির কল্যাণে সহযোগিতা রাখবেন।




বিশেষ বিশেষ তথ্য


ব্লগিং ডিভাইসমোবাইল ফোন
বিষয়জেনারেল রাইটিং
আলোচনার বিষয়মানবতা
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার ও ব্লগার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 2 months ago 

আমার আজকের টাস্ক

Screenshot_20250215_213128.jpg

Screenshot_20250215_212549.jpg

 2 months ago 

মানুষ প্রকৃতির সেরা সৃষ্টি। তার জ্ঞান, বিবেক এবং সৃষ্টিশীল ক্ষমতা তাকে অন্যান্য জীবজন্তু থেকে আলাদা করেছে। মানুষ তার বিবেকবোধ দিয়ে ন্যায়-অন্যায়ের পার্থক্য করতে পারে এবং সমাজকে আরও উন্নত করার জন্য কাজ করতে পারে।কিন্তু বর্তমান সময়ে এই মানুষই আবার নিজের কর্মের দ্বারাই নিকৃষ্টতম প্রাণী হিসেবেও বিবেচিত হয়ে থাকে।যখন কোনো মানুষ অন্যায়-অন্যায় না দেখে শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য অপকর্মে লিপ্ত থাকে তখন তার মানবতা বলতে কিছু থাকে না।আপনি অনেক সুন্দর করে মানুষের মানবতা সম্পর্কে বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন যা দেখে খুবই ভালো লাগলো।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

আপনি অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া মানুষের মধ্যে অন্যতম গুন হচ্ছে মানবতা। যার মধ্যে মানবতা নেই তার মধ্যে কিছুই নেই। এই মানবতাকে কাজে লাগিয়ে অনেক মানুষ অনেক কিছু করে। কেউ ভালোর পথ বেছে নেয় আবার কেউ খারাপ পথ বেচে নাই। তবে আমাদের মন থেকে মানুষের প্রতি ভালোবেসে যে মানবতা জন্মায় এটাই আসল ‌‌। খুবই সুন্দরভাবে বাস্তবতা তুলে ধরেছেন ধন্যবাদ ভাইয়া।

 last month 

মানবতা মানুষকে মনুষত্ব প্রকাশ করে

 2 months ago 

মানবতা নিয়ে লেখা আপনার আজকের এই পোস্ট পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে মানবতা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে মানবিক মানুষ খুবই কম রয়েছে। সব সময় মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার মধ্যে মানবতা রয়েছে সে একজন প্রকৃত মানুষ। বাস্তবতাকে এতটা সুন্দর করে তুলে ধরেছেন দেখেই ভালো লেগেছে।

 last month 

জি ভাইয়া

 2 months ago 

আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। বর্তমানে মানবতা মানুষের মধ্যে খুব কমে দেখা যায়। কারণ বেশিরভাগ মানুষ এখন সুবিধাবাদী। অনেক সময় অনেক মানুষ দেখা যায় মুখে মানবতার কথা বলে। বাস্তবে কিছুই দেখা যায় না। সুন্দর করে পোস্টটি করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

দোয়া করবেন আরো যেন ভালো লিখতে পারি

 2 months ago 

বর্তমানে মানবতা নেই বললেই চলে। কারণ বেশিরভাগ মানুষ শুধুমাত্র নিজের কথাই ভাবে। অর্থাৎ বেশিরভাগ মানুষ এখন চরম স্বার্থপর। আর কিছু কিছু মুখোশধারী মানুষ আছে, যারা বুঝায় যে তাদের মধ্যে মানবতা বোধ রয়েছে। তাদেরকে অনেকে মানবতার ফেরিওয়ালা বলে। কিন্তু একসময় তাদের ভণ্ডামিও প্রকাশ পায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মানবতা নেই তাইতো আজকের সমাজে বিশৃঙ্খলা

 2 months ago 

মানুষ হিসেবে প্রত্যেক মানুষের হৃদয়ে মানবিকতা থাকা খুবই প্রয়োজন। আর যে মানুষের হৃদয়ে মানবিকতা নেই সেই মানুষ নয় অমানুষ । মানবিক বা, মানবিকতা মানুষের পরম ধর্ম। যে কোন পরিস্থিতিতে মানুষকে সহযোগিতা করে তার পাশে দাঁড়ানোর হচ্ছে মানবতা। ধন্যবাদ আপনাকে ভাই।

 last month 

হ্যাঁ ভাই ধর্ম এটা কিন্তু শিক্ষা দেয়