জেনারেল রাইটিং- ছত্র ছায়ায় থাকা

in আমার বাংলা ব্লগ11 days ago (edited)




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব। যে কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখালেখি করতে আমার ভালো লাগে। আমার আলোচনার বিষয় থাকবে রাজনৈতিক দলের ছাত্র ছায়ায় থাকা নিয়ে মতামত।


1000012570.jpg

photo editing by Infinix hot 50 pro mobile gallery




বর্তমান সময়টা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের সময়। যে দল ক্ষমতায় থাকে তাদের দাপট থাকে অন্যরকম। ক্ষমতাসীন দলের চেলাপেলারা নিজেদেরকে চার হাত মানুষের জায়গায় ৪০০ হাত বড় মানুষ মনে করে থাকে। মনে হয় যেন তারা ক্ষমতায় আসার পর পাহাড় সমান হয়ে গেছে, অসীম ক্ষমতার অধিকারী হয়ে গেছে। সবার মনোভাব এমন না হলেও সময়তে সময়তে ৮০-৯০% মানুষের মনোভাব এমন পর্যায়ে চলে যায় ক্ষমতার প্রভাবে এবং সমাজের টিকেট থাকতে গিয়ে। এমন একটা মুহূর্তে সবলরা দুর্বলের প্রতি অত্যাচারী হয়ে পড়ে। যে দল ক্ষমতায় থাকে সে দলের দাপটে ভিন্ন দলের মানুষদের অসহায় অনুভবটা বেঁচে থাকতে কঠিন করে তোলে। কিন্তু সবাই তো আর রাজনৈতিক বিষয়টা বোঝেনা তাই রাজনীতির ভিতর মাথা দিতে যায় না। এক্ষেত্রে দেখা যায় ক্ষমতাসীন দলের বিপক্ষে যারা ছিল তারাও বিপদের সম্মুখীন হয় এছাড়া যারা রাজনীতির ভিতরে থাকে না তারাও সময়তে সময়তে বিপদের সম্মুখীন হয়।

সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা রাজনীতির ভিতরে জড়িত হতে চায় না। নিজের কর্ম করে খাওয়া-দাওয়া করে নিজের জীবন জীবিকার তাগিদে কর্মে ব্যস্ত থেকে সংসারটাকে সুন্দরভাবে গড়ে নিয়ে যেতে চাই। এর মধ্যে কিছু ব্যক্তি যদি একটু টাকা-পয়সা হয়ে যায়, তখন তাকে পড়তে হয় প্রতিহিংসার সম্মুখে। দেখা যায় সমাজের কিছু মানুষ হিংসা করে তাকে থামিয়ে দিতে চাচ্ছে অথবা ধ্বংস করে দিতে চাচ্ছে। সামাজিক হিংসার মাধ্যমে ক্ষমতাসীন কিছু মানুষ তার উপর চড়াউ হচ্ছে। আমার একটা সময় চলে আসে যে সামাজিক হিংসা মানুষের হয়রানির শিকার থেকে বাঁচতে গিয়ে নিজেকে কোন ক্ষমতাসীন মানুষের ছত্রছায়ায় চলে যেতে হচ্ছে। আরে ছত্রছায়ায় যেতে গিয়ে অনেক টাকা খরচ করতে হচ্ছে এমন কি কেসকাচারির সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও কিসকাচারের হাত থেকে বাঁচতে গিয়ে আবারও ক্ষমতাসীন মানুষের ছত্রছায়ায় যেতে হচ্ছে।

