স্বার্থপর মানুষের ভালোবাসা কেবল নিজের প্রয়োজন পর্যন্তই সীমাবদ্ধ থাকে

in আমার বাংলা ব্লগ6 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

Minimalist Thank You Card  (4).jpg

ভালোবাসা মানে হলো নিঃস্বার্থভাবে কারো পাশে থাকা, তার সুখ-দুঃখে সঙ্গী হওয়া, নিজের চাওয়া-পাওয়ার চেয়ে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া। কিন্তু সব ভালোবাসা একরকম হয় না। কিছু মানুষের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, সেটা হয় স্বার্থ মিশ্রিত এক ধরনের সম্পর্ক। তারা ভালোবাসার ছায়ায় নিজের প্রয়োজন মেটাতে চায়। যতদিন আপনি তার প্রয়োজন মেটাতে পারবেন, ততদিন আপনি তার খুব কাছের মানুষ। কিন্তু একবার যদি আপনি কিছু দিতে না পারেন, বা আপনি নিজে একটু সহায়তা চান, তখনই বুঝবেন সে আসলে আপনার পাশে নেই।

স্বার্থপর মানুষের ভালোবাসা যেন একটা সুবিধাভোগের চুক্তি। তারা বলে, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আসলে তার মানে দাঁড়ায়, তুমি আমাকে যা যা দাও, সেজন্য আমি তোমায় ভালোবাসি। তারা সম্পর্ককে ব্যবহার করে নিজের সুবিধার জন্য। হয়তো আপনি বিপদে পড়েছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।তখন তারা ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ, এখন আপনি আর তাদের উপকারে আসছেন না।

এমন মানুষদের আচরণ অনেক সময় খুব কষ্টদায়ক হয়। আপনি তাকে আপন করে ফেলেছেন, তার ওপর ভরসা করেছেন, ভবিষ্যৎ কল্পনা করেছেন, কিন্তু সে আপনাকে দেখেছে শুধু একখণ্ড সুবিধাভোগের উপায় হিসেবে। এই ধরনের ভালোবাসায় যতই আবেগ থাকুক, তা টেকে না। কারণ আবেগের ভিত যদি স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, তবে সেটা একদিন না একদিন ধ্বসে পড়ে।

অনেক সময় দেখা যায়, স্বার্থপর মানুষ সম্পর্কের শুরুতে খুব যত্নশীল, মনোযোগী ও আবেগপ্রবণ হয়। তারা আপনাকে বোঝাতে চায় যে, আপনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি তখন তাকে বিশ্বাস করে ফেলেন। কিন্তু যখন আপনি কোনো উপকার করতে অক্ষম হন, কিংবা আপনি নিজে কিছু চাইতে শুরু করেন, তখন তার আসল চেহারা বেরিয়ে আসে।সে ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। কথা বলার আগ্রহ হালকা হয়, এবং একসময় হয়তো সে চুপিসারে হারিয়েই যায়।

এই অভিজ্ঞতা অনেক মানুষকেই জীবনে কষ্ট দেয়। তারা ভাবে, আমি তো তাকে এত ভালোবাসতাম, সে কেন এমন করল? কিন্তু বুঝতে হবে, সে ভালোবাসেনি সে প্রয়োজন মেটাতে আপনার ভালোবাসাকে ব্যবহার করেছে।তাই ভালোবাসা যাচাই করতে হলে সময় দেয়া প্রয়োজন। কে শুধু সুবিধা নিতে আসে, আর কে সুখে–দুঃখে পাশে থাকে সেটা দেখা উচিত। সত্যিকারের ভালোবাসা চাওয়া-পাওয়ার হিসাব করে না। আর স্বার্থপর ভালোবাসা জীবন থেকে বেরিয়ে যাওয়া মানেই আশীর্বাদ, কারণ তাতে ভবিষ্যতে আরও ভালো কাউকে জায়গা দেয়া সম্ভব ।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

আপনার পোষ্টের সাথে আমি কিন্তু একমত। স্বার্থপর মানুষগুলো ভালোবাসা কেবল নিজের প্রয়োজনে। এই মানুষগুলোর মুখের ব্যবহার অনেক মিষ্টি হয়। ওই মানুষগুলোকে বিশ্বাস করা হবে তখন তাদের আসল চেহারা দেখা যায়। আর এদের কারণে অনেক মানুষ কষ্ট পায়। বাস্তব কথা দিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন আপু।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg