মিথ্যা মানুষকে হয়তো জিতিয়ে দেয়, কিন্তু সত্যি মানুষকে শ্রদ্ধা এনে দেয়।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
জীবনে অনেক সময় আমরা দেখি, মিথ্যা বলেও মানুষ কিছু অর্জন করে নিচ্ছে। কেউ চাকরি পায় মিথ্যা তথ্য দিয়ে, কেউ সম্পর্ক টিকিয়ে রাখে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কেউ আবার অন্যকে ফাঁকি দিয়ে নিজে এগিয়ে যায়। তখন অনেকেই মনে করে, সত্যের পথে থেকে লাভ কি? মিথ্যাই যদি সাফল্য এনে দেয়, তবে সৎ থেকে কষ্ট নেওয়ারই বা দরকার কী?
কিন্তু বিষয়টা এত সহজ নয়। মিথ্যা হয়তো সাময়িক জয় এনে দিতে পারে।কিন্তু তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যার উপর দাঁড়ানো সফলতা একসময় ধসে পড়ে। কারণ সত্যের ভিত দৃঢ়, আর মিথ্যার ভিত ফাঁপা।সত্য বলার মানুষ হয়তো প্রথমে একটু পিছিয়ে পড়তে পারে, কষ্ট পেতে পারে, সমাজের চোখে অপটু বলে চিহ্নিতও হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার সততা, চরিত্র ও নীতিবোধ দেখে শ্রদ্ধা করতে শেখে। তার কথা মানুষ বিশ্বাস করে, কারণ সে কখনো সত্যকে লুকায় না।
একজন সত্যবাদী মানুষ সমাজে একটি আস্থার জায়গা তৈরি করে। তার পাশে মানুষ নিরাপদ বোধ করে। সে যখন কিছু বলে, তা বিশ্বাসযোগ্য হয়। সে যখন নেতৃত্ব দেয়, মানুষ তাকে অনুসরণ করে। আর এভাবেই সত্যিকারের মানুষেরা অর্জন করে প্রশংসা নয়, শ্রদ্ধা। যা টাকায় কেনা যায় না, আর মিথ্যা দিয়ে কখনো পাওয়া যায় না।
অন্যদিকে, মিথ্যাবাদীরা যতই সফল হোক না কেন, একবার যখন তাদের মিথ্যা ধরা পড়ে যায়, তখন কেউ আর তাদের বিশ্বাস করে না। তাদের উপর নির্ভর করা যায় না। সমাজে হয়তো তারা কিছু অর্জন করে, কিন্তু সম্মান বা শ্রদ্ধা পায় না। বরং মানুষ আড়ালে বলে, “সে তো মিথ্যা বলে সব করেছে।
সত্য কখনো কখনো কঠিন হতে পারে, কিন্তু সেটাই মানুষকে ভেতর থেকে শক্ত করে। সত্যের পথে চললে অন্তরে শান্তি থাকে। নিজের চোখে নিজেকে সম্মান করা যায়। অথচ মিথ্যার সাফল্য মানুষকে সবসময় অস্থির করে রাখে।জীবনের সবচেয়ে বড় অর্জন হলো নিজেকে হারিয়ে না ফেলা। আর সত্য সেই শক্তি, যা মানুষকে নিজের জায়গায় স্থির থাকতে সাহায্য করে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.