আসলে মানুষের বেঁচে থাকতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সমস্যাগুলো দেশের কিছু কিছু মানুষের ক্ষমতার দাপটের কারণ হতে পারে। আমি এমন ও মানুষের জীবনধারা লক্ষ্য করেছি যারা রাজনীতি শব্দটাকে অনেক দূরে রেখে জীবন অতিবাহিত করেছে। কিন্তু কিছু অপ্রত্যাশিত ক্ষমতার অপব্যবহারকারী মানুষের বলিদান হতে হয়েছে সেই ভালো মানুষদের। সামান্য চাঁদা না দেওয়াতে শিকার হতে হয়েছে অনেক হয়রানির। আবার এমন কিছু ফ্যামিলিতে সুন্দর নারী থাকায় সমস্যার সম্মুখীন হয়েছে ক্ষমতাসীন মানুষের। এছাড়াও দেখেছি জমি জায়গার বিষয় তো সবচেয়ে বড় সমস্যার কারণ। ক্ষমতার দাপটে একজন আরেকজনার জমি জায়গা দখল করে বসে থাকার চেষ্টা করে এই নিয়ে সৃষ্টি হয়ে যায় কত রকম মারামারি ওহ খুনাখুলি। তাহলে মানুষের স্বস্তিটা কোথায়। যেটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রের আইন ও শাসন মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা। সে জায়গায় প্রতিনিয়ত ক্ষমতার দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক অসহায় মানুষ। এমনকি আইন বিভাগের শাসন বিভাগের মানুষ দ্বারা নির্যাতিত হচ্ছে অনেক সময়। অনেকে মিথ্যা মামলায় ধ্বংস হয়ে যায়।

সকল কিছু বিচার বিশ্লেষণ করে অনেক মানুষ রাজনীতির সাথে জড়িত হতে না চাইলেও জড়িত হয়ে যায়। নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে জড়িত হয়ে যেতে হয় সহজ সরল মানুষদের। আর এই সহজ সরল মানুষদের ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে অনেক মানুষ নিজেদেরকে অধিক বড় মনে করে থাকে। চোখের সামনে ক্ষমতার পতন দেখে তারপরেও মানুষ শুধরায় না। আমরা ইতোমধ্যে লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের বাস্তবতা। তবুও মানুষের ক্ষমতার লোভে খারাপ থেকে বিরত হতে পারেনি। এর জন্য আরো সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের মত জনসাধারণ। একটা সময় ছিল বিপদ থেকে উদ্ধার পেতে ক্ষমতাশীল তাদের ছত্রছায়া থেকে বিপদ উদ্ধার করি। আর এখনো হয়ে গেছে জনসাধারণের কার ছায়ায় মাথা রাখি। না আছে প্রশাসনের সঠিক আইন প্রয়োগ ও মানুষের অধিকার আদায় করে দেওয়া। না আছে ক্ষমতাসীন দল। না আছে ভালো পর্যায়ের নেতা বর্গ। তাই দেখা যাচ্ছে ছত্রছায়া নামক স্থানটা আজ মানুষের থেকে দূরে সরে যাওয়ায় সমস্যা আরো বেশি বেড়ে গেছে। কিছু কিছু মানুষ ছিল দলীয় ছত্র ছায়ায় থেকে অপকর্ম করে চলেছে। তাদের দিকে নাই কথা বললাম। কারণ মানুষ যারা ছত্র ছায়া থেকে দালালি করে চিটার বাটপারি করে ক্ষমতা দেখায় তারা তো নিজেদেরকে ভাবে বীরপুরুষ। কিন্তু মাঝেমধ্যে ভালো মানুষরা ছত্রছায়া আসতে চায় নিজেদের টিকিয়ে রাখতে। কিন্তু বর্তমান সময়ে দেশে সেটাও নাই। তাই এই ছয় মাসের মধ্যে একটা জিনিস আমি বেশি খেয়াল করে দেখেছি। খারাপ মানুষরাও আজ ভালো নেতা বর্গের ছত্রছায়া খুজতে চাচ্ছে, আবার ভালো মানুষেরাও ছত্রছায়া খুজতে চাচ্ছে। খারাপরা ছত্রছায়া পাওয়ার প্রত্যাশা করছে যে নিজেদের জেল-জরিমানা যেন না হয়, অপকর্মের ফলস্বর বিপক্ষ দলরা যেন ক্ষতি করতে না পারে। এদিকে ভালো মানুষেরা ছত্রছায়ায় থাকতে চাচ্ছে বা আইন সঠিক প্রয়োগ দেখতে চাচ্ছে নিজেদের টিকিয়ে রাখার জন্য। কারণ আজ জনসাধারণের জীবন বিপন্ন। কখন ফোন বিপদ তার জীবনে এসে সমস্যার সম্মুখীন করে তোলে।




বিশেষ বিশেষ তথ্য


ব্লগিং ডিভাইসমোবাইল ফোন
বিষয়জেনারেল রাইটিং
আলোচনার বিষয়ছাত্র ছায়া
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার ও ব্লগার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif